প্রযুক্তি ডেস্ক
এখন থেকে কোনো টুইট কতবার দেখা হয়েছে তা দেখতে পারবেন ব্যবহারকারীরা। আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে আপাতত এই সুবিধা পাওয়া যাচ্ছে। ওয়েব সংস্করণে শিগগিরই চালু হবে এই সুবিধা।
দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, টুইটারে ‘মন্তব্য’, ‘রিটুইট’ ও ‘লাইক’ সংখ্যার পাশে ব্যবহারকারী এখন থেকে ‘ভিউ সংখ্যা’ দেখতে পাবেন। তবে সব টুইটে ভিউ সংখ্যা দেখা যাবে না। কমিউনিটি টুইট, টুইটার সার্কেল টুইট ও ১৫ ডিসেম্বরের আগে পোস্ট করা টুইটে এই সুবিধা পাওয়া যাবে না।
ব্যবহারকারীর কোনো টুইট যে কোনো সময়, যে কোনো ডিভাইসে দেখলেই তা ‘ভিউ’ হিসেবে বিবেচিত হবে।
ইলন মাস্ক একটি টুইটে বলেন, ‘টুইটার ভিউ কাউন্ট চালু করেছে। এর ফলে একটা টুইট কতবার দেখা হয়েছে তা আপনি দেখতে পাচ্ছেন। এই সুবিধা ভিডিওর জন্য স্বাভাবিক। এই সুবিধার ফলে টুইটারকে এখন আরও জীবন্ত মনে হবে। কারণ ৯০ শতাংশ ব্যবহারকারীই টুইট শুধু পড়েন। এরা টুইট, রিপ্লাই কিংবা লাইক দেন না।’
টুইটার জানায়, যে টুইটটি দেখবে সে আপনাকে ফলো করুক বা না করুক, তা একটি ‘ভিউ’ হিসেবে বিবেচিত হবে। এ ছাড়া, টুইটটি হোমপেজে, প্রোফাইলে, সার্চ করে কিংবা কোনো নিবন্ধে এমবেড করা হিসেবে দেখা হলেও তা ভিউ হিসেবে গণ্য করা হবে। কোনো টুইট ওয়েব সংস্করণে দেখার পর নিজের ফোন থেকে পুনরায় ওই টুইট দেখলে দুটি ভিউ হিসেবে বিবেচিত হবে। এমনকি অ্যাকাউন্ট মালিক নিজের টুইট দেখলে সেটিও একটি ‘ভিউ’ হিসেবে বিবেচিত হবে।
টুইটার ব্যবহারকারীরা নিজস্ব অ্যাকাউন্টের কার্যক্রম বিশ্লেষণ ও টুইটে বিভিন্ন ‘ইম্প্রেশন’ সংখ্যা দেখার সুবিধা অনেক আগে থেকেই পেয়ে আসছিলেন। তবে এবার সেই তথ্য অন্য ব্যবহারকারীরাও দেখতে পাবেন।
এখন থেকে কোনো টুইট কতবার দেখা হয়েছে তা দেখতে পারবেন ব্যবহারকারীরা। আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে আপাতত এই সুবিধা পাওয়া যাচ্ছে। ওয়েব সংস্করণে শিগগিরই চালু হবে এই সুবিধা।
দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, টুইটারে ‘মন্তব্য’, ‘রিটুইট’ ও ‘লাইক’ সংখ্যার পাশে ব্যবহারকারী এখন থেকে ‘ভিউ সংখ্যা’ দেখতে পাবেন। তবে সব টুইটে ভিউ সংখ্যা দেখা যাবে না। কমিউনিটি টুইট, টুইটার সার্কেল টুইট ও ১৫ ডিসেম্বরের আগে পোস্ট করা টুইটে এই সুবিধা পাওয়া যাবে না।
ব্যবহারকারীর কোনো টুইট যে কোনো সময়, যে কোনো ডিভাইসে দেখলেই তা ‘ভিউ’ হিসেবে বিবেচিত হবে।
ইলন মাস্ক একটি টুইটে বলেন, ‘টুইটার ভিউ কাউন্ট চালু করেছে। এর ফলে একটা টুইট কতবার দেখা হয়েছে তা আপনি দেখতে পাচ্ছেন। এই সুবিধা ভিডিওর জন্য স্বাভাবিক। এই সুবিধার ফলে টুইটারকে এখন আরও জীবন্ত মনে হবে। কারণ ৯০ শতাংশ ব্যবহারকারীই টুইট শুধু পড়েন। এরা টুইট, রিপ্লাই কিংবা লাইক দেন না।’
টুইটার জানায়, যে টুইটটি দেখবে সে আপনাকে ফলো করুক বা না করুক, তা একটি ‘ভিউ’ হিসেবে বিবেচিত হবে। এ ছাড়া, টুইটটি হোমপেজে, প্রোফাইলে, সার্চ করে কিংবা কোনো নিবন্ধে এমবেড করা হিসেবে দেখা হলেও তা ভিউ হিসেবে গণ্য করা হবে। কোনো টুইট ওয়েব সংস্করণে দেখার পর নিজের ফোন থেকে পুনরায় ওই টুইট দেখলে দুটি ভিউ হিসেবে বিবেচিত হবে। এমনকি অ্যাকাউন্ট মালিক নিজের টুইট দেখলে সেটিও একটি ‘ভিউ’ হিসেবে বিবেচিত হবে।
টুইটার ব্যবহারকারীরা নিজস্ব অ্যাকাউন্টের কার্যক্রম বিশ্লেষণ ও টুইটে বিভিন্ন ‘ইম্প্রেশন’ সংখ্যা দেখার সুবিধা অনেক আগে থেকেই পেয়ে আসছিলেন। তবে এবার সেই তথ্য অন্য ব্যবহারকারীরাও দেখতে পাবেন।
আমাদের পরিচিত পৃথিবীকে পরিবর্তন করছে এআই। এই প্রযুক্তি বিভিন্ন শিল্পকে নতুনভাবে গঠন করছে, কাজগুলোকে সহজ করছে। তবে প্রযুক্তি খাতে নিয়োগেরও ক্ষেত্রেও ভূমিকা রাখছে এআই। কারণ, চাকরির অনলাইন সাক্ষাৎকারে এআই দিয়ে প্রতারণা করছে প্রার্থীরা। বিশেষ করে দূরবর্তী ইন্টারভিউয়ের (রিমোট ইন্টারভিউ বা অনলাইন সাক্ষাৎক
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেফটি ইনস্টিটিউটের (এআইএসআই) অংশীদারির মধ্যে থাকা বিজ্ঞানীদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি (এনআইএসটি)। নতুন শর্তাবলিতে গবেষকদের কাজের ক্ষেত্র থেকে ‘এআই নিরাপত্তা’, ‘দায়িত্বশীল এআই’ ও ‘এআই ন্যায্যতা’ বি
১৩ ঘণ্টা আগেবিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক এবং ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যানের মধ্যে চলমান আইনি যুদ্ধের নতুন মোড় নিয়েছে। দুই পক্ষই সম্মত হয়েছে যে, ওপেনএআই এর লাভজনক মডেলে রূপান্তরের বিষয়টি নিয়ে একটি দ্রুত বিচারকার্য অনুষ্ঠিত হবে, যা তাদের বিরোধকে আদালতের মাধ্যমে সমাধান করতে সাহায্য করবে।
১৫ ঘণ্টা আগেইলন মাস্কের এক্স প্ল্যাটফর্মের মতো কমিউনিটি নোটস ফিচার চালু করতে যাচ্ছে মেটা। এ জন্য আগামী ১৮ মার্চ থেকে যুক্তরাষ্ট্রের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং থ্রেডসে পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু হবে। তবে প্রাথমিকভাবে জনসম্মুখে নোটগুলো প্রকাশ করবে না কোম্পানিটি। কারণ মেটা এখন কমিউনিটি নোটসের লেখার এবং রেটিং করার..
১৬ ঘণ্টা আগে