নিরাপদে ফেসবুক ব্যবহারে যেসব বিষয়ে খেয়াল রাখবেন

প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২১, ১৫: ২৭
আপডেট : ১৮ মে ২০২১, ২০: ৫০

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে এখন ফেসবুক বেশ জনপ্রিয়। এর মাধ্যমে যোগাযোগ অনেক সহজ হয়েছে। অনেকেই জীবনে নতুন ছন্দ খুঁজে পেয়েছেন ফেসবুকের কল্যাণে। তবে এর কারণে অনেক সময় জীবনে ছন্দপতনও ঘটতে পারে। এ জন্য নিরাপদে ফেসবুক ব্যবহারের দিকে একটু খেয়াল রাখতে হবে। কিছু বিষয়ের দিকে খেয়াল রাখলেই এ ক্ষেত্রে নিরাপদ থাকা যায়—

  • সংযুক্ত হওয়ার আগে প্রতিটি ফেসবুক অ্যাকাউন্ট সম্পর্কে ভালো করে খোঁজ নিন। নিশ্চিত হয়ে নিন, যে লোকটির সঙ্গে আপনি কথা বলছেন তিনি আসলেই সেই ব্যক্তিই।

  • আপনার ব্যাংকিং এবং অর্থনৈতিক তথ্য সংরক্ষণ করুন। কখনো আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা অন্য কোনো অর্থনৈতিক তথ্য ফেসবুকে শেয়ার করবেন না।

  • অচেনা ব্যক্তি সম্পর্কে সতর্ক হোন। এমন কাউকে ফেসবুকে সংযুক্ত করবেন না, যাকে আপনি চেনেন না।

  • আপনার পাসওয়ার্ডটি নিরাপদ রাখুন। অন্য ওয়েবসাইট এবং ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড একই না রাখা ভালো। আপনার পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার করবেন না। অনলাইনে কোথাও আপনার পাসওয়ার্ড লিখে রাখবেন না।

  • ভাইরাস যাতে আপনার কম্পিউটার, মোবাইল বা অন্য ডিজিটাল ডিভাইসে, যেখানে আপনি ফেসবুক ব্যবহার করছেন, সেটিকে আক্রমণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

  • সন্দেহজনক বা ঝুঁকিপূর্ণ লিংকে কখনো ক্লিক করবেন না। এই লিংক কোনো বন্ধু বা কোনো চেনাজানা কোম্পানি থেকে এলেও তাতে আপনার ক্লিক না করাই উত্তম।

  • আপনি যে কম্পিউটার ব্যবহার করছেন, সেটি যদি অন্য ব্যক্তিদের ব্যবহারের সুযোগ থাকে, তাহলে অবশ্যই ফেসবুক ব্যবহার শেষে লগ আউট করুন।

তথ্যসূত্র: ফেসবুক, ক্যাসপারস্কি ডটকম

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণের ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত