‘১৯ দিন পর অনুশীলনে নেমেছি’—কাল ফেসবুকে লিখেছেন মোস্তাফিজুর রহমান। এই ১৯টা দিন তাঁকে থাকতে হয়েছে হোটেলবন্দী হয়ে। কোয়ারেন্টিনবাধা পেরিয়ে পরশু মাঠে ফিরেছেন মোস্তাফিজুর রহমান।