অনলাইন ডেস্ক
পছন্দসই বাসা ভাড়া পাওয়া অনেকটা দুরূহ বলতে হয়। তার ওপর থাকে বাড়িওয়ালাদের নানা শর্ত। যেমন, ‘অবিবাহিতদের বাসা ভাড়া দেওয়া হয় না’ বা ‘ব্যাচেলর ভাড়া নিষেধ’। আবার ‘ধূমপান নিষেধ’ কিংবা ‘রাতে নির্ধারিত সময়ের মধ্যে ফিরতে হবে’—এমন শর্তও জুড়ে দেওয়া হয়।
নিজের বাজেটের সঙ্গে মিলিয়ে এসব শর্ত মেনে তবেই পাওয়া যায় ভাড়া বাসা। মাঝে মাঝে কিছু অদ্ভুত শর্ত চোখে পড়ে। তেমনই একটি শর্ত সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে ভাড়া নেওয়ার শর্ত হিসেবে লেখা আছে, ‘নো পোয়েটস’ ‘নো স্মোকিং’ অর্থাৎ ‘কবি হওয়া যাবে না’ এবং ‘ধূমপান করা যাবে না’। তাহলে বাসা ভাড়া মিলবে না।
এমন অদ্ভুত শর্তের বাসা ভাড়ার বিজ্ঞাপন বেশ সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। তবে বিজ্ঞাপন দেওয়া ওই বাসার ঠিকানা এখনো জানা যায়নি। বাড়ির মালিক কি ভুলে এমন বিজ্ঞাপন দিলেন, নাকি তিনি কবিদের পছন্দ করেন না তা এখনো পরিষ্কার নয়।
এদিকে বিজ্ঞাপনটি ভাইরাল হলে অনেক টুইটার ব্যবহারকারী মজার মন্তব্য করেছেন। কেউ একে লেখার ভুল বলে একজন সম্পাদকের প্রয়োজন বলেছেন।
একজন লিখেছেন, শব্দটি আসলে পোয়েট না হয়ে পেট (পোষা প্রাণী) হবে। অর্থাৎ ঘরে কোনো পোষ্য রাখা যাবে না।
একজন তো কবিদের দোষারোপ করে বলছেন, এলোমেলো স্বভাবের হয় কবিরা। বাসা নোংরা করে রাখে।
এ ছাড়া কে এই বিজ্ঞাপন দিয়েছেন এবং তিনি আসলেই এটা বুঝিয়েছেন কি না, জানতে চেয়েছেন অনেকে।
পছন্দসই বাসা ভাড়া পাওয়া অনেকটা দুরূহ বলতে হয়। তার ওপর থাকে বাড়িওয়ালাদের নানা শর্ত। যেমন, ‘অবিবাহিতদের বাসা ভাড়া দেওয়া হয় না’ বা ‘ব্যাচেলর ভাড়া নিষেধ’। আবার ‘ধূমপান নিষেধ’ কিংবা ‘রাতে নির্ধারিত সময়ের মধ্যে ফিরতে হবে’—এমন শর্তও জুড়ে দেওয়া হয়।
নিজের বাজেটের সঙ্গে মিলিয়ে এসব শর্ত মেনে তবেই পাওয়া যায় ভাড়া বাসা। মাঝে মাঝে কিছু অদ্ভুত শর্ত চোখে পড়ে। তেমনই একটি শর্ত সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে ভাড়া নেওয়ার শর্ত হিসেবে লেখা আছে, ‘নো পোয়েটস’ ‘নো স্মোকিং’ অর্থাৎ ‘কবি হওয়া যাবে না’ এবং ‘ধূমপান করা যাবে না’। তাহলে বাসা ভাড়া মিলবে না।
এমন অদ্ভুত শর্তের বাসা ভাড়ার বিজ্ঞাপন বেশ সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। তবে বিজ্ঞাপন দেওয়া ওই বাসার ঠিকানা এখনো জানা যায়নি। বাড়ির মালিক কি ভুলে এমন বিজ্ঞাপন দিলেন, নাকি তিনি কবিদের পছন্দ করেন না তা এখনো পরিষ্কার নয়।
এদিকে বিজ্ঞাপনটি ভাইরাল হলে অনেক টুইটার ব্যবহারকারী মজার মন্তব্য করেছেন। কেউ একে লেখার ভুল বলে একজন সম্পাদকের প্রয়োজন বলেছেন।
একজন লিখেছেন, শব্দটি আসলে পোয়েট না হয়ে পেট (পোষা প্রাণী) হবে। অর্থাৎ ঘরে কোনো পোষ্য রাখা যাবে না।
একজন তো কবিদের দোষারোপ করে বলছেন, এলোমেলো স্বভাবের হয় কবিরা। বাসা নোংরা করে রাখে।
এ ছাড়া কে এই বিজ্ঞাপন দিয়েছেন এবং তিনি আসলেই এটা বুঝিয়েছেন কি না, জানতে চেয়েছেন অনেকে।
এক বছর ধরেই যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বমুখী ডিমের বাজার। বর্তমানে প্রতি ডজন ডিম কিনতে গুনতে হচ্ছে ৪ দশমিক ৯৫ ডলার; যা ২০২৪–এর ডিসেম্বরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। এমন পরিস্থিতিতে অতিরিক্ত পয়সা খরচ না করে ডিমের জোগান ঠিক রাখতে মুরগি পালনের দিকে ঝুঁকছেন অনেক মার্কিন।
২ দিন আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিনকে (কিম সক-জিন) জনসমক্ষে চুম্বন করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জাপানি নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের জুনে সিউলে একটি ফ্যান ইভেন্টে এ ঘটনা ঘটে। সেখানে জিন বিটিএসের ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন। তবে ওই জাপানি..
৬ দিন আগেইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস। বিশ্ব ঐতিহ্যের অংশ এই প্রাসাদটিতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্ম হয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই প্রাসাদে ইতালির শিল্পী মরিজিও কাত্তেলানের শিল্পকর্ম প্রদর্শনী আয়োজিত হয়। এই প্রদর্শনীতে দেখানোর জন্য কাত্তেলানের তৈরি ১৮...
৯ দিন আগেচুরি করা এটিএম কার্ড নিয়ে লটারির টিকিট কেনেন দুই চোর। স্ক্র্যাচ-অফ লটারি টিকিটটিতে তাঁরা পেয়ে যান ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা)। টাকা খুশি হলেও সেই টাকা তোলা নিয়েই বিপদ তাদের। এদিকে এটিএম কার্ডের মালিক খুঁজছেন তাঁদের। চাইছেন টাকার ভাগ। এমনই ঘটনা ঘটেছে ফ্রান্সে।
১১ দিন আগে