নরসিংদীর রায়পুরায় জন্মগ্রহণ করা কবি আবু বক্কর সিদ্দিক এক অনন্য প্রতিভার নাম। এ পর্যন্ত তাঁর লেখা গজল, গান, লোকগীতি, বিচ্ছেদী, মুর্শীদি, গজল, হামদ-নাত, গীতি-কবিতার সংখ্যা প্রায় কয়েক হাজার। সুরকার হিসেবেও খ্যাতি আছে তাঁর।