Ajker Patrika

‘বেশি সময় কাজ করুন, নইলে চলে যান’ 

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১৫: ৪৮
‘বেশি সময় কাজ করুন, নইলে চলে যান’ 

বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কর্মীদের ‘অত্যন্ত পরিশ্রমী’ হওয়ার প্রতিশ্রুতি দিতে বলেছেন ইলন মাস্ক। অন্যথায় কোম্পানি ছেড়ে যেতে বলেছেন। মধ্যরাতে কর্মীদের ই-মেইল পাঠিয়ে হুঁশিয়ারি দিয়ে মাস্ক বলেন, ‘হয় বেশি সময় কাজ করুন, নইলে চলে যান’।

ইলন মাস্ক বলেন, ‘আমরা টুইটারের নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছি। আমাদের লক্ষ্য এই প্রতিযোগিতামূলক বিশ্বে সফল হওয়া। এর জন্য আমাদের কঠোর পরিশ্রমী হতে হবে। এর অর্থ, আমাদের দীর্ঘ সময় ধরে অনেক কাজ করতে হবে। যাঁরা অসাধারণ কাজ করবেন, তাঁরাই “নতুন” টুইটারের জন্য উপযুক্ত হবেন।’

সিএনএনের এক প্রতিবেদনে জানা যায়, ই-মেইলে একটি লিংক যুক্ত করা ছিল। লিংকের ‘ইয়েস’ বাটনে তাদেরই ক্লিক করতে বলা হয়েছে, যারা ‘নতুন’ টুইটারের নিয়ম মেনে থাকতে চান। ‘ইয়েস’ বাটনে ক্লিক করলে কর্মীরা একটি অনলাইন ফরমে প্রবেশ করছেন। আর যাঁরা স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে তাঁদের উত্তর জানাবেন না, তাঁদের তিন মাসের জন্য কোম্পানি থেকে অব্যাহতি দেওয়া হবে বলে জানান মাস্ক।

টুইটার কর্মীদের কাজে অসন্তুষ্ট ইলন মাস্ক সম্প্রতি কর্মীদের সঙ্গে ব্যক্তিগতভাবে ও প্রকাশ্যে বিবাদে জড়ান। এর সূত্র ধরে কর্মীদের চাকরিচ্যুত করার ঘটনাও ঘটেছে প্রতিষ্ঠানটিতে। সাম্প্রতিক ঘটনাগুলোর জেরেই টুইটারপ্রধান কর্মীদের ই-মেইলটি পাঠিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এলডিসি থেকে উত্তরণ হলে রপ্তানি খাতে বছরে ৮ বিলিয়ন ডলার হারাবে বাংলাদেশ

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যু: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বাবা, তোমরা আরও অন্তত পাঁচ-দশ বছর আমাদের নেতা থাকো: আসিফ নজরুল

আমাদের কথা শোনা বন্ধ করায় বিএনপির পতন শুরু হয়েছে: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত