Ajker Patrika

ইনস্টাগ্রাম মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা বৃদ্ধিতে কাজ করছে ফেসবুক

প্রযুক্তি প্রতিবেদক
আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১৬: ২১
ইনস্টাগ্রাম মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা বৃদ্ধিতে কাজ করছে ফেসবুক

ইনস্টাগ্রাম হচ্ছে ছবি আর ভিডিও শেয়ারিং এর ডিজিটাল মাধ্যম। এটির মালিকানা ফেসবুকের। মেসেঞ্জার হচ্ছে বার্তা আদান প্রদান করার একটি অ্যাপস। এটির মালিকানাও ফেসবুকের।

মেসেঞ্জার থেকে ইনস্টাগ্রামের বন্ধুদের সঙ্গে বার্তা আদান-প্রদান প্রক্রিয়া সহজ করতে কাজ করে যাচ্ছে ফেসবুক। এজন্য সময়ের সাথে সাথে যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। এগুলো করা হচ্ছে মেসেঞ্জার আর ইনস্টাগ্রাম অ্যাপসকে আরো বেশি গ্রাহকবান্ধব করার জন্য।

ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা মেসেঞ্জারে থাকা বন্ধুদের সঙ্গে যাতে সহজে কথা বলতে পারেন সেজন্যও কাজ করছে ফেসবুক।ফেসবুকের মালিকানাধীন আরেকটি জনপ্রিয় অ্যাপস হচ্ছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা কিভাবে মেসেঞ্জার আর ইনস্টাগ্রাম ব্যবহারকারী বন্ধুদের সাথে আরো সহজে যোগাযোগ করতে বা তথ্য আদানপ্রদান করতে পারে সে বিষয়ে কাজ করছে ফেসবুক কতৃপক্ষ। সোশ্যাল মিডিয়া ব্যবসা একচেটিয়াভাবে দখলে রাখতে চায় ফেসবুক। যার কারণে একাধিক পদক্ষেপ নিচ্ছে কোম্পানিটি। ইনস্টাগ্রামে নতুন সুবিধা ব্যবহারের আগে অনুমতি চাওয়া হবে ব্যবহারকারীর কাছ থেকে। দুটি একই সঙ্গে ব্যবহার করতে না চাইলেও দুটি অ্যাপ পৃথক পৃথকভাবে ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা।

এভাবে ফেসবুক কতৃপক্ষ তার মালিকানাধীন অ্যাপসগুলো কিভাবে ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয় সে বিষয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। গত দুই বছরে অ্যাপসগুলোর মধ্যে সমন্বয়ের বিভিন্ন জনপ্রিয় ফিচার নিয়ে এসেছে ফেসবুক কতৃপক্ষ। তাই বলা যায় ফেসবুক কতৃপক্ষ ফেসবুকের সাথে সাথে ইনস্টাগ্রাম,মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা বৃদ্ধি নিয়েও বেশ সক্রিয়ভাবে কাজ করছে। প্রতিনিয়তই এসব অ্যাপে যুক্ত করছে নানারকম ফিচার।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

কত টাকা বেতন পান নাসার মহাকাশচারীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত