অনলাইন ডেস্ক
প্রিয় মানুষের সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটানোর দিন ভালোবাসা দিবস। এই দিনে কেউ কেউ প্রিয়জনকে চমকে দেওয়ার জন্য করেন নানা কিছু। তবে পেরুর রাজধানী লিমায় ভ্যালেন্টাইন ডে-তে ঘটছে এক ব্যতিক্রমী ঘটনা।
লিমার সান মার্তিন দে পোরে জেলায় এক পুলিশ সদস্য টেডি বিয়ারের পোশাক পরে ভালোবাসা দিবসের উপহার নিয়ে হাজির হন এক মাদক কারবারীর বাড়ির সামনে। এ সময় ওই নারী বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে মাটিতে ফেলে হাতকড়া পরায় পুলিশ সদস্যটি। পরে আরেক নারীকে আটক করা হয়।
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এই ঘটনার একটি ভিডিও সংযুক্ত করেছে প্রতিবেদনের সঙ্গে।
ভালোবাসা দিবসে এমন ঘটনা নিয়ে নানা আলোচনা-সমালোচনাও দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বিবিসির ভিডিও ফুটেজে দেখা গেছে, অভিযানের অংশ হিসাবে টেডি বিয়ারের পোশাকে এক পুলিশ সদস্য উপহার নিয়ে অভিযুক্ত মাদক কারবারীর বাড়ির সামনে যায়। উপহারের লোভ দেখিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে অ্যাপার্টমেন্ট থেকে বের করে আনার হয়। এ সময় ওই নারী পুলিশের ফাঁদ বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে তাঁকে ধরাশায়ী করে ফেলা হয়।
পেরুর ন্যাশনাল পুলিশ এজেন্সির পোস্ট করা ফুটেজে দেখা গেছে, ওই নারীকে আটকের পর পুলিশ তাঁর বাড়ির ভেতরে একটি গদির নিচে মাদকের একটি ব্যাগ খুঁজে পায়। অভিযান শেষে দুই নারীকে আটক করা হয়েছে।
এই অপারেশনের নাম দেওয়া হয়েছে ‘ভি-ডে’। এমন অভিযান পেরুর আইন প্রয়োগকারী সংস্থার কাছে প্রথম নয়। তারা এর আগে সান্তা ক্লজ এবং জনপ্রিয় সুপারহিরো চরিত্রের উৎসবে ছদ্মবেশ ধরে অপরাধী ধরেছে। মাদক কারবারীদের ধরতে তাদের এমন নতুন ও কৌশলী পদ্ধতি শুধু ইতিবাচকতাই সৃষ্টি করেনি বরং জনসাধারণের মধ্যে ব্যাপক প্রশংসা ও বিনোদনের জন্ম দিয়েছে।
তবে সর্বশেষ পরিচালিত অভিযানে কী পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে তা স্পষ্ট নয়।
প্রিয় মানুষের সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটানোর দিন ভালোবাসা দিবস। এই দিনে কেউ কেউ প্রিয়জনকে চমকে দেওয়ার জন্য করেন নানা কিছু। তবে পেরুর রাজধানী লিমায় ভ্যালেন্টাইন ডে-তে ঘটছে এক ব্যতিক্রমী ঘটনা।
লিমার সান মার্তিন দে পোরে জেলায় এক পুলিশ সদস্য টেডি বিয়ারের পোশাক পরে ভালোবাসা দিবসের উপহার নিয়ে হাজির হন এক মাদক কারবারীর বাড়ির সামনে। এ সময় ওই নারী বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে মাটিতে ফেলে হাতকড়া পরায় পুলিশ সদস্যটি। পরে আরেক নারীকে আটক করা হয়।
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এই ঘটনার একটি ভিডিও সংযুক্ত করেছে প্রতিবেদনের সঙ্গে।
ভালোবাসা দিবসে এমন ঘটনা নিয়ে নানা আলোচনা-সমালোচনাও দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বিবিসির ভিডিও ফুটেজে দেখা গেছে, অভিযানের অংশ হিসাবে টেডি বিয়ারের পোশাকে এক পুলিশ সদস্য উপহার নিয়ে অভিযুক্ত মাদক কারবারীর বাড়ির সামনে যায়। উপহারের লোভ দেখিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে অ্যাপার্টমেন্ট থেকে বের করে আনার হয়। এ সময় ওই নারী পুলিশের ফাঁদ বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে তাঁকে ধরাশায়ী করে ফেলা হয়।
পেরুর ন্যাশনাল পুলিশ এজেন্সির পোস্ট করা ফুটেজে দেখা গেছে, ওই নারীকে আটকের পর পুলিশ তাঁর বাড়ির ভেতরে একটি গদির নিচে মাদকের একটি ব্যাগ খুঁজে পায়। অভিযান শেষে দুই নারীকে আটক করা হয়েছে।
এই অপারেশনের নাম দেওয়া হয়েছে ‘ভি-ডে’। এমন অভিযান পেরুর আইন প্রয়োগকারী সংস্থার কাছে প্রথম নয়। তারা এর আগে সান্তা ক্লজ এবং জনপ্রিয় সুপারহিরো চরিত্রের উৎসবে ছদ্মবেশ ধরে অপরাধী ধরেছে। মাদক কারবারীদের ধরতে তাদের এমন নতুন ও কৌশলী পদ্ধতি শুধু ইতিবাচকতাই সৃষ্টি করেনি বরং জনসাধারণের মধ্যে ব্যাপক প্রশংসা ও বিনোদনের জন্ম দিয়েছে।
তবে সর্বশেষ পরিচালিত অভিযানে কী পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে তা স্পষ্ট নয়।
ওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
৩ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
৮ দিন আগেদক্ষিণ আফ্রিকান একটি নিরাপত্তাপ্রতিষ্ঠান সেখানকার একটি বাড়ি থেকে বিপৎসংকেত বা সতর্কতামূলক অ্যালার্ম পায়। প্রতিষ্ঠানটি দেরি না করে সেখানে একটি দল পাঠায়। তখনই ফাঁস হয় রহস্য। এই অ্যালার্ম বাজিয়েছিল ওই বাড়ির বাসিন্দারা নয়, বরং একটি বানর।
২০ দিন আগেমাত্র ৫ কিলোমিটার দূরে বাসা। রাত হয়ে যাওয়ায় রাইড শেয়ারিং অ্যাপ উবারই ভরসা। ২০ মিনিটেই চলে যাওয়া যায়। তবে যানজটে সময় লাগল ২ ঘণ্টা। গন্তব্যে পৌঁছে সোফি দেখলেন ৫ কিলোমিটার রাস্তার জন্য তাঁর বিল এসেছে ৩২১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৮১৯৭ টাকা)। উবার বুক করার সময় দেখানো প্রাথমিক বিলের প্রায় চার গুণ!
২২ ডিসেম্বর ২০২৪