অনলাইন ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমের অন্য প্ল্যাটফর্মগুলো থেকে স্ন্যাপচ্যাট কিছুটা আলাদা ছিল। তাদের অ্যাপটি শুধু মোবাইল ডিভাইসের জন্যই ছিল। কিন্তু গতকাল সোমবার প্রতিষ্ঠানটি ওয়েব সংস্করণ আনার ঘোষণা দেয়। এতে ভিডিও শেয়ারিং ও ভিডিও কল সেবাদাতা প্রতিষ্ঠানটি বলা যায় হালের ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুমকে বড় চ্যালেঞ্জ দিল।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মোবাইল ডিভাইস ও ওয়েব সংস্করণের মধ্যে সুবিধা অনুযায়ী যেকোনোটি বেছে নেওয়ার সুযোগ করে দিতেই ব্যবহারকারীদের জন্য এই ওয়েব সংস্করণ এনেছে স্ন্যাপচ্যাট। কিন্তু এর মধ্য দিয়েই নতুন প্রতিদ্বন্দ্বী ঘোষণা করল প্রতিষ্ঠানটি। আর তা হলো, করোনা মহামারির মধ্যে ভিডিও কনফারেন্সিংয়ের জন্য জনপ্রিয় হয়ে ওঠা জুম।
স্ন্যাপচ্যাটের জনপ্রিয় ফিচারগুলোর একটি হচ্ছে ভিডিও কল। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যমতে, প্রতি মাসে তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে ১০ কোটির বেশি ভিডিও কল হয়। এসব কলে সর্বোচ্চ ১৫ জন একসঙ্গে অংশ নিতে পারে। এখন ওয়েব সংস্করণ চালুর মধ্য দিয়ে এই ফিচার আরও বেশি জনপ্রিয় হবে বলে তারা আশা করছে।
ঠিক একই আইডিয়া নিয়ে কাজ করে করোনা মহামারির মধ্যে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে জুম। গত দুই বছরে শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে বিভিন্ন দরকারি সভা-সেমিনার ইত্যাদি জুম প্ল্যাটফর্ম ব্যবহার করে হয়েছে। হোম অফিস অনেকটা সহজ করে দিয়েছিল জুমের মতো প্ল্যাটফর্মগুলো। এবার স্ন্যাপচ্যাট মাঠে নেমে তাদের বড় চ্যালেঞ্জ জানাল।
এই প্রতিযোগিতায় স্ন্যাপচ্যাট অনেক পরে প্রবেশ করলেও তারা জুম থেকে কিছুটা এগিয়েই থাকবে। কারণ, জুমে কোনো কনফারেন্স কল শুরুর ক্ষেত্রে বা ওয়ান-টু-ওয়ান কলের ক্ষেত্রেও আগে জুমে অ্যাকাউন্ট খুলতে হয়। স্ন্যাপচ্যাট সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্ম হওয়ায় তারা বিপুলসংখ্যক ব্যবহারকারী এমনিতেই পাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের অন্য প্ল্যাটফর্মগুলো থেকে স্ন্যাপচ্যাট কিছুটা আলাদা ছিল। তাদের অ্যাপটি শুধু মোবাইল ডিভাইসের জন্যই ছিল। কিন্তু গতকাল সোমবার প্রতিষ্ঠানটি ওয়েব সংস্করণ আনার ঘোষণা দেয়। এতে ভিডিও শেয়ারিং ও ভিডিও কল সেবাদাতা প্রতিষ্ঠানটি বলা যায় হালের ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুমকে বড় চ্যালেঞ্জ দিল।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মোবাইল ডিভাইস ও ওয়েব সংস্করণের মধ্যে সুবিধা অনুযায়ী যেকোনোটি বেছে নেওয়ার সুযোগ করে দিতেই ব্যবহারকারীদের জন্য এই ওয়েব সংস্করণ এনেছে স্ন্যাপচ্যাট। কিন্তু এর মধ্য দিয়েই নতুন প্রতিদ্বন্দ্বী ঘোষণা করল প্রতিষ্ঠানটি। আর তা হলো, করোনা মহামারির মধ্যে ভিডিও কনফারেন্সিংয়ের জন্য জনপ্রিয় হয়ে ওঠা জুম।
স্ন্যাপচ্যাটের জনপ্রিয় ফিচারগুলোর একটি হচ্ছে ভিডিও কল। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যমতে, প্রতি মাসে তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে ১০ কোটির বেশি ভিডিও কল হয়। এসব কলে সর্বোচ্চ ১৫ জন একসঙ্গে অংশ নিতে পারে। এখন ওয়েব সংস্করণ চালুর মধ্য দিয়ে এই ফিচার আরও বেশি জনপ্রিয় হবে বলে তারা আশা করছে।
ঠিক একই আইডিয়া নিয়ে কাজ করে করোনা মহামারির মধ্যে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে জুম। গত দুই বছরে শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে বিভিন্ন দরকারি সভা-সেমিনার ইত্যাদি জুম প্ল্যাটফর্ম ব্যবহার করে হয়েছে। হোম অফিস অনেকটা সহজ করে দিয়েছিল জুমের মতো প্ল্যাটফর্মগুলো। এবার স্ন্যাপচ্যাট মাঠে নেমে তাদের বড় চ্যালেঞ্জ জানাল।
এই প্রতিযোগিতায় স্ন্যাপচ্যাট অনেক পরে প্রবেশ করলেও তারা জুম থেকে কিছুটা এগিয়েই থাকবে। কারণ, জুমে কোনো কনফারেন্স কল শুরুর ক্ষেত্রে বা ওয়ান-টু-ওয়ান কলের ক্ষেত্রেও আগে জুমে অ্যাকাউন্ট খুলতে হয়। স্ন্যাপচ্যাট সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্ম হওয়ায় তারা বিপুলসংখ্যক ব্যবহারকারী এমনিতেই পাচ্ছে।
ফেসবুক, ইনস্টাগ্রামসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া জায়ান্টেদের ওপর বৈশ্বিক আয়ের ৫ শতাংশ পর্যন্ত জরিমানা আরোপ করার পরিকল্পনা প্রত্যাহার করেছে অস্ট্রেলিয়া। চলতি বছরের প্রস্তাবিত একটি আইন অনুযায়ী, কোম্পানিগুলোর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জরিমানা আরোপ করার পরিকল্পনা করেছিল দেশটি।
১০ মিনিট আগেমার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
২ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
২ দিন আগে