প্রযুক্তি ডেস্ক
টুইটারের সব কার্যালয় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ সিস্টেমে কর্মীদের প্রবেশাধিকারও স্থগিত করা হয়েছে।
চাকরিচ্যুত করার বিষয়ে ই-মেইল করে জানানো হবে—কর্মীদের এমন বার্তা দেওয়ার পর আজ শুক্রবার টুইটারের কার্যালয় বন্ধের ঘটনা ঘটল।
ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর যেভাবে একের পর এক আকস্মিক সিদ্ধান্ত নিচ্ছেন, তাতে অনেকে কোম্পানির ভবিষ্যৎ নিয়ে সন্দিহান হয়ে পড়েছেন। এরই মধ্যে শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত এবং পরিচালনা বোর্ড ভেঙে নিজেই কোম্পানির সর্বেসর্বা হয়েছেন মাস্ক। এ ঘটনার সপ্তাহখানেক পরই আরেক বিশৃঙ্খলার ইঙ্গিত মিলল।
সামাজিক যোগাযোগ কোম্পানিটির পক্ষ থেকে কর্মীদের ই-মেইলে জানানো হয়, কর্মী ছাঁটাইয়ের বিষয়ে শুক্রবার গ্রিনিচ মান সময় বিকেল ৪টায় জানিয়ে দেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার ওই ই-মেইলে আরও বলা হয়, ‘টুইটারকে একটি সুস্থ ধারায় আনতে শুক্রবার আমরা সারা বিশ্বে কর্মীর সংখ্যা কমিয়ে আনার মতো কিছু কঠিন প্রক্রিয়ার ভেতর দিয়ে যাব।’
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক টুইটার কেনার পরই জনবল কমানোর ঘোষণা দিয়েছেন। প্রায় ৩ হাজার ৭০০ বা প্রায় অর্ধেক কর্মী ছাঁটাই করবেন বলে জানিয়েছেন তিনি। মূলত নতুন কর্মনীতি বাস্তবায়নের জন্য খরচ কমানোর লক্ষ্যেই এই ছাঁটাই পরিকল্পনা।
এদিকে কিছু কর্মী জানিয়েছেন, কোনো ধরনের নোটিশ ছাড়া তাঁরা অফিস ই-মেইল ও স্ল্যাক চ্যানেলে প্রবেশ করতে পারছেন না। তাঁরা আশঙ্কা করছেন, ছাঁটাইয়ের তালিকায় তাঁদের নামও রয়েছে।
এশিয়া অঞ্চলের নির্বাহী এক টুইটে জানিয়েছেন, ভারতে কোম্পানির কমিউনিকেশন টিমের সবাইকে বরখাস্ত করা হয়েছে। টুইটারের অ্যালগরিদম নিয়ে গবেষণা করে এমন একটি টিমকেও বরখাস্ত করা হয়েছে, যেখানে বিদ্যমান অ্যালগরিদম পরিবর্তনের ওপরই বেশি নজর দিচ্ছেন মাস্ক।
ইলন মাস্ক টুইটার কেনার পর থেকে একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে। এরই মধ্যে টুইটারে নিষিদ্ধ অনেককে অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হয়েছে।
এর মধ্যে জার্মান গাড়ি কোম্পানি ফক্সওয়াগন টুইটারে বিজ্ঞাপন স্থগিত করেছে। জেনারেল মোটরস, জেনারেল মিলসের মতো কোম্পানিও এমন পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে।
শুক্রবার সকালে এ নিয়ে টুইট করেছেন ইলন মাস্ক। বিজ্ঞাপনদাতাদের ওপর অধিকারকর্মীদের চাপের কারণেই টুইটারের রাজস্ব ব্যাপকভাবে কমে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। মাস্ক লিখেছেন, ‘একেবারে যা তা অবস্থা! তারা (নাগরিক অধিকার গ্রুপগুলো) আমেরিকায় বাক্স্বাধীনতা ধ্বংসের চেষ্টা করছে।’
টুইটারের সব কার্যালয় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ সিস্টেমে কর্মীদের প্রবেশাধিকারও স্থগিত করা হয়েছে।
চাকরিচ্যুত করার বিষয়ে ই-মেইল করে জানানো হবে—কর্মীদের এমন বার্তা দেওয়ার পর আজ শুক্রবার টুইটারের কার্যালয় বন্ধের ঘটনা ঘটল।
ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর যেভাবে একের পর এক আকস্মিক সিদ্ধান্ত নিচ্ছেন, তাতে অনেকে কোম্পানির ভবিষ্যৎ নিয়ে সন্দিহান হয়ে পড়েছেন। এরই মধ্যে শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত এবং পরিচালনা বোর্ড ভেঙে নিজেই কোম্পানির সর্বেসর্বা হয়েছেন মাস্ক। এ ঘটনার সপ্তাহখানেক পরই আরেক বিশৃঙ্খলার ইঙ্গিত মিলল।
সামাজিক যোগাযোগ কোম্পানিটির পক্ষ থেকে কর্মীদের ই-মেইলে জানানো হয়, কর্মী ছাঁটাইয়ের বিষয়ে শুক্রবার গ্রিনিচ মান সময় বিকেল ৪টায় জানিয়ে দেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার ওই ই-মেইলে আরও বলা হয়, ‘টুইটারকে একটি সুস্থ ধারায় আনতে শুক্রবার আমরা সারা বিশ্বে কর্মীর সংখ্যা কমিয়ে আনার মতো কিছু কঠিন প্রক্রিয়ার ভেতর দিয়ে যাব।’
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক টুইটার কেনার পরই জনবল কমানোর ঘোষণা দিয়েছেন। প্রায় ৩ হাজার ৭০০ বা প্রায় অর্ধেক কর্মী ছাঁটাই করবেন বলে জানিয়েছেন তিনি। মূলত নতুন কর্মনীতি বাস্তবায়নের জন্য খরচ কমানোর লক্ষ্যেই এই ছাঁটাই পরিকল্পনা।
এদিকে কিছু কর্মী জানিয়েছেন, কোনো ধরনের নোটিশ ছাড়া তাঁরা অফিস ই-মেইল ও স্ল্যাক চ্যানেলে প্রবেশ করতে পারছেন না। তাঁরা আশঙ্কা করছেন, ছাঁটাইয়ের তালিকায় তাঁদের নামও রয়েছে।
এশিয়া অঞ্চলের নির্বাহী এক টুইটে জানিয়েছেন, ভারতে কোম্পানির কমিউনিকেশন টিমের সবাইকে বরখাস্ত করা হয়েছে। টুইটারের অ্যালগরিদম নিয়ে গবেষণা করে এমন একটি টিমকেও বরখাস্ত করা হয়েছে, যেখানে বিদ্যমান অ্যালগরিদম পরিবর্তনের ওপরই বেশি নজর দিচ্ছেন মাস্ক।
ইলন মাস্ক টুইটার কেনার পর থেকে একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে। এরই মধ্যে টুইটারে নিষিদ্ধ অনেককে অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হয়েছে।
এর মধ্যে জার্মান গাড়ি কোম্পানি ফক্সওয়াগন টুইটারে বিজ্ঞাপন স্থগিত করেছে। জেনারেল মোটরস, জেনারেল মিলসের মতো কোম্পানিও এমন পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে।
শুক্রবার সকালে এ নিয়ে টুইট করেছেন ইলন মাস্ক। বিজ্ঞাপনদাতাদের ওপর অধিকারকর্মীদের চাপের কারণেই টুইটারের রাজস্ব ব্যাপকভাবে কমে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। মাস্ক লিখেছেন, ‘একেবারে যা তা অবস্থা! তারা (নাগরিক অধিকার গ্রুপগুলো) আমেরিকায় বাক্স্বাধীনতা ধ্বংসের চেষ্টা করছে।’
নতুন দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল প্রকাশ করেছে চীনের ইন্টারনেট সার্চ জায়ান্ট বাইদু। এর মধ্যে একটি নতুন রিজনিং বা যৌক্তিক মডেল রয়েছে। কোম্পানিটি দাবি করছে, রিজনিং মডেলটি ডিপসিকের মডেলের সমান কার্যকরী। এসব মডেল বিনা মূল্যে ব্যবহার করা যাবে। এর ফলে এআই খাতে প্রতিযোগিতা আরও তীব্র হতে চলছে।
৫ মিনিট আগেগুগল অ্যাসিস্ট্যান্টের জায়গা নিতে চলেছে গুগলের জনপ্রিয় এআই চ্যাটবট জেমিনি। চলতি বছরেই অ্যান্ড্রয়েড ডিভাইসে এই পরিবর্তন দেখা যাবে। গত শুক্রবার (১৪ মার্চ) এক ব্লগ পোস্টে এ ঘোষণা দিয়েছে গুগল।
৩ ঘণ্টা আগেবর্তমানে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে। এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক চ্যাটবট যা মানুষের মতো কথা বলতে এবং বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিতে পারে। চ্যাটজিপিটি এখন অনেক প্ল্যাটফর্মে ব্যবহার করা যায় এবং গত বছর থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এই সুবিধা এনেছে...
৪ ঘণ্টা আগেআমাদের পরিচিত পৃথিবীকে পরিবর্তন করছে এআই। এই প্রযুক্তি বিভিন্ন শিল্পকে নতুনভাবে গঠন করছে, কাজগুলোকে সহজ করছে। তবে প্রযুক্তি খাতে নিয়োগেরও ক্ষেত্রেও ভূমিকা রাখছে এআই। কারণ, চাকরির অনলাইন সাক্ষাৎকারে এআই দিয়ে প্রতারণা করছে প্রার্থীরা। বিশেষ করে দূরবর্তী ইন্টারভিউয়ের (রিমোট ইন্টারভিউ বা অনলাইন সাক্ষাৎক
১৯ ঘণ্টা আগে