প্রযুক্তি ডেস্ক
নিজস্ব প্ল্যাটফর্মে এআই চ্যাটবট যুক্তের প্রতিযোগিতায় এবার নাম লেখাল শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। একটি এআই চ্যাটবট নিজেদের প্ল্যাটফর্মে যুক্তের করতে কাজ শুরু করেছে প্ল্যাটফর্মটি। চ্যাটবটটি প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের পছন্দের ভিডিও খুঁজে দেবে। প্রাথমিকভাবে ফিলিপাইনের নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারী চ্যাটবট ব্যবহারের সুযোগ পাচ্ছে।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই চ্যাটবটের নাম ‘ট্যাকো’। টুইটারে এক পোস্টে টিকটক জানিয়েছে, অন্য প্রতিষ্ঠানের তৈরি একটি চ্যাটবট প্ল্যাটফর্মটিতে যুক্ত করা হচ্ছে। এআই চ্যাটবটটির মাধ্যমে খুব সহজেই টিকটকে থাকা পছন্দের ভিডিও খুঁজে নিতে পারবেন ব্যবহারকারীরা। ব্যবহারকারীদের মতামত নেওয়ার পর নতুন এই সুবিধা সবার জন্য চালু করা হবে। চ্যাটবটটি টিকটকের ডান দিকে ব্যবহারকারীর হোমপেজের ডানদিকে লাইক, কমেন্ট ও বুকমার্কস অপশনের ওপরে যুক্ত হবে।
এদিকে, ভিডিওর পাশাপাশি এবার ফিল্টার ও ইফেক্ট তৈরি করেও আয়ের সুযোগ এনেছে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। তবে শুধু ভাইরাল হওয়া ফিল্টার ও ইফেক্টের নির্মাতারাই অর্থ আয় করতে পারবেন। নতুন এই সুবিধা দিতে ‘ইফেক্ট ক্রিয়েটর রিওয়ার্ডস’ প্রোগ্রামের আওতায় ৬০ লাখ ডলারের নতুন তহবিল গঠন করেছে টিকটক।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টিকটক জানিয়েছে, তবে এই উপায়ে খুব বেশি আয়ের সুযোগ পাবেন না নির্মাতারা। ফিল্টার ও ইফেক্ট থেকে আয় করতে হলে এগুলো ৯০ দিনের মধ্যে ন্যূনতম ৫ লাখ টিকটক ব্যবহারকারীর ভিডিওতে ব্যবহৃত হতে হবে। এতে করে সে ফিল্টার নির্মাতার আয় হবে ৭০০ ডলার। পাঁচ লাখের পর প্রতি লাখের জন্য অতিরিক্ত ১৪০ ডলার করে পাবেন নির্মাতারা। অর্থাৎ, কোনো নির্মাতার তৈরি ফিল্টার বা ইফেক্ট যদি ৯০ দিনে ১০ লাখ বার ব্যবহিত হয়, তবে সেই নির্মাতা মোট ১ হাজার ৪০০ ডলার আয় করতে পারবেন।
ভাইরাল ফিল্টার ও ইফেক্ট নির্বাচনের পদ্ধতিটি বেশ কঠিন করেছে টিকটক। কারণ, নির্মাতার তৈরি ফিল্টার ও ইফেক্ট অন্য কোনো নির্মাতা নিজের ১০টি ভিডিওতে ব্যবহার করলেও সেটি মাত্র একটি ভিডিও হিসেবেই গণ্য করা হবে। ফলে ৯০ দিনে ৫ লাখ ভিন্ন ভিন্ন ব্যবহারকারী নিজেদের ভিডিওতে এসব ফিল্টার বা ইফেক্ট ব্যবহার করতে হবে।
নিজস্ব প্ল্যাটফর্মে এআই চ্যাটবট যুক্তের প্রতিযোগিতায় এবার নাম লেখাল শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। একটি এআই চ্যাটবট নিজেদের প্ল্যাটফর্মে যুক্তের করতে কাজ শুরু করেছে প্ল্যাটফর্মটি। চ্যাটবটটি প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের পছন্দের ভিডিও খুঁজে দেবে। প্রাথমিকভাবে ফিলিপাইনের নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারী চ্যাটবট ব্যবহারের সুযোগ পাচ্ছে।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই চ্যাটবটের নাম ‘ট্যাকো’। টুইটারে এক পোস্টে টিকটক জানিয়েছে, অন্য প্রতিষ্ঠানের তৈরি একটি চ্যাটবট প্ল্যাটফর্মটিতে যুক্ত করা হচ্ছে। এআই চ্যাটবটটির মাধ্যমে খুব সহজেই টিকটকে থাকা পছন্দের ভিডিও খুঁজে নিতে পারবেন ব্যবহারকারীরা। ব্যবহারকারীদের মতামত নেওয়ার পর নতুন এই সুবিধা সবার জন্য চালু করা হবে। চ্যাটবটটি টিকটকের ডান দিকে ব্যবহারকারীর হোমপেজের ডানদিকে লাইক, কমেন্ট ও বুকমার্কস অপশনের ওপরে যুক্ত হবে।
এদিকে, ভিডিওর পাশাপাশি এবার ফিল্টার ও ইফেক্ট তৈরি করেও আয়ের সুযোগ এনেছে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। তবে শুধু ভাইরাল হওয়া ফিল্টার ও ইফেক্টের নির্মাতারাই অর্থ আয় করতে পারবেন। নতুন এই সুবিধা দিতে ‘ইফেক্ট ক্রিয়েটর রিওয়ার্ডস’ প্রোগ্রামের আওতায় ৬০ লাখ ডলারের নতুন তহবিল গঠন করেছে টিকটক।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টিকটক জানিয়েছে, তবে এই উপায়ে খুব বেশি আয়ের সুযোগ পাবেন না নির্মাতারা। ফিল্টার ও ইফেক্ট থেকে আয় করতে হলে এগুলো ৯০ দিনের মধ্যে ন্যূনতম ৫ লাখ টিকটক ব্যবহারকারীর ভিডিওতে ব্যবহৃত হতে হবে। এতে করে সে ফিল্টার নির্মাতার আয় হবে ৭০০ ডলার। পাঁচ লাখের পর প্রতি লাখের জন্য অতিরিক্ত ১৪০ ডলার করে পাবেন নির্মাতারা। অর্থাৎ, কোনো নির্মাতার তৈরি ফিল্টার বা ইফেক্ট যদি ৯০ দিনে ১০ লাখ বার ব্যবহিত হয়, তবে সেই নির্মাতা মোট ১ হাজার ৪০০ ডলার আয় করতে পারবেন।
ভাইরাল ফিল্টার ও ইফেক্ট নির্বাচনের পদ্ধতিটি বেশ কঠিন করেছে টিকটক। কারণ, নির্মাতার তৈরি ফিল্টার ও ইফেক্ট অন্য কোনো নির্মাতা নিজের ১০টি ভিডিওতে ব্যবহার করলেও সেটি মাত্র একটি ভিডিও হিসেবেই গণ্য করা হবে। ফলে ৯০ দিনে ৫ লাখ ভিন্ন ভিন্ন ব্যবহারকারী নিজেদের ভিডিওতে এসব ফিল্টার বা ইফেক্ট ব্যবহার করতে হবে।
ঢাকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও উন্নত করতে এবং লোডশেডিং কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি পূর্বাভাস মডেল তৈরি করেছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী হালিমা হক।
১১ মিনিট আগেএয়ারপডে হিয়ারিং এইড ফিচার যোগ করার পর এবার আরেকটি যুগান্তকারী ফিচার নিয়ে কাজ করছে অ্যাপল। কোম্পানিটি তাদের এয়ারপডে ক্যামেরা যুক্ত করার পরিকল্পনা করছে, যা এআই ফিচারগুলোকে সমর্থন করবে এবং ব্যবহারকারীর আশপাশের পরিবেশ...
৭ ঘণ্টা আগেমানুষের মস্তিষ্কের জীবিত কোষ দিয়ে কম্পিউটার তৈরি করল অস্ট্রেলিয়ার স্টার্টআপ কর্টিকাল ল্যাবস। কোম্পানিটি একে ‘বিশ্বের প্রথম কোড ডিপ্লয়েবল বায়োলজিক্যাল কম্পিউটার’ হিসেবে ঘোষণা করেছে। এটি মানব মস্তিষ্কের কোষ এবং সিলিকন হার্ডওয়্যার একত্রিত করে তরল নিউরাল নেটওয়ার্ক তৈরি করেছে, যা এআই প্রযুক্তির একটি...
৮ ঘণ্টা আগেঅ্যাপলকে আগামী ৯০ দিনের মধ্যে ব্যবহারকারীদের অ্যাপ স্টোর বাইপাস করে অ্যাপ সাইডলোডিং বা থার্ড পার্টি অ্যাপ ইনস্টলের অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে ব্রাজিলের একটি আদালত। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ভ্যালর ইকোনোমিকো’–এ তথ্য জানিয়েছে।
১০ ঘণ্টা আগে