Ajker Patrika

কবিদের জন্য বাসা ভাড়া নয়

অনলাইন ডেস্ক
আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৪: ৫৬
কবিদের জন্য বাসা ভাড়া নয়

পছন্দসই বাসা ভাড়া পাওয়া অনেকটা দুরূহ বলতে হয়। তার ওপর থাকে বাড়িওয়ালাদের নানা শর্ত। যেমন, ‘অবিবাহিতদের বাসা ভাড়া দেওয়া হয় না’ বা ‘ব্যাচেলর ভাড়া নিষেধ’। আবার ‘ধূমপান নিষেধ’ কিংবা ‘রাতে নির্ধারিত সময়ের মধ্যে ফিরতে হবে’—এমন শর্তও জুড়ে দেওয়া হয়। 

নিজের বাজেটের সঙ্গে মিলিয়ে এসব শর্ত মেনে তবেই পাওয়া যায় ভাড়া বাসা। মাঝে মাঝে কিছু অদ্ভুত শর্ত চোখে পড়ে। তেমনই একটি শর্ত সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে ভাড়া নেওয়ার শর্ত হিসেবে লেখা আছে, ‘নো পোয়েটস’ ‘নো স্মোকিং’ অর্থাৎ ‘কবি হওয়া যাবে না’ এবং ‘ধূমপান করা যাবে না’। তাহলে বাসা ভাড়া মিলবে না। 

এমন অদ্ভুত শর্তের বাসা ভাড়ার বিজ্ঞাপন বেশ সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। তবে বিজ্ঞাপন দেওয়া ওই বাসার ঠিকানা এখনো জানা যায়নি। বাড়ির মালিক কি ভুলে এমন বিজ্ঞাপন দিলেন, নাকি তিনি কবিদের পছন্দ করেন না তা এখনো পরিষ্কার নয়। 

এদিকে বিজ্ঞাপনটি ভাইরাল হলে অনেক টুইটার ব্যবহারকারী মজার মন্তব্য করেছেন। কেউ একে লেখার ভুল বলে একজন সম্পাদকের প্রয়োজন বলেছেন। 
একজন লিখেছেন, শব্দটি আসলে পোয়েট না হয়ে পেট (পোষা প্রাণী) হবে। অর্থাৎ ঘরে কোনো পোষ্য রাখা যাবে না। 

একজন তো কবিদের দোষারোপ করে বলছেন, এলোমেলো স্বভাবের হয় কবিরা। বাসা নোংরা করে রাখে। 

এ ছাড়া কে এই বিজ্ঞাপন দিয়েছেন এবং তিনি আসলেই এটা বুঝিয়েছেন কি না, জানতে চেয়েছেন অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত