অনলাইন ডেস্ক
স্মার্টফোন বা মোবাইল নম্বর পরিবর্তন করলে হোয়াটসঅ্যাপের সব মেসেজ গায়েব হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই ভয়ে অনেকে ঠেকায় পড়লেও নম্বর পরিবর্তন করেন না। কিন্তু হোয়াটসঅ্যাপের চ্যাট অক্ষত রেখেই নম্বর পরিবর্তনের কৌশল আছে। এটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসেই করা যায়। নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই এই কাজটি করা যায়।
তবে এই কৌশলটি কাজ করার জন্য নতুন নম্বরটি অবশ্যই চালু থাকতে হবে। কারণ সক্রিয় করার সময় ওই নম্বরে ওটিপি যাবে। সেটি না দিলে নতুন নম্বরে হোয়াটসঅ্যাপ সক্রিয় হবে না।
১. হোয়াটঅ্যাপ অ্যাপে সেটিংস-এ যান
২. ‘অ্যাকাউন্ড’ অপশনটি খুলুন এবং এরপর ‘চেঞ্জ নাম্বার’ অপশনটি সিলেক্ট করুন। এরপর নেক্সট-এ ক্লিক করুন।
৩. নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার বর্তমান ও নতুন মোবাইল নম্বর দিতে হবে। নতুন বলতে পরিবর্তন করে যে নম্বরটি আপনি দিতে চান।
৪. কনফারমেশনের জন্য স্ক্রিনে নতুন একটি মেসেজ দেখাবে।
৫. এখানে বেশ কয়েকটি অপশন থাকবে- অল কনট্যাক্টস, কনট্যাক্টস আই হ্যাভ এবং কাস্টম। এই অপশনগুলো সিলেক্ট করতে হবে।
৬. নোটিফিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কনট্যাক্ট ইনফরমেশন স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হয়ে যাবে।
৭. এবার ‘ডান’-এ ক্লিক করুন।
উপরের ধাপগুলো ঠিকঠাক সম্পন্ন হলে অ্যাপটি রিস্টার্ট করতে হবে এবং ওটিপি চাইবে। নতুন নম্বরে যাবে ওটিপি। ওটিপি দিলেই নতুন নম্বরেও আগের নম্বরে থাকা চ্যাট হিস্টোরি অক্ষত থাকবে।
স্মার্টফোন বা মোবাইল নম্বর পরিবর্তন করলে হোয়াটসঅ্যাপের সব মেসেজ গায়েব হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই ভয়ে অনেকে ঠেকায় পড়লেও নম্বর পরিবর্তন করেন না। কিন্তু হোয়াটসঅ্যাপের চ্যাট অক্ষত রেখেই নম্বর পরিবর্তনের কৌশল আছে। এটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসেই করা যায়। নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই এই কাজটি করা যায়।
তবে এই কৌশলটি কাজ করার জন্য নতুন নম্বরটি অবশ্যই চালু থাকতে হবে। কারণ সক্রিয় করার সময় ওই নম্বরে ওটিপি যাবে। সেটি না দিলে নতুন নম্বরে হোয়াটসঅ্যাপ সক্রিয় হবে না।
১. হোয়াটঅ্যাপ অ্যাপে সেটিংস-এ যান
২. ‘অ্যাকাউন্ড’ অপশনটি খুলুন এবং এরপর ‘চেঞ্জ নাম্বার’ অপশনটি সিলেক্ট করুন। এরপর নেক্সট-এ ক্লিক করুন।
৩. নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার বর্তমান ও নতুন মোবাইল নম্বর দিতে হবে। নতুন বলতে পরিবর্তন করে যে নম্বরটি আপনি দিতে চান।
৪. কনফারমেশনের জন্য স্ক্রিনে নতুন একটি মেসেজ দেখাবে।
৫. এখানে বেশ কয়েকটি অপশন থাকবে- অল কনট্যাক্টস, কনট্যাক্টস আই হ্যাভ এবং কাস্টম। এই অপশনগুলো সিলেক্ট করতে হবে।
৬. নোটিফিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কনট্যাক্ট ইনফরমেশন স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হয়ে যাবে।
৭. এবার ‘ডান’-এ ক্লিক করুন।
উপরের ধাপগুলো ঠিকঠাক সম্পন্ন হলে অ্যাপটি রিস্টার্ট করতে হবে এবং ওটিপি চাইবে। নতুন নম্বরে যাবে ওটিপি। ওটিপি দিলেই নতুন নম্বরেও আগের নম্বরে থাকা চ্যাট হিস্টোরি অক্ষত থাকবে।
আধুনিক যুগে অধিকাংশের কাছে অন্তত ডজনখানেক ডিজিটাল অ্যাকাউন্ট রয়েছে। যেমন—ই-মেইল, সোশ্যাল মিডিয়া, পেমেন্ট সার্ভিস অ্যাকাউন্ট। এসব ডিজিটাল প্ল্যাটফর্মে পাসওয়ার্ডগুলো নিরাপদ এবং সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাসওয়ার্ড দুর্বল হলে বিভিন্ন সংবেদনশীল তথ্য চুরি হয়ে যেতে পারে।
৮ ঘণ্টা আগেচলতি মাসে শেষ হচ্ছে মাইক্রোসফটের সঙ্গে হুয়াওয়ের লাইসেন্স চুক্তি। এই সময়ের মধ্যে চুক্তির মেয়াদ না বাড়ালে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে পিসি তৈরি ও বিক্রি করতে পারবে না হুয়াওয়ে। এই কারণে, হুয়াওয়ে সম্ভবত ওপেন সোর্স লিনাক্স অপারেটিং সিস্টেম বা নিজেদের তৈরি হারমনি ওএস ব্যবহার করতে হতে পারে...
১০ ঘণ্টা আগেনতুন দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল প্রকাশ করেছে চীনের ইন্টারনেট সার্চ জায়ান্ট বাইদু। এর মধ্যে একটি নতুন রিজনিং বা যৌক্তিক মডেল রয়েছে। কোম্পানিটি দাবি করছে, রিজনিং মডেলটি ডিপসিকের মডেলের সমান কার্যকরী। এসব মডেল বিনা মূল্যে ব্যবহার করা যাবে। এর ফলে এআই খাতে প্রতিযোগিতা আরও তীব্র হতে চলছে।
১১ ঘণ্টা আগেগুগল অ্যাসিস্ট্যান্টের জায়গা নিতে চলেছে গুগলের জনপ্রিয় এআই চ্যাটবট জেমিনি। চলতি বছরেই অ্যান্ড্রয়েড ডিভাইসে এই পরিবর্তন দেখা যাবে। গত শুক্রবার (১৪ মার্চ) এক ব্লগ পোস্টে এ ঘোষণা দিয়েছে গুগল।
১৪ ঘণ্টা আগে