সাহস মোস্তাফিজ
৯০-এর দশকে যাদের জন্ম, তাদের স্কুলজীবনের পরীক্ষায় সবচেয়ে বেশি যে প্যারাগ্রাফ লিখতে বলা হতো, সেটি লোডশেডিং। লোডশেডিং হলেই পাড়ার ছেলেমেয়েরা রাস্তায় নেমে হইহুল্লোড়ে মেতে উঠত। বাসায় থাকত মোমবাতি, মশার কয়েল, টর্চ লাইট, হাতপাখার পর্যাপ্ত মজুত।
সেই দিন গত হয়েছে। আমাদের জীবন এখন ফেসবুকের ভার্চুয়াল দুনিয়ায় আবদ্ধ। কিছুক্ষণ ইন্টারনেট না পেলেই দম বন্ধ হওয়ার উপক্রম হয় মানুষের। বিশেষ করে যারা নতুন নতুন প্রেমে পড়েছে, তাদের তো ফেসবুক, মেসেঞ্জার ছাড়া এক মুহূর্তও চলে না।
প্রিয় মানুষটি ঘুম থেকে উঠেছে কি-না, খেয়েছে কি-না ইত্যাদি প্রতি মুহূর্তের সর্বশেষ খবর মেসেঞ্জার ছাড়া পাবে কী করে! হোয়াটস আপ, ইনস্টাগ্রামকেও এ তালিকায় রাখা যেতে পারে।
বাস্তব জীবনে বিদ্যুতের যে লোডশেডিং দেখতাম আমরা, সেটি এখন ভার্চুয়াল দুনিয়ায়ও দেখা যাচ্ছে। এই তো সেদিন ফেসবুক ৬ ঘণ্টার জন্য কাজ করছিল না। সবার সে কী দুশ্চিন্তা। এমন ঘটনা ফের ঘটবে না, সেটা কে বলতে পারে! ফেসবুক, মেসেঞ্জারের লোডশেডিং মোকাবিলায় কিছু প্রস্তুতি তাই নিয়ে রাখাই ভালো—
১। প্রথমেই ফেসবুকের ওয়াল খুলে একটি স্ট্যাটাস দিন। লিখুন, ‘আমার ফেসবুকে কিছু লেখা যাচ্ছে না, আপনার কী অবস্থা!’
২। যদি পোস্ট করা না যায়, তাহলে রিফ্রেশ দিন। দিতেই থাকুন।
৩। কয়েকবার রিফ্রেশ দিলেও যদি কাজ না হয়, তাহলে ফেসবুকে সর্বশেষ দেখা ছবি ও পোস্টগুলো বারবার দেখতে থাকুন। স্মৃতি হিসেবে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন।
৪। পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলে ইন্টারনেট প্রোভাইডারদের ফোন দিয়ে বকাবকি করুন, কিছুটা শান্তি পাবেন।
৫। আপনার ফোনসেট দু-একটা আছাড় মারুন। কাজ হলেও হতে পারে।
৬। বের হয়ে খোঁজ করুন, আশপাশে কেউ ইন্টারনেটের টাওয়ার ধরে ধাক্কাধাক্কি করছে কি না। কে বলতে পারে ধাক্কাধাক্কির ফলেও তো লোডশেডিং হতে পারে।
৭। এত কিছুর পরও যদি কাজ না হয়, তাহলে সামাজিক যোগাযোগের অন্যান্য অ্যাপ ডাউনলোড করুন। যেমন ইমো, টেলিগ্রাম ইত্যাদি। অপরিচিত আইডি থেকে ভিডিওকল এলে আলাপ চালিয়ে যেতে পারেন।
৮। এখন থেকেই ফোনে পর্যাপ্ত এসএমএস মজুত করুন। ফ্রি মিনিট পেলে সেটিও জমিয়ে রাখুন।
৯। এমনও হতে পারে, পুরো ইন্টারনেট দুনিয়ায়ই লোডশেডিং চলছে। ধরুন, লোডশেডিং হলো রাত ১১টা ৫৫ মিনিটে। কিন্তু আপনার প্রিয় মানুষটির জন্মতিথি ওই রাতেই। তবে আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়ুন। বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকুন। অপেক্ষা করুন। পাইলেও পাইতে পারেন অমূল্য রতন।
১০। প্রেমিক বা প্রেমিকার বাসার সামনে এভাবে দাঁড়িয়ে থাকার অভ্যাস না থাকাটাই স্বাভাবিক। আজকাল তো এগুলো পুরোনো আইডিয়া। কিন্তু লোডশেডিং মোকাবিলায় এখন থেকেই এই অভ্যাস গড়ে তুলুন। এ জন্য পাশাপাশি বসে বন্ধুদের সঙ্গে চ্যাট করার অভ্যাস তৈরি করতে পারেন। তাহলে এমন লোডশেডং আবার হলে সমস্যা মোকাবিলায় বেগ পেতে হবে না। প্রিয় মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য নানা রকম প্রাণীর ডাক অনুশীলন করুন। প্রিয় মানুষকে সেটি শুনিয়ে অভ্যস্ত করুন। প্রয়োজনে বাঁশি বাজানো শিখতে পারেন। বাঁশি বাজালেই যেন সে ছুটে আসে।
৯০-এর দশকে যাদের জন্ম, তাদের স্কুলজীবনের পরীক্ষায় সবচেয়ে বেশি যে প্যারাগ্রাফ লিখতে বলা হতো, সেটি লোডশেডিং। লোডশেডিং হলেই পাড়ার ছেলেমেয়েরা রাস্তায় নেমে হইহুল্লোড়ে মেতে উঠত। বাসায় থাকত মোমবাতি, মশার কয়েল, টর্চ লাইট, হাতপাখার পর্যাপ্ত মজুত।
সেই দিন গত হয়েছে। আমাদের জীবন এখন ফেসবুকের ভার্চুয়াল দুনিয়ায় আবদ্ধ। কিছুক্ষণ ইন্টারনেট না পেলেই দম বন্ধ হওয়ার উপক্রম হয় মানুষের। বিশেষ করে যারা নতুন নতুন প্রেমে পড়েছে, তাদের তো ফেসবুক, মেসেঞ্জার ছাড়া এক মুহূর্তও চলে না।
প্রিয় মানুষটি ঘুম থেকে উঠেছে কি-না, খেয়েছে কি-না ইত্যাদি প্রতি মুহূর্তের সর্বশেষ খবর মেসেঞ্জার ছাড়া পাবে কী করে! হোয়াটস আপ, ইনস্টাগ্রামকেও এ তালিকায় রাখা যেতে পারে।
বাস্তব জীবনে বিদ্যুতের যে লোডশেডিং দেখতাম আমরা, সেটি এখন ভার্চুয়াল দুনিয়ায়ও দেখা যাচ্ছে। এই তো সেদিন ফেসবুক ৬ ঘণ্টার জন্য কাজ করছিল না। সবার সে কী দুশ্চিন্তা। এমন ঘটনা ফের ঘটবে না, সেটা কে বলতে পারে! ফেসবুক, মেসেঞ্জারের লোডশেডিং মোকাবিলায় কিছু প্রস্তুতি তাই নিয়ে রাখাই ভালো—
১। প্রথমেই ফেসবুকের ওয়াল খুলে একটি স্ট্যাটাস দিন। লিখুন, ‘আমার ফেসবুকে কিছু লেখা যাচ্ছে না, আপনার কী অবস্থা!’
২। যদি পোস্ট করা না যায়, তাহলে রিফ্রেশ দিন। দিতেই থাকুন।
৩। কয়েকবার রিফ্রেশ দিলেও যদি কাজ না হয়, তাহলে ফেসবুকে সর্বশেষ দেখা ছবি ও পোস্টগুলো বারবার দেখতে থাকুন। স্মৃতি হিসেবে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন।
৪। পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলে ইন্টারনেট প্রোভাইডারদের ফোন দিয়ে বকাবকি করুন, কিছুটা শান্তি পাবেন।
৫। আপনার ফোনসেট দু-একটা আছাড় মারুন। কাজ হলেও হতে পারে।
৬। বের হয়ে খোঁজ করুন, আশপাশে কেউ ইন্টারনেটের টাওয়ার ধরে ধাক্কাধাক্কি করছে কি না। কে বলতে পারে ধাক্কাধাক্কির ফলেও তো লোডশেডিং হতে পারে।
৭। এত কিছুর পরও যদি কাজ না হয়, তাহলে সামাজিক যোগাযোগের অন্যান্য অ্যাপ ডাউনলোড করুন। যেমন ইমো, টেলিগ্রাম ইত্যাদি। অপরিচিত আইডি থেকে ভিডিওকল এলে আলাপ চালিয়ে যেতে পারেন।
৮। এখন থেকেই ফোনে পর্যাপ্ত এসএমএস মজুত করুন। ফ্রি মিনিট পেলে সেটিও জমিয়ে রাখুন।
৯। এমনও হতে পারে, পুরো ইন্টারনেট দুনিয়ায়ই লোডশেডিং চলছে। ধরুন, লোডশেডিং হলো রাত ১১টা ৫৫ মিনিটে। কিন্তু আপনার প্রিয় মানুষটির জন্মতিথি ওই রাতেই। তবে আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়ুন। বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকুন। অপেক্ষা করুন। পাইলেও পাইতে পারেন অমূল্য রতন।
১০। প্রেমিক বা প্রেমিকার বাসার সামনে এভাবে দাঁড়িয়ে থাকার অভ্যাস না থাকাটাই স্বাভাবিক। আজকাল তো এগুলো পুরোনো আইডিয়া। কিন্তু লোডশেডিং মোকাবিলায় এখন থেকেই এই অভ্যাস গড়ে তুলুন। এ জন্য পাশাপাশি বসে বন্ধুদের সঙ্গে চ্যাট করার অভ্যাস তৈরি করতে পারেন। তাহলে এমন লোডশেডং আবার হলে সমস্যা মোকাবিলায় বেগ পেতে হবে না। প্রিয় মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য নানা রকম প্রাণীর ডাক অনুশীলন করুন। প্রিয় মানুষকে সেটি শুনিয়ে অভ্যস্ত করুন। প্রয়োজনে বাঁশি বাজানো শিখতে পারেন। বাঁশি বাজালেই যেন সে ছুটে আসে।
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
১ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
২ দিন আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
২ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৪ দিন আগে