Ajker Patrika

যেভাবে আপনার অপছন্দের রিটুইট লুকিয়ে ফেলবেন

অনলাইন ডেস্ক
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৬: ০৯
যেভাবে আপনার অপছন্দের রিটুইট লুকিয়ে ফেলবেন

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার এমন এক প্ল্যাটফর্ম, যেখানে আপনি সহজেই যে কারও সঙ্গেই যুক্ত হতে পারবেন। দুনিয়ার বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে যুক্ত হয়ে তাদের সম্বন্ধে জানতে পারবেন। এক কথায় ভার্চুয়াল পুরো দুনিয়াই ঘুরে ফেলতে পারবেন। তাদের টুইটে রিটুইট করতে পারবেন। তবে আছে বিড়ম্বনাও। কারণ, অনেকেই তাদের রিটুইটের মাধ্যমে ব্যক্তিগত আক্রমণের শিকার হয়। তবে আপনি চাইলেই আপনার অপছন্দের রিটুইটগুলো লুকিয়ে ফেলতে পারবেন। দুঃখজনক হলেও সত্যি, এই রিটুইটগুলো মুছে ফেলার কোনো সুযোগ নেই। 

রিটুইট লুকিয়ে ফেলতে যা যা করণীয়-

১) টুইটার অ্যাকাউন্ট লগ ইন করুন 

২) আপনার যে টুইট থেকে রিটুইট লুকাতে চাইছেন, সেখানে ক্লিক করুন 

৩) এরপর, স্ক্রল করে অপছন্দের রিটুইটের "..." এখানে ক্লিক করলেই, আপনার সামনে মেনু বার চলে আসবে। সেখান থেকে 'হাইড রিপ্লাই ' অপশন সিলেক্ট করলেই আপনার কাজ হয়ে যাবে। 

তবে বলে রাখা ভালো, আপনি যখন কারও রিটুইট লুকিয়ে ফেলতে যাবেন, তখন আপনার কাছে একটি পপআপ আসবে। যার মাধ্যমে আপনার এই কাজের কারণ জানতে চাইবে। তা ছাড়া অন্য আরেকটি পপআপের মাধ্যমে আপনি ওই ইউজারকে আপনার অ্যাকাউন্ট থেকে ব্লক করতে চান কি না,  টুইটার তা জানতে চাইবে।

বলে রাখা ভালো, আপনার লুকিয়ে ফেলা রিটুইট একবারে মুছে ফেলা যাবে না, বরং অন্য আরেকটি পেজে চলে যাবে। আপনার কোনো  ফলোয়ার চাইলে ডট অপশনে ক্লিক করার মাধ্যমে লুকিয়ে ফেলা রিটুইটগুলো দেখতে পারবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত