অনলাইন ডেস্ক
ইতিহাসের পাতায় ঘৃণিত ব্যক্তিদের তালিকায় নিশ্চিত ওপরের দিকেই থাকবে অ্যাডলফ হিটলারের নাম। তবে অবাক করা বিষয় হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে গণহত্যার জন্য কুখ্যাত হিটলারই মনোনীত হয়েছিলেন শান্তিতে নোবেল পুরস্কারের জন্য! তাও আবার বিশ্বযুদ্ধের বছরেই।
১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর থেকে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। একই বছরের শুরুতে নোবেল কমিটির কাছে এক চিঠিতে হিটলারকে শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করেন সুইডিশ পার্লামেন্টের সোশ্যাল ডেমোক্রেটিক মেম্বার এরিক গটফ্রিড ক্রিশ্চিয়ান ব্র্যান্ডট। এই মনোনয়নের চিঠি দেওয়ার ফলে তীব্র সমালোচনার মুখে পড়েন ব্র্যান্ডট। সমালোচনার মুখে ফেব্রুয়ারির ১ তারিখে মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি। সেদিনই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।
পরবর্তী সময়ে সুইডিশ পত্রিকা সভেন্সকা মর্গনপোস্টেনকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্র্যান্ডট বলেন, কেবল বিদ্রুপ করার উদ্দেশ্যেই হিটলারকে মনোনয়ন দিয়ে কমিটির কাছে চিঠিটি পাঠিয়েছিলেন। চেম্বারলেইনের মনোনয়ন পাওয়াই মূলত খেপিয়ে দিয়েছিল ব্র্যান্ডটকে। এ জন্যই তিনি হিটলারকেও মনোনয়ন দিয়ে চিঠি লেখেন।
১৯৩৯ সালের ২৪ জানুয়ারি সুইডিশ পার্লামেন্টের ১২ জন সদস্য তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেইনকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেন। এর পক্ষে তাঁরা যুক্তি দেন, চেম্বারলেইন ১৯৩৮ সালের সেপ্টেম্বরে হিটলারের সঙ্গে মিউনিখ চুক্তির মাধ্যমে বিশ্ব শান্তি রক্ষা করেছিলেন।
ইতিহাসের পাতায় ঘৃণিত ব্যক্তিদের তালিকায় নিশ্চিত ওপরের দিকেই থাকবে অ্যাডলফ হিটলারের নাম। তবে অবাক করা বিষয় হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে গণহত্যার জন্য কুখ্যাত হিটলারই মনোনীত হয়েছিলেন শান্তিতে নোবেল পুরস্কারের জন্য! তাও আবার বিশ্বযুদ্ধের বছরেই।
১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর থেকে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। একই বছরের শুরুতে নোবেল কমিটির কাছে এক চিঠিতে হিটলারকে শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করেন সুইডিশ পার্লামেন্টের সোশ্যাল ডেমোক্রেটিক মেম্বার এরিক গটফ্রিড ক্রিশ্চিয়ান ব্র্যান্ডট। এই মনোনয়নের চিঠি দেওয়ার ফলে তীব্র সমালোচনার মুখে পড়েন ব্র্যান্ডট। সমালোচনার মুখে ফেব্রুয়ারির ১ তারিখে মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি। সেদিনই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।
পরবর্তী সময়ে সুইডিশ পত্রিকা সভেন্সকা মর্গনপোস্টেনকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্র্যান্ডট বলেন, কেবল বিদ্রুপ করার উদ্দেশ্যেই হিটলারকে মনোনয়ন দিয়ে কমিটির কাছে চিঠিটি পাঠিয়েছিলেন। চেম্বারলেইনের মনোনয়ন পাওয়াই মূলত খেপিয়ে দিয়েছিল ব্র্যান্ডটকে। এ জন্যই তিনি হিটলারকেও মনোনয়ন দিয়ে চিঠি লেখেন।
১৯৩৯ সালের ২৪ জানুয়ারি সুইডিশ পার্লামেন্টের ১২ জন সদস্য তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেইনকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেন। এর পক্ষে তাঁরা যুক্তি দেন, চেম্বারলেইন ১৯৩৮ সালের সেপ্টেম্বরে হিটলারের সঙ্গে মিউনিখ চুক্তির মাধ্যমে বিশ্ব শান্তি রক্ষা করেছিলেন।
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
১ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
২ দিন আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
২ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৩ দিন আগে