প্রযুক্তি ডেস্ক
মাইক্রোসফট ‘টিমস’ সফটওয়্যারের কিছু সুবিধা প্রিমিয়াম সংস্করণে থাকছে না। ফলে সুবিধাগুলো পেতে হলে ব্যবহারকারীকে বাড়তি খরচ করতে হবে। গত মাস থেকে মাইক্রোসফট টিমস প্রিমিয়াম ৩০ দিনের জন্য ‘ট্রায়াল’ হিসেবে পাচ্ছেন ব্যবহারকারীরা। যে সুবিধাগুলো প্রিমিয়াম সংস্করণে সরিয়ে নেওয়া হবে, তা হলো সরাসরি অনূদিত ক্যাপশন, কাস্টম টুগেদার মোড সিন ও ভার্চুয়াল অ্যাপয়েন্টমেন্ট।
দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফট টিমরে মাধ্যমে ওয়ার্কস্পেস চ্যাট এবং ভিডিও কনফারেন্স, ফাইল স্টোরেজ ও অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশনের সুবিধা পান ব্যবহারকারীরা। এটি ‘মাইক্রোসফট ৩৬৫’ এর অংশ। গত মাসের শেষ দিকে লাইসেন্সের নীতিমালায় পরিবর্তন এনেছে মাইক্রোসফট। ফেব্রুয়ারিতে টিমসের প্রিমিয়াম সংস্করণ উন্মুক্ত করবে কোম্পানিটি। টিমসের অন্তর্ভুক্ত কিছু ফিচার টিমস প্রিমিয়ামে থাকবে না। অবশ্য নিয়মিত গ্রাহকেরা পরবর্তী ৩০ দিন পর্যন্ত টিমসের সাধারণ সংস্করণে এ সুবিধা পাবেন।
মাইক্রোসফটের লাইসেন্স আপডেটে বলা হয়েছে, ৩০ দিন পর গ্রাহকেরা বিশেষ সুবিধাগুলো আর ব্যবহার করতে পারবে না। সুবিধাগুলো ব্যবহার চালিয়ে যেতে চাইলে ব্যবহারকারীদের প্রিমিয়াম গ্রাহক হতে হবে। প্রিমিয়াম লাইসেন্সের অধীনে থাকা ব্যবহারকারীই বিশেষ সুবিধা পাবে।
সম্প্রতি, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং আউটলুক সফটওয়্যারগুলোতে ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি পরীক্ষা করছে বলে জানা যায়। মাইক্রোসফট পরীক্ষা করে দেখছে যে কীভাবে এই এআই মডেলগুলি ই-মেইলের উত্তরের পরামর্শ দিতে পারে বা ওয়ার্ড ব্যবহারকারীদের লেখার উন্নতিতে পরামর্শ দিতে পারে। ওপেনএআই যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান।
মাইক্রোসফট এরই মধ্যে ওপেনএআইয়ের জিপিটি মডেলের একটি অজানা সংস্করণকে ওয়ার্ড সফটওয়্যারের ‘স্বয়ংক্রিয় পূরণ’ বৈশিষ্ট্যে অন্তর্ভুক্ত করেছে। মডেলটিকে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং আউটলুক-এ আরও একীভূত করার জন্য কাজ করছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া, আউটলুকে অনুসন্ধানের ফলাফল গুলিকে আরও উন্নত ও প্রাসঙ্গিক করতেও মাইক্রোসফট ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করছে। তবে মাইক্রোসফট এই বৈশিষ্ট্যগুলো আনুষ্ঠানিকভাবে চালু করার পরিকল্পনা করছে কি না বা এটি আপাতত পরীক্ষামূলক কি না, তা-ও পরিষ্কার নয়।
মাইক্রোসফট ‘টিমস’ সফটওয়্যারের কিছু সুবিধা প্রিমিয়াম সংস্করণে থাকছে না। ফলে সুবিধাগুলো পেতে হলে ব্যবহারকারীকে বাড়তি খরচ করতে হবে। গত মাস থেকে মাইক্রোসফট টিমস প্রিমিয়াম ৩০ দিনের জন্য ‘ট্রায়াল’ হিসেবে পাচ্ছেন ব্যবহারকারীরা। যে সুবিধাগুলো প্রিমিয়াম সংস্করণে সরিয়ে নেওয়া হবে, তা হলো সরাসরি অনূদিত ক্যাপশন, কাস্টম টুগেদার মোড সিন ও ভার্চুয়াল অ্যাপয়েন্টমেন্ট।
দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফট টিমরে মাধ্যমে ওয়ার্কস্পেস চ্যাট এবং ভিডিও কনফারেন্স, ফাইল স্টোরেজ ও অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশনের সুবিধা পান ব্যবহারকারীরা। এটি ‘মাইক্রোসফট ৩৬৫’ এর অংশ। গত মাসের শেষ দিকে লাইসেন্সের নীতিমালায় পরিবর্তন এনেছে মাইক্রোসফট। ফেব্রুয়ারিতে টিমসের প্রিমিয়াম সংস্করণ উন্মুক্ত করবে কোম্পানিটি। টিমসের অন্তর্ভুক্ত কিছু ফিচার টিমস প্রিমিয়ামে থাকবে না। অবশ্য নিয়মিত গ্রাহকেরা পরবর্তী ৩০ দিন পর্যন্ত টিমসের সাধারণ সংস্করণে এ সুবিধা পাবেন।
মাইক্রোসফটের লাইসেন্স আপডেটে বলা হয়েছে, ৩০ দিন পর গ্রাহকেরা বিশেষ সুবিধাগুলো আর ব্যবহার করতে পারবে না। সুবিধাগুলো ব্যবহার চালিয়ে যেতে চাইলে ব্যবহারকারীদের প্রিমিয়াম গ্রাহক হতে হবে। প্রিমিয়াম লাইসেন্সের অধীনে থাকা ব্যবহারকারীই বিশেষ সুবিধা পাবে।
সম্প্রতি, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং আউটলুক সফটওয়্যারগুলোতে ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি পরীক্ষা করছে বলে জানা যায়। মাইক্রোসফট পরীক্ষা করে দেখছে যে কীভাবে এই এআই মডেলগুলি ই-মেইলের উত্তরের পরামর্শ দিতে পারে বা ওয়ার্ড ব্যবহারকারীদের লেখার উন্নতিতে পরামর্শ দিতে পারে। ওপেনএআই যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান।
মাইক্রোসফট এরই মধ্যে ওপেনএআইয়ের জিপিটি মডেলের একটি অজানা সংস্করণকে ওয়ার্ড সফটওয়্যারের ‘স্বয়ংক্রিয় পূরণ’ বৈশিষ্ট্যে অন্তর্ভুক্ত করেছে। মডেলটিকে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং আউটলুক-এ আরও একীভূত করার জন্য কাজ করছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া, আউটলুকে অনুসন্ধানের ফলাফল গুলিকে আরও উন্নত ও প্রাসঙ্গিক করতেও মাইক্রোসফট ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করছে। তবে মাইক্রোসফট এই বৈশিষ্ট্যগুলো আনুষ্ঠানিকভাবে চালু করার পরিকল্পনা করছে কি না বা এটি আপাতত পরীক্ষামূলক কি না, তা-ও পরিষ্কার নয়।
মোবাইল অপারেটর বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ইওহান বুসে। তিনি এরিক অসের স্থলাভিষিক্ত হবেন। বাংলালিংকের মূল কোম্পানি ভিওন সোমবার ইওহান বুসেকে বাংলালিংকের নতুন সিইও পদে নিয়োগ দিয়েছে।
৭ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কনটেন্টের জন্য নতুন ‘পরিচয় নির্ধারণব্যবস্থা’ গ্রহণ করতে যাচ্ছে চীন। এসব কনটেন্টে মানুষের পঠনযোগ্য এবং মেশিন-পঠনযোগ্য নোটিফিকেশন (মেটাডেটা বা জলছাপ) থাকবে। গত সপ্তাহে এআই নিয়ে এসব নতুন নিয়মাবলি ঘোষণা করেছে চীনা কর্তৃপক্ষ।
১৭ ঘণ্টা আগেইন্টেল বা এএমডির চিপসেটের পরিবর্তে নিজস্ব প্রসেসর কিরিন এক্স ৯০ ব্যবহার করে নতুন সিরিজের নোটবুক নিয়ে আসবে হুয়াওয়ে। সম্প্রতি, চীনে নিজেদের প্রথম পিসি প্রসেসরের লাইসেন্স গ্রহণের মাধ্যমে কোম্পানিটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এটি বিশ্বব্যাপী কম্পিউটার বাজারে তাদের স্বাধীনতা ও প্রভাব বাড়াবে...
১৮ ঘণ্টা আগেডিজিটাল ছবির কপিরাইট বা মালিকানা চিহ্নিত করতে ছবির ওপর ওয়াটারমার্ক বা জলছাপ যুক্ত করা হয়। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার বেশ কিছু ব্যবহারকারী দাবি করছেন, গুগলের নতুন জেমিনি ২.০ মডেল ব্যবহার করে এই জলছাপ সহজেই মুছে ফেলা যায়। এমনকি গেটি ইমেজ থেকে শুরু করে অন্যান্য পরিচিত প্ল্যাটফর্মের স্টক ছবির জলছাপ...
২০ ঘণ্টা আগে