কুহেলী রহমান
এত দিন মানুষ উইল করে যেত জমিজমাসহ বিভিন্ন সম্পদ। আর এই ডিজিটাল যুগে মানুষ উইল করে ফেসবুক প্রোফাইল! কিন্তু এরও কিছু নিয়মকানুন আছে। ফেসবুক প্রোফাইল বলে চাইলেই দিয়ে দিতে পারবেন না। এর জন্য আপনাকে মানতে হবে কিছু নিয়মকানুন।
কারও মৃত্যুর পর তার প্রোফাইলটি বন্ধ করে দেওয়ার অপশন আছে গুগল কিংবা ফেসবুকের। এসব কর্তৃপক্ষ ওই মৃত ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলের ছবি, তথ্য ও পোস্ট ডিলিট করে দেয়। তবে চাইলে প্রোফাইল সচল রাখার সুযোগও দেয় ফেসবুক। এর জন্য জরুরি কয়েকটি সেটিংস বদলাতে হবে শুধু।
প্রথম ধাপ
প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করে ডান দিকে ওপরে নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এবার সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন বেছে নিন। এরপর বেছে নিতে হবে অ্যাকসেস কন্ট্রোল। তারপর মেমোরিয়ালাইজেশন সেটিংসটিতে ক্লিক করুন। শেষে সিলেক্ট করতে হবে চুজ লিগ্যাসি কনট্র্যাক্টস।
দ্বিতীয় ধাপ
এই সেটিংসটি বেছে নিতে হবে। কারণ কেউ নিজের প্রোফাইলকে মেমোরিয়ালাইজড অ্যাকাউন্ট তৈরি করে সেটি উইল করে দিতে পারবেন। এতে ওই ব্যক্তির মৃত্যুর পরে কে ফেসবুক প্রোফাইলের নিয়ন্ত্রণ পাবেন, সেটি বেছে নেওয়া যাবে। ফেসবুকের নিয়ম অনুযায়ী, সেই প্রোফাইলে কেউ লগইন করতে পারবে না। তবে উইল সূত্রে মনোনীত ব্যক্তির কাছে মৃত ব্যক্তির প্রোফাইলে পিনড পোস্ট, প্রোফাইল ও কভার ছবি বদল করার ক্ষমতা থাকবে। তবে কখনোই মৃত ব্যক্তির প্রোফাইলে লগইন করা যাবে না। সে সুযোগ রাখেনি ফেসবুক। ফলে কার সঙ্গে মেসেঞ্জারে কী কথা বলেছেন, তা গোপন থাকবে মৃত্যুর পরেও।
তবে কোনো ফেসবুক ব্যবহারকারী যদি চান যে মৃত্যুর পরে তাঁর প্রোফাইল চিরতরে ডিলিট হয়ে যাবে, তাহলে সেই একই সেটিংসে গিয়ে ডিলিট পারমানেন্টলি অপশন বেছে নিতে হবে। তবে এর জন্য তৃতীয় কোনো ব্যক্তিকে মৃত্যুর খবরটি ফেসবুককে জানাতে হবে। খবরের সত্যতা যাচাই করার পর সেই অ্যাকাউন্টের প্রোফাইল ছবি, সব তথ্য ও পোস্ট ডিলিট করে দেবে ফেসবুক। কিন্তু ওপরের কোনো সেটিংস আগে থেকে বদল না করলে মৃত্যুর পরেও ফেসবুক প্রোফাইল আর দশটা প্রোফাইলের মতো সচল থাকবে এবং টাইমলাইনে যে কেউ এসে পোস্ট করতে পারবে।
এত দিন মানুষ উইল করে যেত জমিজমাসহ বিভিন্ন সম্পদ। আর এই ডিজিটাল যুগে মানুষ উইল করে ফেসবুক প্রোফাইল! কিন্তু এরও কিছু নিয়মকানুন আছে। ফেসবুক প্রোফাইল বলে চাইলেই দিয়ে দিতে পারবেন না। এর জন্য আপনাকে মানতে হবে কিছু নিয়মকানুন।
কারও মৃত্যুর পর তার প্রোফাইলটি বন্ধ করে দেওয়ার অপশন আছে গুগল কিংবা ফেসবুকের। এসব কর্তৃপক্ষ ওই মৃত ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলের ছবি, তথ্য ও পোস্ট ডিলিট করে দেয়। তবে চাইলে প্রোফাইল সচল রাখার সুযোগও দেয় ফেসবুক। এর জন্য জরুরি কয়েকটি সেটিংস বদলাতে হবে শুধু।
প্রথম ধাপ
প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করে ডান দিকে ওপরে নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এবার সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন বেছে নিন। এরপর বেছে নিতে হবে অ্যাকসেস কন্ট্রোল। তারপর মেমোরিয়ালাইজেশন সেটিংসটিতে ক্লিক করুন। শেষে সিলেক্ট করতে হবে চুজ লিগ্যাসি কনট্র্যাক্টস।
দ্বিতীয় ধাপ
এই সেটিংসটি বেছে নিতে হবে। কারণ কেউ নিজের প্রোফাইলকে মেমোরিয়ালাইজড অ্যাকাউন্ট তৈরি করে সেটি উইল করে দিতে পারবেন। এতে ওই ব্যক্তির মৃত্যুর পরে কে ফেসবুক প্রোফাইলের নিয়ন্ত্রণ পাবেন, সেটি বেছে নেওয়া যাবে। ফেসবুকের নিয়ম অনুযায়ী, সেই প্রোফাইলে কেউ লগইন করতে পারবে না। তবে উইল সূত্রে মনোনীত ব্যক্তির কাছে মৃত ব্যক্তির প্রোফাইলে পিনড পোস্ট, প্রোফাইল ও কভার ছবি বদল করার ক্ষমতা থাকবে। তবে কখনোই মৃত ব্যক্তির প্রোফাইলে লগইন করা যাবে না। সে সুযোগ রাখেনি ফেসবুক। ফলে কার সঙ্গে মেসেঞ্জারে কী কথা বলেছেন, তা গোপন থাকবে মৃত্যুর পরেও।
তবে কোনো ফেসবুক ব্যবহারকারী যদি চান যে মৃত্যুর পরে তাঁর প্রোফাইল চিরতরে ডিলিট হয়ে যাবে, তাহলে সেই একই সেটিংসে গিয়ে ডিলিট পারমানেন্টলি অপশন বেছে নিতে হবে। তবে এর জন্য তৃতীয় কোনো ব্যক্তিকে মৃত্যুর খবরটি ফেসবুককে জানাতে হবে। খবরের সত্যতা যাচাই করার পর সেই অ্যাকাউন্টের প্রোফাইল ছবি, সব তথ্য ও পোস্ট ডিলিট করে দেবে ফেসবুক। কিন্তু ওপরের কোনো সেটিংস আগে থেকে বদল না করলে মৃত্যুর পরেও ফেসবুক প্রোফাইল আর দশটা প্রোফাইলের মতো সচল থাকবে এবং টাইমলাইনে যে কেউ এসে পোস্ট করতে পারবে।
মোবাইল অপারেটর বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ইওহান বুসে। তিনি এরিক অসের স্থলাভিষিক্ত হবেন। বাংলালিংকের মূল কোম্পানি ভিওন সোমবার ইওহান বুসেকে বাংলালিংকের নতুন সিইও পদে নিয়োগ দিয়েছে।
৭ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কনটেন্টের জন্য নতুন ‘পরিচয় নির্ধারণব্যবস্থা’ গ্রহণ করতে যাচ্ছে চীন। এসব কনটেন্টে মানুষের পঠনযোগ্য এবং মেশিন-পঠনযোগ্য নোটিফিকেশন (মেটাডেটা বা জলছাপ) থাকবে। গত সপ্তাহে এআই নিয়ে এসব নতুন নিয়মাবলি ঘোষণা করেছে চীনা কর্তৃপক্ষ।
১৭ ঘণ্টা আগেইন্টেল বা এএমডির চিপসেটের পরিবর্তে নিজস্ব প্রসেসর কিরিন এক্স ৯০ ব্যবহার করে নতুন সিরিজের নোটবুক নিয়ে আসবে হুয়াওয়ে। সম্প্রতি, চীনে নিজেদের প্রথম পিসি প্রসেসরের লাইসেন্স গ্রহণের মাধ্যমে কোম্পানিটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এটি বিশ্বব্যাপী কম্পিউটার বাজারে তাদের স্বাধীনতা ও প্রভাব বাড়াবে...
১৮ ঘণ্টা আগেডিজিটাল ছবির কপিরাইট বা মালিকানা চিহ্নিত করতে ছবির ওপর ওয়াটারমার্ক বা জলছাপ যুক্ত করা হয়। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার বেশ কিছু ব্যবহারকারী দাবি করছেন, গুগলের নতুন জেমিনি ২.০ মডেল ব্যবহার করে এই জলছাপ সহজেই মুছে ফেলা যায়। এমনকি গেটি ইমেজ থেকে শুরু করে অন্যান্য পরিচিত প্ল্যাটফর্মের স্টক ছবির জলছাপ...
২০ ঘণ্টা আগে