ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে দিল মেটা

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৩: ৩৬
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ৪৯

দুই বছর নিষিদ্ধ থাকার পর অবশেষে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এই সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্টের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে মেটার পক্ষ থেকে বলা হয়েছে, যদি ট্রাম্প নিয়ম ভঙ্গ করেন, তবে তাঁকে ফেসবুক ও ইনস্টাগ্রামে আবারও নিষিদ্ধ করা হবে। 

২০২১ সালের ৬ জানুয়ারি পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করেছিল মেটা কর্তৃপক্ষ। অবশ্য গত জানুয়ারিতেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। 

ক্যাপিটল হিলে হামলার ঘটনায় সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করেছিল মেটাতবে ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরে পাওয়ার বিষয়ে এখনো সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে অনুসারীরা তাঁর সবশেষ পোস্টের কমেন্ট বক্সে স্বাগত জানিয়ে মন্তব্য করেছেন। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পর ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকেরা ওয়াশিংটনে ক্যাপিটল হিল ভবনে ব্যাপক ভাঙচুর চালিয়েছিলেন। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি তাঁর সমর্থকদের দাঙ্গায় উসকে দিয়েছিলেন। এর পরেই ফেসবুক ট্রাম্পকে নিষিদ্ধ করেছিল। তাঁর অ্যাকাউন্টে ৩ কোটি ৪০ লাখ অনুসারী ছিল। 

ক্যাপিটল হিল দাঙ্গার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছিল। টুইটারে তাঁর ৪ কোটি ৪০ লাখ অনুসারী ছিল। পরে তিনি ‘ট্রুথ সোশ্যাল’ নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যম খোলেন। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত