Ajker Patrika

টুইটারে অনুমতি ছাড়া শেয়ার করা যাবে না ব্যক্তিগত ছবি 

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১১: ৩৭
টুইটারে অনুমতি ছাড়া শেয়ার করা যাবে না ব্যক্তিগত ছবি 

টুইটারে কারও ব্যক্তিগত ছবি, ভিডিও শেয়ার করতে গেলে লাগবে ওই ব্যক্তির অনুমতি। গতকাল মঙ্গলবার জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টুইটারের গোপনীয়তা নীতিতে আগে থেকেই এই প্ল্যাটফর্মে তৃতীয় কোন ব্যক্তির মোবাইল নম্বর, ঠিকানা ও পরিচয়পত্র প্রকাশে আছে কঠোর নিষেধাজ্ঞা। এবার যুক্ত হলো নতুন এ নিয়ম।

এক ব্লগপোস্টে টুইটার জানিয়েছে,  এই নিয়ম লঙ্ঘন করে কোনো ব্যক্তির ছবি, ভিডিও শেয়ার করা হলে ওই বিষয় বস্তুটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হবে।  

গত সোমবার টুইটারের প্রধান নির্বাহীর দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন এর সহ প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল। তিনি ২০১১ সালে টুইটারে যোগ দেন। ২০১৭ সাল থেকে প্রতিষ্ঠানের প্রযুক্তি বিভাগের প্রধান হিসেবে কাজ করে আসছিলেন পরাগ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত