অনলাইন ডেস্ক
স্মার্টফোন বা মোবাইল নম্বর পরিবর্তন করলে হোয়াটসঅ্যাপের সব মেসেজ গায়েব হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই ভয়ে অনেকে ঠেকায় পড়লেও নম্বর পরিবর্তন করেন না। কিন্তু হোয়াটসঅ্যাপের চ্যাট অক্ষত রেখেই নম্বর পরিবর্তনের কৌশল আছে। এটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসেই করা যায়। নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই এই কাজটি করা যায়।
তবে এই কৌশলটি কাজ করার জন্য নতুন নম্বরটি অবশ্যই চালু থাকতে হবে। কারণ সক্রিয় করার সময় ওই নম্বরে ওটিপি যাবে। সেটি না দিলে নতুন নম্বরে হোয়াটসঅ্যাপ সক্রিয় হবে না।
১. হোয়াটঅ্যাপ অ্যাপে সেটিংস-এ যান
২. ‘অ্যাকাউন্ড’ অপশনটি খুলুন এবং এরপর ‘চেঞ্জ নাম্বার’ অপশনটি সিলেক্ট করুন। এরপর নেক্সট-এ ক্লিক করুন।
৩. নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার বর্তমান ও নতুন মোবাইল নম্বর দিতে হবে। নতুন বলতে পরিবর্তন করে যে নম্বরটি আপনি দিতে চান।
৪. কনফারমেশনের জন্য স্ক্রিনে নতুন একটি মেসেজ দেখাবে।
৫. এখানে বেশ কয়েকটি অপশন থাকবে- অল কনট্যাক্টস, কনট্যাক্টস আই হ্যাভ এবং কাস্টম। এই অপশনগুলো সিলেক্ট করতে হবে।
৬. নোটিফিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কনট্যাক্ট ইনফরমেশন স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হয়ে যাবে।
৭. এবার ‘ডান’-এ ক্লিক করুন।
উপরের ধাপগুলো ঠিকঠাক সম্পন্ন হলে অ্যাপটি রিস্টার্ট করতে হবে এবং ওটিপি চাইবে। নতুন নম্বরে যাবে ওটিপি। ওটিপি দিলেই নতুন নম্বরেও আগের নম্বরে থাকা চ্যাট হিস্টোরি অক্ষত থাকবে।
স্মার্টফোন বা মোবাইল নম্বর পরিবর্তন করলে হোয়াটসঅ্যাপের সব মেসেজ গায়েব হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই ভয়ে অনেকে ঠেকায় পড়লেও নম্বর পরিবর্তন করেন না। কিন্তু হোয়াটসঅ্যাপের চ্যাট অক্ষত রেখেই নম্বর পরিবর্তনের কৌশল আছে। এটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসেই করা যায়। নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই এই কাজটি করা যায়।
তবে এই কৌশলটি কাজ করার জন্য নতুন নম্বরটি অবশ্যই চালু থাকতে হবে। কারণ সক্রিয় করার সময় ওই নম্বরে ওটিপি যাবে। সেটি না দিলে নতুন নম্বরে হোয়াটসঅ্যাপ সক্রিয় হবে না।
১. হোয়াটঅ্যাপ অ্যাপে সেটিংস-এ যান
২. ‘অ্যাকাউন্ড’ অপশনটি খুলুন এবং এরপর ‘চেঞ্জ নাম্বার’ অপশনটি সিলেক্ট করুন। এরপর নেক্সট-এ ক্লিক করুন।
৩. নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার বর্তমান ও নতুন মোবাইল নম্বর দিতে হবে। নতুন বলতে পরিবর্তন করে যে নম্বরটি আপনি দিতে চান।
৪. কনফারমেশনের জন্য স্ক্রিনে নতুন একটি মেসেজ দেখাবে।
৫. এখানে বেশ কয়েকটি অপশন থাকবে- অল কনট্যাক্টস, কনট্যাক্টস আই হ্যাভ এবং কাস্টম। এই অপশনগুলো সিলেক্ট করতে হবে।
৬. নোটিফিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কনট্যাক্ট ইনফরমেশন স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হয়ে যাবে।
৭. এবার ‘ডান’-এ ক্লিক করুন।
উপরের ধাপগুলো ঠিকঠাক সম্পন্ন হলে অ্যাপটি রিস্টার্ট করতে হবে এবং ওটিপি চাইবে। নতুন নম্বরে যাবে ওটিপি। ওটিপি দিলেই নতুন নম্বরেও আগের নম্বরে থাকা চ্যাট হিস্টোরি অক্ষত থাকবে।
বৈদ্যুতিক গাড়ি বা ইভি চার্জিংয়ের জন্য নতুন ধরনের সোলার পেইন্ট (সূর্যশক্তি শোষণকারী রং) তৈরি করছে জার্মানির গাড়ি প্রস্তুতকারক কোম্পানি মার্সিডিজ-বেঞ্চ। এই বিশেষ রঙটিতে ফোটোভোলটাইক সেল (সোলার প্যানেল) রয়েছে, যা সূর্যালোক শোষণ করে
৯ ঘণ্টা আগেইন্টেল ও এএমডি এর মতো মহাকাশে চিপ পাঠিয়েছে চীনের চিপ প্রস্তুতকারক কোম্পানিটি লুনসন। এটি মহাকাশে পাঠানো ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মগুলোর জন্য কাজ করবে। গত শুক্রবার কোম্পানিটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
১০ ঘণ্টা আগেভুলক্রমে বয়ফ্রেন্ডের ৫৬৯ মিলিয়ন বা ৫৬ কোটি ৯০ লাখ পাউন্ডের মূল্যের বিটকয়েন ‘কী’ ভাগাড়ে ফেলে দিয়েছিলেন এক নারী। এখন বয়ফ্রেন্ড বিটকয়েনগুলো ফিরে পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। এমনকি বিষয়টি আদালত পর্যন্ত টেনে নেওয়া হচ্ছে।
১১ ঘণ্টা আগেপ্রযুক্তির জগতের অন্যতম পরিচিত নাম চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া এর প্রতিষ্ঠাতা এবং সিইও জেনসেন হুয়াং। তবে শুধু এনভিডিয়ার সাফল্যই তাঁর পুরো জীবনের গল্প নয়, বরং কলেজজীবনের একটি রোমান্টিক ও মজাদার অধ্যায়ও হুয়াংয়ের রয়েছে। যখন ১৭ বছর বয়সী কলেজ ছাত্র হুয়াং তাঁর ১৯ বছরের হবু স্ত্রী লরি হুয়াংয়ের মন জয়...
১২ ঘণ্টা আগে