Ajker Patrika

আপনার ফেসবুক প্রোফাইলে কারা ঢুঁ মারছে বুঝবেন কীভাবে

প্রযুক্তি ডেস্ক
আপনার ফেসবুক প্রোফাইলে কারা ঢুঁ মারছে বুঝবেন কীভাবে

ঢাকা: ফেসবুক অ্যাকাউন্টে কেউ নজর রাখছে কি–না তা বোঝার কিছু কৌশল আছে। এ জন্য কয়েকটি সাধারণ ধাপ অনুসরণ করতে হবে।

প্রথমেই ডেস্কটপের ব্রাউজারে গিয়ে ফেসবুকে লগ-ইন করতে হবে। লগ-ইন করার পর হোম পেজের যে কোনো জায়গায় মাউসের ডান বাটন ক্লিক করলে ভিউ পেজ সোর্স (View Page Source) অপশন দেখা যাবে। এই অপশনে ক্লিক করলে দেখা যাবে ফেসবুক হোম পেজের সোর্স কোড।

এবার Ctrl + F চাপলে সার্স অপশন আসবে। অপশনে ‘BUDDY_ID’ লিখে সার্চ দিলে BUDDY_ID ট্যাগের ডান পাশে ১৫ অংকের কোড দেখা যাবে। একই ট্যাগের পাশে এরকম অনেকগুলো কোড দেখা যেতে পারে। এই কোডই হলো সেসব প্রোফাইল আইডি, যারা আপনার প্রোফাইল ভিজিট করেছেন।

কোডটি কপি করে ব্রাউজারে নতুন একটি ট্যাব খুলে নিতে হবে। এই নতুন ট্যাবে facebook. com/ লিখে ১৫ অঙ্কের সংখ্যাটি পেস্ট করে কি–বোর্ডের এন্টার বাটনে চাপ দিন। তখনই খুলে যাবে আপনার প্রোফাইল ভিজিট করা বন্ধুর প্রোফাইল।

এভাবে ফেসবুকে আপনার প্রোফাইল কে কে ভিজিট করছেন সেটি দেখা যায়। সাধারণত যে আইডি থেকে সবচেয়ে বেশি আপনার প্রোফাইল ভিজিট করা হয় সেটি সর্বপ্রথমে দেখাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত