আজকের পত্রিকা ডেস্ক
স্বাদ বাড়াতে মাংস রান্নায় মসলা হিসেবে ব্যবহার করা হয় পেঁয়াজ। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে সেই পেঁয়াজের দামই এখন মাংসের চেয়ে বেশি। রাস্তায় বের হলেই বেশির ভাগ রেস্তোরাঁর সামনে এই লেখা চোখে পড়বে, ‘নো অনিয়ন টপিং’। অর্থাৎ এই রেস্তোরাঁয় পেঁয়াজ ব্যবহার করে কোনো খাবার সাজানো হয় না। দেশটিতে পেঁয়াজ এত দামি হয়ে উঠেছে, একটি বিয়েতে কনের হাতে ফুলের বদলে শোভা পায় ‘বিলাসী’ এ পণ্য।
কর্তৃপক্ষের পরিসংখ্যান থেকে জানা যায়, গত মাসে ফিলিপাইনে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়ে হয়েছিল প্রায় ৭০০ পেসো (স্থানীয় মুদ্রা) বা ১৩ ডলারের কাছাকাছি। প্রতিদিন দেশটিতে একজন ব্যক্তি গড়ে যে অর্থ আয় করেন, তার চেয়ে বেশি দামে বিক্রি হয় এক কেজি পেঁয়াজ।
গত কয়েক সপ্তাহে দাম কিছুটা কমলেও এখনো অনেক ক্রেতার ক্রয়ক্ষমতার বাইরে।
বিবিসি বলছে, গত বছর ফিলিপাইনে ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি দেখা দেয়। এর জেরে বিভিন্ন খাদ্যশস্য থেকে শুরু করে জ্বালানির দাম বেড়ে যায় অনেক গুণ।
স্বাদ বাড়াতে মাংস রান্নায় মসলা হিসেবে ব্যবহার করা হয় পেঁয়াজ। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে সেই পেঁয়াজের দামই এখন মাংসের চেয়ে বেশি। রাস্তায় বের হলেই বেশির ভাগ রেস্তোরাঁর সামনে এই লেখা চোখে পড়বে, ‘নো অনিয়ন টপিং’। অর্থাৎ এই রেস্তোরাঁয় পেঁয়াজ ব্যবহার করে কোনো খাবার সাজানো হয় না। দেশটিতে পেঁয়াজ এত দামি হয়ে উঠেছে, একটি বিয়েতে কনের হাতে ফুলের বদলে শোভা পায় ‘বিলাসী’ এ পণ্য।
কর্তৃপক্ষের পরিসংখ্যান থেকে জানা যায়, গত মাসে ফিলিপাইনে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়ে হয়েছিল প্রায় ৭০০ পেসো (স্থানীয় মুদ্রা) বা ১৩ ডলারের কাছাকাছি। প্রতিদিন দেশটিতে একজন ব্যক্তি গড়ে যে অর্থ আয় করেন, তার চেয়ে বেশি দামে বিক্রি হয় এক কেজি পেঁয়াজ।
গত কয়েক সপ্তাহে দাম কিছুটা কমলেও এখনো অনেক ক্রেতার ক্রয়ক্ষমতার বাইরে।
বিবিসি বলছে, গত বছর ফিলিপাইনে ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি দেখা দেয়। এর জেরে বিভিন্ন খাদ্যশস্য থেকে শুরু করে জ্বালানির দাম বেড়ে যায় অনেক গুণ।
ওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
৩ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
৮ দিন আগেদক্ষিণ আফ্রিকান একটি নিরাপত্তাপ্রতিষ্ঠান সেখানকার একটি বাড়ি থেকে বিপৎসংকেত বা সতর্কতামূলক অ্যালার্ম পায়। প্রতিষ্ঠানটি দেরি না করে সেখানে একটি দল পাঠায়। তখনই ফাঁস হয় রহস্য। এই অ্যালার্ম বাজিয়েছিল ওই বাড়ির বাসিন্দারা নয়, বরং একটি বানর।
২০ দিন আগেমাত্র ৫ কিলোমিটার দূরে বাসা। রাত হয়ে যাওয়ায় রাইড শেয়ারিং অ্যাপ উবারই ভরসা। ২০ মিনিটেই চলে যাওয়া যায়। তবে যানজটে সময় লাগল ২ ঘণ্টা। গন্তব্যে পৌঁছে সোফি দেখলেন ৫ কিলোমিটার রাস্তার জন্য তাঁর বিল এসেছে ৩২১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৮১৯৭ টাকা)। উবার বুক করার সময় দেখানো প্রাথমিক বিলের প্রায় চার গুণ!
২২ ডিসেম্বর ২০২৪