Ajker Patrika

তথ্য ডাউনলোড করে নিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন কীভাবে?

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ৩০ মে ২০২১, ১৩: ০৬
তথ্য ডাউনলোড করে নিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন কীভাবে?

ফেসবুক অ্যাকাউন্ট একেবারে ডিলিট করে দেওয়ার প্রয়োজন হলে কী করবেন? এটা কীভাবে করা যায়? এ ধরনের পরিস্থিতি আসলে আপনার বিচলিত হওয়ার কিছু নেই। প্রথমে আপনি যদি মনে করেন আপনার যাবতীয় তথ্য ডাউনলোড করে নেবেন তাহলে নিচের কাজগুলো করতে হবে।

১। আপনার ফেসবুক অ্যাকাউন্টটির ডান দিকে উপড়ে ডাউন অ্যারো বাটনে ক্লিক করুন।
২। ওখানে গিয়ে 'সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ সিলেক্ট করুন।
৩। এরপর বাঁ দিকের কলামে 'ইওর ফেসবুক ইনফরমেশন’ সিলেক্ট করে নিন।
৪। এখন ডাউনলোড করার জন্য 'ভিউ’ সিলেক্ট করুন।
৫। কোনো কোনো বিভাগের তথ্য ডাউনলোড করবেন তা ডান দিকের বক্স থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে আপনি ছবি, ভিডিও ইত্যাদি ডাউনলোডের বিভিন্নরকম অপশন পাবেন। তারপর আপনি কনফার্ম করে ডাউনলোড রিকোয়েস্ট পাঠিয়ে দিন।

আপনাকে ফাইল তৈরি হওয়ার জন্য সময় দিতে হবে।এ জন্য আপনার সময় লাগতে পারে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন। আপনার তথ্য ডাউনলোডের জন্য প্রস্তুত হলে আপনাকে নোটিফিকেশন পাঠাবে ফেসবুক। এই নোটিফিকেশনে ক্লিক করে ডাউনলোড করে নিন আপনার ডেটা।

এখন ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন কীভাবে?

১। আপনার ফেসবুক অ্যাকাউন্টটির ডান দিকে উপরে ডাউন অ্যারো বাটনে ক্লিক করুন।
২। ওখানে গিয়ে 'সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ সিলেক্ট করুন।
৩। এরপর বাঁ দিকের কলামে 'ইওর ফেসবুক ইনফরমেশন’ সিলেক্ট করে নিন।
৪। এখন 'ডিঅ্যাকটিভেশন অ্যান্ড ডিলিশন’ সিলেক্ট করুন।
৫। এবার 'ডিলিট অ্যাকাউন্ট’ সিলেক্ট করুন।

৩০ দিনের মধ্যে আপনি আপনার অ্যাকাউন্ট ডিলিট করার আবেদন বাতিল করতে পারবেন। এভাবে আপনি আপনার প্রয়োজনীয় ডাটা ডাউনলোড করে নিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন।

বিষয়:

ফেসবুক
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

থমথমে খামারবাড়ি: সড়ক অবরোধ করে চলছে অবস্থান কর্মসূচি

প্রশাসনের লোক পরিচয়ে আ.লীগ নেতাকে গ্রেপ্তারে বাধা, পরে আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত