Ajker Patrika

৪৫ বছরের ব্যবসায়ী হতে চান ১৮–এর তরুণ, খরচ ২১ কোটি টাকা

অনলাইন ডেস্ক
৪৫ বছরের ব্যবসায়ী হতে চান ১৮–এর তরুণ, খরচ ২১ কোটি টাকা

শরীরের গঠন ঠিক রাখতে নিয়মিত ফিটনেস ক্লাস করা এবং দৈনিক ব্যায়ামের পাশাপাশি কঠোর রুটিন মেনে চলেন অনেকে। বলা হয়, বয়স ধরে রাখতে ঘাম ঝরায় আধুনিক মানুষ। বয়স কম দেখাতে কেউ আবার বেছে নেন বিশেষ প্রসাধনী। প্লাস্টিক সার্জারি বা ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করতেও পিছপা হন না অনেকে। 

তবে ৪৫ বছর বয়সী সফটওয়্যার ব্যবসায়ী এসব প্রচলিত ট্রেন্ডের বাইরে সাহসের সীমা ছাড়িয়ে গেছেন। বয়স কমিয়ে ১৮ বছরের সদ্য তরুণ হতে উঠেপড়ে লেগেছেন তিনি।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ব্রায়ান জনসনকে বলা হয় বায়োটেকের পথিকৃৎ। বয়স কমাতে একটি ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। এতে তাঁর বছরে খরচ হবে ২০ লাখ ডলার। বৃহস্পতিবারের বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় যা ২১ কোটি ২১ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা প্রায়। 

জনসন প্রতিদিনের একটি নিয়ম অনুসরণ করে যাচ্ছেন। তাঁর দাবি, এতে শরীরে ফিরে পেয়েছেন ১৮ বছর বয়সী ব্যক্তির ফুসফুসের মতো সক্ষমতা ও শারীরিক দৃঢ়তা, ৩৭ বছর বয়সীর মতো হৃদ্‌যন্ত্র এবং ২৮ বছর বয়সীর মতো ত্বক।

ব্লুমাবার্গের প্রতিবেদন অনুযায়ী, জনসন বিপুল সম্পদের অধিকারী একজন সফটওয়্যার উদ্যোক্তা। বর্তমানে ৩০ জনের বেশি চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞ তাঁর প্রতিটি শারীরিক ক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। ২৯ বছর বয়সী রিজেনারেটিভ মেডিসিন বিশেষজ্ঞ অলিভার জোলম্যানের নেতৃত্বে কাজ করছে দলটি। তাঁরা জনসনের সমস্ত অঙ্গ–প্রত্যঙ্গ থেকে বার্ধক্যজনিত প্রক্রিয়ার গতি বিপরীতমুখী করার চেষ্টা করছেন।

জোলম্যান এবং জনসন দুজনেই অত্যন্ত আগ্রহের সঙ্গে বার্ধক্য এবং দীর্ঘায়ু সম্পর্কিত বৈজ্ঞানিক গবেষণাপত্র পড়েন। জোলম্যান মূলত একটি নতুন প্রতিশ্রুতিশীল চিকিৎসা পদ্ধতির কার্যকারিতা যাচাই করতে জনসনকে গিনিপিগ হিসেবে ব্যবহার করছেন। জনসনের শরীরে কী প্রতিক্রিয়া হচ্ছে তা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।

এই কার্যক্রম পরিচালনা করতে ক্যালিফোর্নিয়ার ভেনিসে জনসনের বাড়িতে একটি মেডিকেল স্যুট স্থাপনসহ এরই মধ্যে কয়েক মিলিয়ন ডলার খরচ হয়ে গেছে। 

চলতি বছর জনসন তাঁর শরীরের পেছনে কমপক্ষে ২০ লাখ ডলার খরচ করবেন। ১৮ বছর বয়সীর মস্তিষ্ক, হৃদ্‌যন্ত্র, ফুসফুস, লিভার, কিডনি, টেন্ডন, দাঁত, ত্বক, চুল, মূত্রাশয়, পুরুষাঙ্গ এবং মলদ্বার পেতে চান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত