Ajker Patrika

বরখাস্ত করে কর্মীদের আবার ডাকছে টুইটার

প্রযুক্তি ডেস্ক
বরখাস্ত করে কর্মীদের আবার ডাকছে টুইটার

গত শুক্রবার টুইটার প্রায় অর্ধেক জনবল ছাঁটাই করেছে। টুইটার অধিগ্রহণের পর থেকেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের কথা বলে আসছিলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। ভারতে টুইটারের মার্কেটিং এবং কমিউনিকেশনস বিভাগের সমস্ত কর্মীকে ছাঁটাইয়ের মতো সিদ্ধান্তও বাস্তবায়ন করে ফেলেছেন। 

তবে বরখাস্ত করা কিছু কর্মীকে আবার কাজে ফিরতে বলছে টুইটার। গতকাল রোববার একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে বরখাস্তকৃত ডজনখানেক কর্মীকে আবার কাজে যোগ দিতে বলছে টুইটার। 

টুইটার বলছে, অনেককে ভুলভাবে বরখাস্ত করা হয়েছে। আবার কারও ক্ষেত্রে বরখাস্তের সিদ্ধান্তটি তাড়াহুড়ো করে নেওয়া হয়েছে। তাঁদের আরও কিছু সময় দেওয়া দরকার। যাদের কাজে ফিরতে বলা হয়েছে, তাঁরা বেশ অভিজ্ঞ এবং দক্ষ। টুইটার নিয়ে ইলন মাস্কের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে তাঁদের প্রয়োজন বলে মনে করছে টুইটার ম্যানেজমেন্ট। 

ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর ছাঁটাই করেছেন কোম্পানিটির উচ্চপদস্থ কর্মকর্তাসহ প্রায় ৫০ ভাগ কর্মী। কোম্পানিটির কর্মীসংখ্যা ছিল প্রায় ৭ হাজার ৫০০ জন। এত সংখ্যক কর্মীকে একসঙ্গে ছাঁটাই নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। তাতে কর্ণপাত করছেন না ইলন মাস্ক। মূলত কোম্পানির আর্থিক ক্ষতি কমাতেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। 

টুইটারে এমন গণ ছাঁটাইয়ের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন টুইটারের সহপ্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক ডোরসি। গত শনিবার সাবেক কর্মীদের কাছে ক্ষমা চেয়ে টুইট করেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এলডিসি থেকে উত্তরণ হলে রপ্তানি খাতে বছরে ৮ বিলিয়ন ডলার হারাবে বাংলাদেশ

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যু: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বাবা, তোমরা আরও অন্তত পাঁচ-দশ বছর আমাদের নেতা থাকো: আসিফ নজরুল

আমাদের কথা শোনা বন্ধ করায় বিএনপির পতন শুরু হয়েছে: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত