Ajker Patrika

ভুয়া তথ্য শনাক্তে ‘কমিউনিটি নোটস’ সুবিধা চালু করল টুইটার 

প্রযুক্তি ডেস্ক
ভুয়া তথ্য শনাক্তে ‘কমিউনিটি নোটস’ সুবিধা চালু করল টুইটার 

ভুয়া তথ্যের সন্ধান জানতে সবার জন্য কমিউনিটি নোটস সুবিধা চালু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা ভুয়া তথ্য বা সংবাদের বিষয়ে টুইটারকে সরাসরি জানানোর সুযোগ পাবেন। কমিউনিটি নোটস আগে ‘বার্ডওয়াচ’ নামে পরিচিত ছিল। এটি টুইটার ব্যবহারকারীদের সহায়তায় তথ্য যাচাইয়ের ব্যবস্থা।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের এক প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারীদের মতামত ও তথ্য পর্যালোচনা করে ব্যবস্থা নেবে টুইটার। এর ফলে দ্রুত ভুয়া তথ্য শনাক্তের পাশাপাশি সেগুলো মুছে ফেলতে পারবে কর্তৃপক্ষ। 

টুইটার জানিয়েছে, কমিউনিটি নোটস এর সুবিধা চাইলেই যে কেউ ব্যবহার করতে পারবেন না। যে সকল অ্যাকাউন্ট টুইটারের নীতিমালা ভঙ্গ করেনি এবং কমপক্ষে ছয় মাস আগে খোলা অ্যাকাউন্টগুলো এ সুবিধা পাবে। পাশাপাশি ব্যবহারকারীদের ফোন নম্বরও যাচাই করা হবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে অ্যাপের পাশাপাশি ওয়েব ভার্সনেও এ সুবিধা ব্যবহার করার সুযোগ থাকছে। 

ব্যবহারকারীদের তাদের তথ্য প্রদান করলে তা যাচাই করবে টুইটার। পরবর্তীতে তাদের একটি স্কোর দেওয়া হবে। পাঁচ নম্বর পেলে সরাসরি নোটস লেখা যাবে। তবে কোনো  ব্যবহারকারীর নোটে অন্য ব্যবহারকারীরা একাধিক ‘নট হেল্প ফুল’ রেটিং দিলে কমিউনিটি নোটস লেখার সুবিধা বাতিল হয়ে যাবে। যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা এত দিন এ সুবিধা পেয়ে আসলেও এখন বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকেরা এই সুবিধা ব্যবহারের সুযোগ পাবেন। 

এর আগে, গত মাসে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন চলাকালীন টুইটারে ভুয়া তথ্যে সয়লাব হওয়ার অভিযোগ জানায় ওয়াশিংটনভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা কমন কজ। তারা জানায়, টুইটার ভুল তথ্য সংবলিত পোস্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনেক সময় নিয়েছে। টুইটারে যারা সঠিক তথ্য যাচাই বাছাইয়ের দায়িত্বে ছিলেন তাঁদের অনেককেই ছাঁটাই করার ফলে এমনটা হয়েছে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত