টুইটারের দাম কমেছে প্রায় ৩ হাজার কোটি ডলার

প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৩, ১৬: ৪০
আপডেট : ৩১ মে ২০২৩, ১৭: ০৯

ইলন মাস্ক যে দামে টুইটার কিনেছিলেন, প্ল্যাটফর্মটির বর্তমান দাম তার প্রায় এক-তৃতীয়াংশে দাঁড়িয়েছে। টুইটার কিনতে মাস্ক খরচ করেছিলেন ৪ হাজার ৪০০ কোটি ডলার। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক আর্থিক সেবা প্রতিষ্ঠান ফিডেলিটি জানিয়েছে, প্ল্যাটফর্মটির দাম এখন দেড় হাজার কোটি ডলার। টুইটারের দাম কমেছে প্রায় তিন হাজার কোটি ডলার। 

ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, মাস্ক স্বীকার করেছেন, তিনি অতিরিক্ত দামে টুইটার কিনেছেন। গত মার্চে মাস্ক দুই হাজার কোটি বাজারমূল্যের ভিত্তিতে কর্মীদের টুইটারের স্টক পুরস্কারের প্রস্তাব করেছিলেন।

তবে ফিডেলিটি ঠিক কীভাবে টুইটারের দাম নির্ধারণ করেছে, তা স্পষ্ট নয়। প্রতিষ্ঠানটি টুইটারের কাছ থেকে কোনো গোপন নথি পেয়েছে কি না, তা-ও নিশ্চিত নয়। গত নভেম্বরে ফিডেলিটি টুইটারের শেয়ারের মূল্য ইলন মাস্কের ক্রয়মূল্যের ৪৪ শতাংশ দেখিয়েছিল। পরবর্তী সময় ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে প্ল্যাটফর্মটির দাম আরও কমেছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

এর আগে, এপ্রিলে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে টুইটার পরিচালনা করা খুবই কষ্টকর ও যন্ত্রণাদায়ক বলে মন্তব্য করেন মাস্ক। এই বিলিয়নিয়ার আরও বলেন, উপযুক্ত ক্রেতা পেলে তিনি টুইটার বিক্রি করে দেবেন।

টুইটার কিনে মাস্ক অনুতপ্ত কি না—এমন প্রশ্ন করা হলে মাস্ক বলেন, ‘টুইটার কেনা কোনো পার্টি ছিল না, কষ্টের সীমা ছাড়িয়ে গেছে। এটা যেন গাড়ির চাকায় পিষ্ট হওয়া।’ তবে তিনি টুইটার কেনার সিদ্ধান্ত সঠিক ছিল বলে মনে করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত