অনলাইন ডেস্ক
ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি সরকারি হাসপাতালের এক চিকিৎসককে নগ্ন অবস্থায় হাসপাতালের ভেতরে ঘোরাফেরা করার ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজ্যের ছত্রপতি সম্ভাজিনগর জেলায়। এই জেলা আগে ঔরঙ্গাবাদ নামে পরিচিত ছিল।
সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিডকিন গ্রামীণ সরকারি হাসপাতালের ৪৫ বছর বয়সী ওই চিকিৎসক নেশাগ্রস্ত ছিলেন। দ্বিগম্বর হয়ে হাসপাতালে ঘোরাফেরা করছিলেন তিনি।
জেলার স্বাস্থ্য পরিষেবার প্রধান জেলার সিভিল সার্জন ডা. দয়ানন্দ মতিপাভলে, এ ঘটনা নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন। তিনি বলেছেন, তদন্ত চলছে, দোষী প্রমাণিত হলে ওই চিকিৎসকেরা বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি সরকারি হাসপাতালের এক চিকিৎসককে নগ্ন অবস্থায় হাসপাতালের ভেতরে ঘোরাফেরা করার ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজ্যের ছত্রপতি সম্ভাজিনগর জেলায়। এই জেলা আগে ঔরঙ্গাবাদ নামে পরিচিত ছিল।
সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিডকিন গ্রামীণ সরকারি হাসপাতালের ৪৫ বছর বয়সী ওই চিকিৎসক নেশাগ্রস্ত ছিলেন। দ্বিগম্বর হয়ে হাসপাতালে ঘোরাফেরা করছিলেন তিনি।
জেলার স্বাস্থ্য পরিষেবার প্রধান জেলার সিভিল সার্জন ডা. দয়ানন্দ মতিপাভলে, এ ঘটনা নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন। তিনি বলেছেন, তদন্ত চলছে, দোষী প্রমাণিত হলে ওই চিকিৎসকেরা বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এক বছর ধরেই যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বমুখী ডিমের বাজার। বর্তমানে প্রতি ডজন ডিম কিনতে গুনতে হচ্ছে ৪ দশমিক ৯৫ ডলার; যা ২০২৪–এর ডিসেম্বরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। এমন পরিস্থিতিতে অতিরিক্ত পয়সা খরচ না করে ডিমের জোগান ঠিক রাখতে মুরগি পালনের দিকে ঝুঁকছেন অনেক মার্কিন।
৩ দিন আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিনকে (কিম সক-জিন) জনসমক্ষে চুম্বন করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জাপানি নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের জুনে সিউলে একটি ফ্যান ইভেন্টে এ ঘটনা ঘটে। সেখানে জিন বিটিএসের ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন। তবে ওই জাপানি..
৭ দিন আগেইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস। বিশ্ব ঐতিহ্যের অংশ এই প্রাসাদটিতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্ম হয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই প্রাসাদে ইতালির শিল্পী মরিজিও কাত্তেলানের শিল্পকর্ম প্রদর্শনী আয়োজিত হয়। এই প্রদর্শনীতে দেখানোর জন্য কাত্তেলানের তৈরি ১৮...
১০ দিন আগেচুরি করা এটিএম কার্ড নিয়ে লটারির টিকিট কেনেন দুই চোর। স্ক্র্যাচ-অফ লটারি টিকিটটিতে তাঁরা পেয়ে যান ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা)। টাকা খুশি হলেও সেই টাকা তোলা নিয়েই বিপদ তাদের। এদিকে এটিএম কার্ডের মালিক খুঁজছেন তাঁদের। চাইছেন টাকার ভাগ। এমনই ঘটনা ঘটেছে ফ্রান্সে।
১২ দিন আগে