অনলাইন ডেস্ক
১৬ ফুট লম্বা এক দানবই বলা চলে তাকে। ওজন ৭০০ কেজি। পৃথিবীর সবচেয়ে বয়স্ক বন্দী কুমির হিসেবে বিবেচনা করা হয় তাকে। ১২৩ বছর বয়স্ক এই নাইল ক্রোকোডাইলের অবাক করা আরও অনেক বিষয় আছে। যেমন ‘ছয় স্ত্রী’, অর্থাৎ ছয়টি মাদি কুমিরের ঘরে তার বাচ্চা আছে ১০ হাজারের বেশি।
হেনরি নামের এই কুমির সম্পর্কে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান, কুমিরটি যে চিড়িয়াখানায় থাকে তার কর্তৃপক্ষের সূত্রে।
হেনরি-জীবনের ভ্রমণ শুরু বতসোয়ানার ওকাভাংগো ডেল্টায়। ধারণা করা হয়, ১৯০০ সালের ডিসেম্বরে জন্ম কুমিরটির। ওকাভাংগো ব-দ্বীপ এলাকাটি ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের অংশ। মোটামুটি মিনিবাস আকারের এই কুমিরের অতীতও রোমাঞ্চকর।
নিজের তারুণ্যে বতসোয়ানার বিভিন্ন গোত্রের অধিবাসীদের মধ্যে আতঙ্কের এক প্রতিশব্দে পরিণত হয় হেনরি। বলা হয়, মানবশিশু শিকার করে এই কুখ্যাতি অর্জন করে কুমিরটি। তার থেকে রক্ষা পেতে স্থানীয়রা স্যার হেনরি নিউম্যান নামের বিখ্যাত এক শিকারির শরণাপন্ন হয়। তাঁর নামেই পরে কুমিরটির নাম রাখা হয় হেনরি। তবে বিশাল প্রাণীটিকে না মেরে নিউম্যান ওটাকে ফাঁদে আটকে ফেললেন। আর এভাবেই বন্দীজীবন শুরু হলো হেনরির।
গত তিন দশক ধরে কুমিরটি বাস করছে দক্ষিণ আফ্রিকার স্কটসবার্গের ক্রোকওয়ার্ল্ড কনজারভেশন সেন্টারে। সেখানে তার আকার ও বয়স দর্শকদের বিস্মিত করে চলেছে। বন্দী দশায় থাকা সবচেয়ে বয়স্ক কুমিরদের একটি হিসেবে বিবেচনা করা হয় একে। তার অন্ধকার অতীত, অর্থাৎ মানুষ শিকারের ইতিহাস বর্তমান অবস্থার একেবারেই বিপরীত। যেখানে নিরাপদ দূরত্ব থেকে তাকে দেখে মন্ত্রমুগ্ধ হয়ে পড়েন পর্যটকেরা। বলা চলে শুধুমাত্র হেনরিকে একনজর দেখতেই অনেকে হাজির হন ক্রোকওয়ার্ল্ডে।
নীল ক্রোকোডাইলের দেখা মেলে আফ্রিকার ২৬টি দেশে। বিশালাকায় এসব সরীসৃপ বেশ ভয়ংকর প্রাণী হিসেবে পরিচিত। বলা হয়, প্রতি বছর ওই অঞ্চলে শ দুয়েক মানুষের মৃত্যু হয় এই প্রজাতির কুমিরের আক্রমণে।
বন্দী অবস্থায় হেনরি যেখানে সবচেয়ে বয়স্ক কুমির, সেখানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে বিশ্বের সবচেয়ে বড় বন্দী কুমির ক্যাসিয়াস। ক্যাসিয়াসের বাস অস্ট্রেলিয়ায়। ধারণা করা হচ্ছে, ক্যাসিয়াসের যে আকারের কথা মানুষ জানে, তার চেয়েও বড় হতে পারে প্রাণীটি। কারণ ২০১১ সালে গিনেস বুকে নাম ওঠার পর আর লোনা পানির কুমিরটির দৈর্ঘ্য মাপা হয়নি।
ক্যাসিয়াসের বয়স আনুমানিক ১২০ বছর। ২০১১ সালে রেকর্ড বুকে জায়গা করে নেওয়ার সময় তার দৈর্ঘ্য ছিল ১৮ ফুট (৫.৪৮ মিটার)। তারপর আর এর তত্ত্বাবধায়কেরা কুমিরটির দৈর্ঘ্য মাপেননি। অর্থাৎ, তারপর আরও বড় হওয়ার সম্ভাবনা আছে কুমিরটির।
১৬ ফুট লম্বা এক দানবই বলা চলে তাকে। ওজন ৭০০ কেজি। পৃথিবীর সবচেয়ে বয়স্ক বন্দী কুমির হিসেবে বিবেচনা করা হয় তাকে। ১২৩ বছর বয়স্ক এই নাইল ক্রোকোডাইলের অবাক করা আরও অনেক বিষয় আছে। যেমন ‘ছয় স্ত্রী’, অর্থাৎ ছয়টি মাদি কুমিরের ঘরে তার বাচ্চা আছে ১০ হাজারের বেশি।
হেনরি নামের এই কুমির সম্পর্কে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান, কুমিরটি যে চিড়িয়াখানায় থাকে তার কর্তৃপক্ষের সূত্রে।
হেনরি-জীবনের ভ্রমণ শুরু বতসোয়ানার ওকাভাংগো ডেল্টায়। ধারণা করা হয়, ১৯০০ সালের ডিসেম্বরে জন্ম কুমিরটির। ওকাভাংগো ব-দ্বীপ এলাকাটি ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের অংশ। মোটামুটি মিনিবাস আকারের এই কুমিরের অতীতও রোমাঞ্চকর।
নিজের তারুণ্যে বতসোয়ানার বিভিন্ন গোত্রের অধিবাসীদের মধ্যে আতঙ্কের এক প্রতিশব্দে পরিণত হয় হেনরি। বলা হয়, মানবশিশু শিকার করে এই কুখ্যাতি অর্জন করে কুমিরটি। তার থেকে রক্ষা পেতে স্থানীয়রা স্যার হেনরি নিউম্যান নামের বিখ্যাত এক শিকারির শরণাপন্ন হয়। তাঁর নামেই পরে কুমিরটির নাম রাখা হয় হেনরি। তবে বিশাল প্রাণীটিকে না মেরে নিউম্যান ওটাকে ফাঁদে আটকে ফেললেন। আর এভাবেই বন্দীজীবন শুরু হলো হেনরির।
গত তিন দশক ধরে কুমিরটি বাস করছে দক্ষিণ আফ্রিকার স্কটসবার্গের ক্রোকওয়ার্ল্ড কনজারভেশন সেন্টারে। সেখানে তার আকার ও বয়স দর্শকদের বিস্মিত করে চলেছে। বন্দী দশায় থাকা সবচেয়ে বয়স্ক কুমিরদের একটি হিসেবে বিবেচনা করা হয় একে। তার অন্ধকার অতীত, অর্থাৎ মানুষ শিকারের ইতিহাস বর্তমান অবস্থার একেবারেই বিপরীত। যেখানে নিরাপদ দূরত্ব থেকে তাকে দেখে মন্ত্রমুগ্ধ হয়ে পড়েন পর্যটকেরা। বলা চলে শুধুমাত্র হেনরিকে একনজর দেখতেই অনেকে হাজির হন ক্রোকওয়ার্ল্ডে।
নীল ক্রোকোডাইলের দেখা মেলে আফ্রিকার ২৬টি দেশে। বিশালাকায় এসব সরীসৃপ বেশ ভয়ংকর প্রাণী হিসেবে পরিচিত। বলা হয়, প্রতি বছর ওই অঞ্চলে শ দুয়েক মানুষের মৃত্যু হয় এই প্রজাতির কুমিরের আক্রমণে।
বন্দী অবস্থায় হেনরি যেখানে সবচেয়ে বয়স্ক কুমির, সেখানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে বিশ্বের সবচেয়ে বড় বন্দী কুমির ক্যাসিয়াস। ক্যাসিয়াসের বাস অস্ট্রেলিয়ায়। ধারণা করা হচ্ছে, ক্যাসিয়াসের যে আকারের কথা মানুষ জানে, তার চেয়েও বড় হতে পারে প্রাণীটি। কারণ ২০১১ সালে গিনেস বুকে নাম ওঠার পর আর লোনা পানির কুমিরটির দৈর্ঘ্য মাপা হয়নি।
ক্যাসিয়াসের বয়স আনুমানিক ১২০ বছর। ২০১১ সালে রেকর্ড বুকে জায়গা করে নেওয়ার সময় তার দৈর্ঘ্য ছিল ১৮ ফুট (৫.৪৮ মিটার)। তারপর আর এর তত্ত্বাবধায়কেরা কুমিরটির দৈর্ঘ্য মাপেননি। অর্থাৎ, তারপর আরও বড় হওয়ার সম্ভাবনা আছে কুমিরটির।
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
২ ঘণ্টা আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
৮ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
১ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
২ দিন আগে