Ajker Patrika

টুইটার সদর দপ্তরের পরিচ্ছন্নতা কর্মীদের ছাঁটাই, কাজ করবে ‘রোবট’

প্রযুক্তি ডেস্ক
টুইটার সদর দপ্তরের পরিচ্ছন্নতা কর্মীদের ছাঁটাই, কাজ করবে ‘রোবট’

টুইটারের সান ফ্রান্সিসকো হেডকোয়ার্টারের সব পরিচ্ছন্নতা কর্মীর ছাঁটাই করেছে টুইটার। জানা যায়, পরিচ্ছন্নতা কর্মীদের বদলে ‘রোবট’ নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। 

বরখাস্ত পরিচ্ছন্নতা কর্মীরা জানান, তাঁদের কোনো প্রকার ক্ষতিপূরণ দেওয়া ছাড়াই চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। ইলন মাস্কের একজন সহযোগী টুইটারের বরখাস্ত পরিচ্ছন্নতা কর্মীদের বলেছিলেন, তাঁদের বদলে টুইটারে কাজ করবে রোবট। 

বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন অনুযায়ী, মাস্ক আইন ভঙ্গ করেছেন কি না তা খতিয়ে দেখতে সান ফ্রান্সিসকোর অ্যাটর্নি ডেভিড চিউ ছাঁটাইয়ের ঘটনা তদন্ত করছেন। চিউ বলেন, ‘ইলন মাস্কের শ্রম আইন লঙ্ঘনের দীর্ঘ ইতিহাস রয়েছে। এই ঘটনায় আমি মোটেই অবাক না হলেও শ্রমিকদের প্রতি আমার সমবেদনা রয়েছে। আমরা বিষয়টি আরও খতিয়ে দেখব।’ 

পরিচ্ছন্নতা কর্মীদের সংগঠনকে গত সপ্তাহে জানানো হয়েছিল যে তাঁদের চাকরি হুমকির মধ্যে রয়েছে। এর প্রতিবাদে সংগঠনের কর্মীরা ৫ ডিসেম্বর ধর্মঘটের আয়োজন করে। এর পরেই তাঁদের চাকরিচ্যুত করার ঘোষণা দেয় টুইটার কর্তৃপক্ষ। সংগঠনের সভাপতি ওলগা মিরান্ডা বলেন, ‘ক্রিসমাসের মাত্র তিন সপ্তাহ আগে আমাদের ছাঁটাই করা হয়। আমার মতে, বরখাস্তের কারণ—আমাদের একটি জোট রয়েছে।’ 

আরেক পরিচ্ছন্নতা কর্মী জুলিও আলভারাদো ১০ বছর টুইটারে কাজ করেছেন। তিনি বলেন, ‘মাস্কের পক্ষের একজন আমাকে বলেছিল, আমার কাজ শিগগিরই সেকেলে হয়ে যাবে। কারণ রোবট আমাদের জায়গা দখল করবে।’ 

চলতি বছরের অক্টোবরে টুইটারের দায়িত্ব নেওয়ার পর অবিলম্বে কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করেন ইলন মাস্ক। এর এক সপ্তাহ পরেই কোম্পানির মোট ৭ হাজার ৫০০ জন কর্মীর প্রায় অর্ধেকই ছাঁটাই করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত