Ajker Patrika

ব্যবহারকারীদের তথ্য চুরি হওয়ার অভিযোগ অস্বীকার করেছে টুইটার

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ২০: ০৭
ব্যবহারকারীদের তথ্য চুরি হওয়ার অভিযোগ অস্বীকার করেছে টুইটার

ব্যবহারকারীদের ই-মেইল ঠিকানা হ্যাক হওয়ার অভিযোগ অস্বীকার করেছে টুইটার কর্তৃপক্ষ। সম্প্রতি টুইটারের ২০ কোটির বেশি ব্যবহারকারীর ই-মেইল ঠিকানা চুরি করে অনলাইন হ্যাকিং ফোরামে পোস্ট করেছিল এক হ্যাকার। ‘হ্যাকার ফোরামে’ প্রকাশিত তথ্যের বিভিন্ন স্ক্রিনশট পরবর্তী সময়ে অনলাইনে ছড়িয়ে পড়ে। এ ঘটনা নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছে টুইটার।

বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, টুইটার জানায়, প্ল্যাটফর্মটির সিস্টেমের কোনো ত্রুটি থেকেই তথ্যগুলো পাওয়া গেছে—এমন অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই; বরং এই তথ্যগুলো আগে থেকেই অনলাইনে ছিল। 

টুইটারের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাইবার ক্রাইম ইন্টেলিজেন্স প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা অ্যালন গ্যাল বলেন, ‘আমি সাইবার নিরাপত্তা গবেষকদের অনুরোধ করছি ফাঁস হওয়া তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষার জন্য, যাতে করে “নিজেদের সিস্টেমের ত্রুটির কারণে তথ্য বেহাত হয়নি”—টুইটারের এমন দাবি ধোপে না টেকে।’ 

অনলাইনে নিরাপত্তা লঙ্ঘনের নোটিফিকেশন দেওয়া বিশেষ সাইট ‘হ্যাভ আই বিন পন্ড’-এর নির্মাতা ট্রয় হান্ট ফাঁস হওয়া তথ্য দেখার পর টুইটারে বলেছিলেন, ‘হ্যাকারের বর্ণনার সঙ্গে ডেটা মেলে।’ তবে এসব তথ্য ফাঁস করার পেছনে দায়ী হ্যাকার বা হ্যাকার দলের পরিচয় বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তথ্য চুরির এ ঘটনা সম্ভবত ২০২১ সালের শুরুতে ঘটেছিল, যা গত বছর ইলন মাস্কের কোম্পানি অধিগ্রহণের আগে। 

এই তথ্য চুরির আকার ও সুযোগ-সম্পর্কিত বিভিন্ন দাবির মিল রয়েছে গত ডিসেম্বরের প্রথম দিকের তথ্য ফাঁসের ঘটনার সঙ্গে। সে সময় ৪০ কোটি টুইটার ব্যবহারকারীর ই-মেইল ঠিকানার পাশাপাশি ফোন নম্বরও চুরির দাবি উঠেছিল। গত ডিসেম্বরে প্রায় ৪০ কোটি টুইটার ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বিক্রি করার বিজ্ঞাপন দিয়েছিলেন এক হ্যাকার। সাইবার হামলা চালিয়ে তিনি ওই ব্যবহারকারীদের ফোন নম্বর, ই-মেইল ঠিকানাসহ ব্যক্তিগত বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন বলে দাবি করেছিলেন। 

তথ্যগুলো গত বছরের শুরুতে চুরি করেছিলেন বলেও জানান সেই হ্যাকার। তাঁর হ্যাকিংয়ের তালিকায় বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, তারকা ও রাজনীতিবিদের নামও ছিল। টুইটারের নতুন মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে এ বিষয়ে সতর্ক করে সেই হ্যাকার বলেছিলেন, ৪০ কোটি টুইটার ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বিক্রি করা হবে। তথ্য সুরক্ষা ও গোপনীয়তা ভঙ্গের দায়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশে বড় অঙ্কের জরিমানার মুখোমুখি হওয়ার আগেই মাস্ককে এগুলো কিনে নিতে বলেছিলেন তিনি। 

বিজ্ঞাপন দেওয়ার কিছুদিনের মধ্যেই প্রায় ১ হাজার টুইটার ব্যবহারকারীর তথ্য অনলাইনে ফাঁস করেন সেই হ্যাকার। তথ্য ফাঁস হওয়া টুইটার ব্যবহারকারীর তালিকায় ছিল—গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই, অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, মার্ক কিউবাসহ হাই প্রোফাইল বেশ কয়েকজন তারকা ও রাজনীতিবিদ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত