অনলাইন ডেস্ক
মার্কোস রড্রিগেজ প্যান্টোজাকে বলা হয় স্প্যানিশ মোগলি। শৈশব ও কৈশোরের ১২টি বছর তিনি একটি নেকড়ে দলের সঙ্গে ছিলেন। পরে ১৯ বছর বয়সে কর্তৃপক্ষ তাঁকে মানুষের সমাজে নিয়ে আসে।
বর্তমানে প্যান্টোজার বয়স ৭২ বছর। জীবনের এই পর্যায়ে এসেও বুনো অতীতের কথা ভুলতে পারছেন না তিনি। জানিয়েছেন, মানুষের জীবন নিয়ে তিনি হতাশ।
বুধবার ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টার জানিয়েছে, আবারও বুনো পাহাড়ি নেকড়েদের মাঝে ফিরে যেতে ইচ্ছা হয় কি না, প্যান্টোজার কাছে একবার জানতে চেয়েছিল বিবিসি। উত্তরে তিনি বলেছিলেন, ‘আমি এটা বহুবারই ভেবেছি। কিন্তু আমি এখন এই জীবনে অভ্যস্ত হয়ে গেছি। এই জীবনের অনেক কিছুই সেখানে নেই, বিশেষ করে সংগীত কিংবা নারী। এই সমাজে থেকে যাওয়ার জন্য নারী একটি বড় কারণ।’
নেকড়েদের সমাজে বড় হওয়ার বিষয়ে প্যান্টোজা জানান, শৈশবে মায়ের মৃত্যুর পর তাঁর বাবা আরেকটি সম্পর্কে জড়িয়েছিলেন। এ অবস্থায় প্যান্টোজাকে পাহাড়ি একটি এলাকায় এক মেষপালকের কাছে রেখে আসেন বাবা। একসময় ওই মেষপালকও মারা যান। সে সময় প্যান্টোজার বয়স ছিল মাত্র সাত বছর।
তিনি বলেন, ‘একদিন আমি একটি গুহায় প্রবেশ করি এবং সেখানে থাকা কয়েকটি নেকড়ে শাবকের সঙ্গে খেলতে শুরু করি। খেলতে খেলতেই একসময় ওই গুহার ভেতরেই ঘুমিয়ে পড়ি। পরে নেকড়ে মা তাঁর বাচ্চাদের জন্য খাবার নিয়ে এলে আমার ঘুম ভাঙে।’
প্যান্টোজা জানান, ঘুম ভাঙার পর ওই নেকড়ে মা তাঁর দিকে কিছুটা খাবার ঠেলে দেয় এবং তাঁর শরীর চাটতে শুরু করে।
তিনি বলেন, ‘এরপর থেকেই আমি ওই পরিবারের সদস্য হয়ে যাই।’
বন থেকে ফিরিয়ে আনার পর মানুষের জীবনে অভ্যস্ত হতে বেশ বেগ পেতে হয়েছিল প্যান্টোজার। কারণ ফুটবল, রাজনীতি কিংবা স্প্যানিশ সংস্কৃতি সম্পর্কে কোনো কিছুই জানতেন না তিনি। বলেন, ‘আমি শব্দ বেশি সহ্য করতে পারতাম না। রাস্তায় পিঁপড়ের মতো অসংখ্য মানুষ আর গাড়ি আসছে, যাচ্ছে। রাস্তা পার হতেই ভয় পেতাম।’
প্যান্টোজা দাবি করেন, বহু বছর একসঙ্গে থাকার কারণে তিনি এখনো নেকড়েদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এমনকি অন্যান্য প্রাণীর আওয়াজও সঠিকভাবে নকল করতে পারেন।
মার্কোস রড্রিগেজ প্যান্টোজাকে বলা হয় স্প্যানিশ মোগলি। শৈশব ও কৈশোরের ১২টি বছর তিনি একটি নেকড়ে দলের সঙ্গে ছিলেন। পরে ১৯ বছর বয়সে কর্তৃপক্ষ তাঁকে মানুষের সমাজে নিয়ে আসে।
বর্তমানে প্যান্টোজার বয়স ৭২ বছর। জীবনের এই পর্যায়ে এসেও বুনো অতীতের কথা ভুলতে পারছেন না তিনি। জানিয়েছেন, মানুষের জীবন নিয়ে তিনি হতাশ।
বুধবার ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টার জানিয়েছে, আবারও বুনো পাহাড়ি নেকড়েদের মাঝে ফিরে যেতে ইচ্ছা হয় কি না, প্যান্টোজার কাছে একবার জানতে চেয়েছিল বিবিসি। উত্তরে তিনি বলেছিলেন, ‘আমি এটা বহুবারই ভেবেছি। কিন্তু আমি এখন এই জীবনে অভ্যস্ত হয়ে গেছি। এই জীবনের অনেক কিছুই সেখানে নেই, বিশেষ করে সংগীত কিংবা নারী। এই সমাজে থেকে যাওয়ার জন্য নারী একটি বড় কারণ।’
নেকড়েদের সমাজে বড় হওয়ার বিষয়ে প্যান্টোজা জানান, শৈশবে মায়ের মৃত্যুর পর তাঁর বাবা আরেকটি সম্পর্কে জড়িয়েছিলেন। এ অবস্থায় প্যান্টোজাকে পাহাড়ি একটি এলাকায় এক মেষপালকের কাছে রেখে আসেন বাবা। একসময় ওই মেষপালকও মারা যান। সে সময় প্যান্টোজার বয়স ছিল মাত্র সাত বছর।
তিনি বলেন, ‘একদিন আমি একটি গুহায় প্রবেশ করি এবং সেখানে থাকা কয়েকটি নেকড়ে শাবকের সঙ্গে খেলতে শুরু করি। খেলতে খেলতেই একসময় ওই গুহার ভেতরেই ঘুমিয়ে পড়ি। পরে নেকড়ে মা তাঁর বাচ্চাদের জন্য খাবার নিয়ে এলে আমার ঘুম ভাঙে।’
প্যান্টোজা জানান, ঘুম ভাঙার পর ওই নেকড়ে মা তাঁর দিকে কিছুটা খাবার ঠেলে দেয় এবং তাঁর শরীর চাটতে শুরু করে।
তিনি বলেন, ‘এরপর থেকেই আমি ওই পরিবারের সদস্য হয়ে যাই।’
বন থেকে ফিরিয়ে আনার পর মানুষের জীবনে অভ্যস্ত হতে বেশ বেগ পেতে হয়েছিল প্যান্টোজার। কারণ ফুটবল, রাজনীতি কিংবা স্প্যানিশ সংস্কৃতি সম্পর্কে কোনো কিছুই জানতেন না তিনি। বলেন, ‘আমি শব্দ বেশি সহ্য করতে পারতাম না। রাস্তায় পিঁপড়ের মতো অসংখ্য মানুষ আর গাড়ি আসছে, যাচ্ছে। রাস্তা পার হতেই ভয় পেতাম।’
প্যান্টোজা দাবি করেন, বহু বছর একসঙ্গে থাকার কারণে তিনি এখনো নেকড়েদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এমনকি অন্যান্য প্রাণীর আওয়াজও সঠিকভাবে নকল করতে পারেন।
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিনকে (কিম সক-জিন) জনসমক্ষে চুম্বন করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জাপানি নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের জুনে সিউলে একটি ফ্যান ইভেন্টে এ ঘটনা ঘটে। সেখানে জিন বিটিএসের ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন। তবে ওই জাপানি..
৩ দিন আগেইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস। বিশ্ব ঐতিহ্যের অংশ এই প্রাসাদটিতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্ম হয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই প্রাসাদে ইতালির শিল্পী মরিজিও কাত্তেলানের শিল্পকর্ম প্রদর্শনী আয়োজিত হয়। এই প্রদর্শনীতে দেখানোর জন্য কাত্তেলানের তৈরি ১৮...
৭ দিন আগেচুরি করা এটিএম কার্ড নিয়ে লটারির টিকিট কেনেন দুই চোর। স্ক্র্যাচ-অফ লটারি টিকিটটিতে তাঁরা পেয়ে যান ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা)। টাকা খুশি হলেও সেই টাকা তোলা নিয়েই বিপদ তাদের। এদিকে এটিএম কার্ডের মালিক খুঁজছেন তাঁদের। চাইছেন টাকার ভাগ। এমনই ঘটনা ঘটেছে ফ্রান্সে।
৯ দিন আগেবিশ্বের সবচেয়ে ছোট হাতে তৈরি ভাস্কর্য হিসেবে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল লেগো ব্রিক। এই ভাস্কর্য এতটাই ক্ষুদ্র যে এটি খালি চোখে দেখা সম্ভব নয়। গত বছর শেষের দিকে এটি তৈরি করেন মাইক্রো-আর্টিস্ট ডেভিড লিনডন। লেগো ব্রিকটির আকার মাত্র ০.০২৫১৭ মিলিমিটার × ০.০২১৮৪ মিলিমিটার, যা একটি শ্বেত রক্তকণিকার আকা
৯ দিন আগে