Ajker Patrika

টুইটারে যে কোনো পোস্টের ভিউ সংখ্যাও দেখা যাবে

প্রযুক্তি ডেস্ক
টুইটারে যে কোনো পোস্টের ভিউ সংখ্যাও দেখা যাবে

এখন থেকে কোনো টুইট কতবার দেখা হয়েছে তা দেখতে পারবেন ব্যবহারকারীরা। আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে আপাতত এই সুবিধা পাওয়া যাচ্ছে। ওয়েব সংস্করণে শিগগিরই চালু হবে এই সুবিধা। 

দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, টুইটারে ‘মন্তব্য’, ‘রিটুইট’ ও ‘লাইক’ সংখ্যার পাশে ব্যবহারকারী এখন থেকে ‘ভিউ সংখ্যা’ দেখতে পাবেন। তবে সব টুইটে ভিউ সংখ্যা দেখা যাবে না। কমিউনিটি টুইট, টুইটার সার্কেল টুইট ও ১৫ ডিসেম্বরের আগে পোস্ট করা টুইটে এই সুবিধা পাওয়া যাবে না। 

ব্যবহারকারীর কোনো টুইট যে কোনো সময়, যে কোনো ডিভাইসে দেখলেই তা ‘ভিউ’ হিসেবে বিবেচিত হবে।

ইলন মাস্ক একটি টুইটে বলেন, ‘টুইটার ভিউ কাউন্ট চালু করেছে। এর ফলে একটা টুইট কতবার দেখা হয়েছে তা আপনি দেখতে পাচ্ছেন। এই সুবিধা ভিডিওর জন্য স্বাভাবিক। এই সুবিধার ফলে টুইটারকে এখন আরও জীবন্ত মনে হবে। কারণ ৯০ শতাংশ ব্যবহারকারীই টুইট শুধু পড়েন। এরা টুইট, রিপ্লাই কিংবা লাইক দেন না।’ 

টুইটার জানায়, যে টুইটটি দেখবে সে আপনাকে ফলো করুক বা না করুক, তা একটি ‘ভিউ’ হিসেবে বিবেচিত হবে। এ ছাড়া, টুইটটি হোমপেজে, প্রোফাইলে, সার্চ করে কিংবা কোনো নিবন্ধে এমবেড করা হিসেবে দেখা হলেও তা ভিউ হিসেবে গণ্য করা হবে।  কোনো টুইট ওয়েব সংস্করণে দেখার পর নিজের ফোন থেকে পুনরায় ওই টুইট দেখলে দুটি ভিউ হিসেবে বিবেচিত হবে। এমনকি অ্যাকাউন্ট মালিক নিজের টুইট দেখলে সেটিও একটি ‘ভিউ’ হিসেবে বিবেচিত হবে।

টুইটার ব্যবহারকারীরা নিজস্ব অ্যাকাউন্টের কার্যক্রম বিশ্লেষণ ও টুইটে বিভিন্ন ‘ইম্প্রেশন’ সংখ্যা দেখার সুবিধা অনেক আগে থেকেই পেয়ে আসছিলেন। তবে এবার সেই তথ্য অন্য ব্যবহারকারীরাও দেখতে পাবেন।

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত