ল-র-ব-য-হ ডেস্ক
একেক মানুষের একেক রকমের শখ থাকে। কারও শখ অনেকটা স্বাভাবিক, আবার অনেকের শখকে মনে হয় অস্বাভাবিক। তবে নিজেকে কোনো প্রাণীর মতো দেখাতে চাওয়ার শখও মানুষের থাকতে পারে? হ্যাঁ, পারে। এমন একজনকে পাওয়া গেছে যিনি চান তাঁকে প্রাণীর মতো দেখাক। তাঁর প্রিয় প্রাণী কুকুরের মতো দেখাক তাঁকে। আর এ জন্য তিনি প্রায় ১৪ লাখ টাকাও খরচ করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, জাপানি ওই নাগরিক তাঁর @toco_eevee নামের টুইটার অ্যাকাউন্টে কুকুর কস্টিউম পরা অবস্থায় নিজের ছবি শেয়ার করেছেন। বাইরে থেকে দেখতে তাঁকে কোনোভাবেই মানুষ বলে আলাদা করার উপায় নেই।
তবে, তাঁর এই কুকুরের মতো দেখতে কস্টিউম বানানোর জন্য খরচ করতে হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ ৬০ হাজার টাকারও বেশি। যা জাপানি মুদ্রায় প্রায় ২০ লাখ ইয়েন। লেগেছে ৪০ দিনেরও বেশি সময়। আর এ কাজে তাঁকে সাহায্য করেছে জিপেট (Zeppet) নামে একটি প্রফেশনাল প্রতিষ্ঠান। জিপেট ওই জাপানি নাগরিককে স্কটিশ কুকুরের জাত ‘কোলি’র মতো কস্টিউম তৈরি করে দিয়েছেন।
কেন নিজের জন্য এমন কুকুরে কস্টিউম তৈরি করালেন এমন এক প্রশ্নের জবাবে টোকো স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি কোলিকে বেছে নিয়েছি কারণ আমি যখন কস্টিউমটি গায়ে দেই তখন আমাকে ঠিক কোলির মতোই দেখায়। আমি ভেবেছিলাম, আমার কস্টিউমের আকারে জন্য একটি বড় আকারে প্রাণী ভালো হবে বলে আমি বিবেচনা করেছিলাম। এবং কোলি এ ক্ষেত্রে একটি বাস্তবসম্মত মডেল হবে বিবেচনা করেই করে আমি এই সিদ্ধান্ত নিয়েছে।’
একেক মানুষের একেক রকমের শখ থাকে। কারও শখ অনেকটা স্বাভাবিক, আবার অনেকের শখকে মনে হয় অস্বাভাবিক। তবে নিজেকে কোনো প্রাণীর মতো দেখাতে চাওয়ার শখও মানুষের থাকতে পারে? হ্যাঁ, পারে। এমন একজনকে পাওয়া গেছে যিনি চান তাঁকে প্রাণীর মতো দেখাক। তাঁর প্রিয় প্রাণী কুকুরের মতো দেখাক তাঁকে। আর এ জন্য তিনি প্রায় ১৪ লাখ টাকাও খরচ করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, জাপানি ওই নাগরিক তাঁর @toco_eevee নামের টুইটার অ্যাকাউন্টে কুকুর কস্টিউম পরা অবস্থায় নিজের ছবি শেয়ার করেছেন। বাইরে থেকে দেখতে তাঁকে কোনোভাবেই মানুষ বলে আলাদা করার উপায় নেই।
তবে, তাঁর এই কুকুরের মতো দেখতে কস্টিউম বানানোর জন্য খরচ করতে হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ ৬০ হাজার টাকারও বেশি। যা জাপানি মুদ্রায় প্রায় ২০ লাখ ইয়েন। লেগেছে ৪০ দিনেরও বেশি সময়। আর এ কাজে তাঁকে সাহায্য করেছে জিপেট (Zeppet) নামে একটি প্রফেশনাল প্রতিষ্ঠান। জিপেট ওই জাপানি নাগরিককে স্কটিশ কুকুরের জাত ‘কোলি’র মতো কস্টিউম তৈরি করে দিয়েছেন।
কেন নিজের জন্য এমন কুকুরে কস্টিউম তৈরি করালেন এমন এক প্রশ্নের জবাবে টোকো স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি কোলিকে বেছে নিয়েছি কারণ আমি যখন কস্টিউমটি গায়ে দেই তখন আমাকে ঠিক কোলির মতোই দেখায়। আমি ভেবেছিলাম, আমার কস্টিউমের আকারে জন্য একটি বড় আকারে প্রাণী ভালো হবে বলে আমি বিবেচনা করেছিলাম। এবং কোলি এ ক্ষেত্রে একটি বাস্তবসম্মত মডেল হবে বিবেচনা করেই করে আমি এই সিদ্ধান্ত নিয়েছে।’
৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
৩ দিন আগেযুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এক ফ্লাইটের যাত্রীরা অপর এক যাত্রীকে মাঝপথে চেপে ধরে হাত-পা টেপ দিয়ে আটকে দেন। অবশ্য ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তিনি উড়োজাহাজটি ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
৩ দিন আগেবিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
৫ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
৫ দিন আগে