অনলাইন ডেস্ক
পছন্দসই বাসা ভাড়া পাওয়া অনেকটা দুরূহ বলতে হয়। তার ওপর থাকে বাড়িওয়ালাদের নানা শর্ত। যেমন, ‘অবিবাহিতদের বাসা ভাড়া দেওয়া হয় না’ বা ‘ব্যাচেলর ভাড়া নিষেধ’। আবার ‘ধূমপান নিষেধ’ কিংবা ‘রাতে নির্ধারিত সময়ের মধ্যে ফিরতে হবে’—এমন শর্তও জুড়ে দেওয়া হয়।
নিজের বাজেটের সঙ্গে মিলিয়ে এসব শর্ত মেনে তবেই পাওয়া যায় ভাড়া বাসা। মাঝে মাঝে কিছু অদ্ভুত শর্ত চোখে পড়ে। তেমনই একটি শর্ত সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে ভাড়া নেওয়ার শর্ত হিসেবে লেখা আছে, ‘নো পোয়েটস’ ‘নো স্মোকিং’ অর্থাৎ ‘কবি হওয়া যাবে না’ এবং ‘ধূমপান করা যাবে না’। তাহলে বাসা ভাড়া মিলবে না।
এমন অদ্ভুত শর্তের বাসা ভাড়ার বিজ্ঞাপন বেশ সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। তবে বিজ্ঞাপন দেওয়া ওই বাসার ঠিকানা এখনো জানা যায়নি। বাড়ির মালিক কি ভুলে এমন বিজ্ঞাপন দিলেন, নাকি তিনি কবিদের পছন্দ করেন না তা এখনো পরিষ্কার নয়।
এদিকে বিজ্ঞাপনটি ভাইরাল হলে অনেক টুইটার ব্যবহারকারী মজার মন্তব্য করেছেন। কেউ একে লেখার ভুল বলে একজন সম্পাদকের প্রয়োজন বলেছেন।
একজন লিখেছেন, শব্দটি আসলে পোয়েট না হয়ে পেট (পোষা প্রাণী) হবে। অর্থাৎ ঘরে কোনো পোষ্য রাখা যাবে না।
একজন তো কবিদের দোষারোপ করে বলছেন, এলোমেলো স্বভাবের হয় কবিরা। বাসা নোংরা করে রাখে।
এ ছাড়া কে এই বিজ্ঞাপন দিয়েছেন এবং তিনি আসলেই এটা বুঝিয়েছেন কি না, জানতে চেয়েছেন অনেকে।
পছন্দসই বাসা ভাড়া পাওয়া অনেকটা দুরূহ বলতে হয়। তার ওপর থাকে বাড়িওয়ালাদের নানা শর্ত। যেমন, ‘অবিবাহিতদের বাসা ভাড়া দেওয়া হয় না’ বা ‘ব্যাচেলর ভাড়া নিষেধ’। আবার ‘ধূমপান নিষেধ’ কিংবা ‘রাতে নির্ধারিত সময়ের মধ্যে ফিরতে হবে’—এমন শর্তও জুড়ে দেওয়া হয়।
নিজের বাজেটের সঙ্গে মিলিয়ে এসব শর্ত মেনে তবেই পাওয়া যায় ভাড়া বাসা। মাঝে মাঝে কিছু অদ্ভুত শর্ত চোখে পড়ে। তেমনই একটি শর্ত সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে ভাড়া নেওয়ার শর্ত হিসেবে লেখা আছে, ‘নো পোয়েটস’ ‘নো স্মোকিং’ অর্থাৎ ‘কবি হওয়া যাবে না’ এবং ‘ধূমপান করা যাবে না’। তাহলে বাসা ভাড়া মিলবে না।
এমন অদ্ভুত শর্তের বাসা ভাড়ার বিজ্ঞাপন বেশ সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। তবে বিজ্ঞাপন দেওয়া ওই বাসার ঠিকানা এখনো জানা যায়নি। বাড়ির মালিক কি ভুলে এমন বিজ্ঞাপন দিলেন, নাকি তিনি কবিদের পছন্দ করেন না তা এখনো পরিষ্কার নয়।
এদিকে বিজ্ঞাপনটি ভাইরাল হলে অনেক টুইটার ব্যবহারকারী মজার মন্তব্য করেছেন। কেউ একে লেখার ভুল বলে একজন সম্পাদকের প্রয়োজন বলেছেন।
একজন লিখেছেন, শব্দটি আসলে পোয়েট না হয়ে পেট (পোষা প্রাণী) হবে। অর্থাৎ ঘরে কোনো পোষ্য রাখা যাবে না।
একজন তো কবিদের দোষারোপ করে বলছেন, এলোমেলো স্বভাবের হয় কবিরা। বাসা নোংরা করে রাখে।
এ ছাড়া কে এই বিজ্ঞাপন দিয়েছেন এবং তিনি আসলেই এটা বুঝিয়েছেন কি না, জানতে চেয়েছেন অনেকে।
৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
১ দিন আগেযুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এক ফ্লাইটের যাত্রীরা অপর এক যাত্রীকে মাঝপথে চেপে ধরে হাত-পা টেপ দিয়ে আটকে দেন। অবশ্য ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তিনি উড়োজাহাজটি ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
১ দিন আগেবিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
৩ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
৩ দিন আগে