অনলাইন ডেস্ক
মধ্যরাতে রাস্তায় এক লোক একটি অজগরের লেজ ধরে তাঁর প্রতিপক্ষকে সপাং সপাং করে পেটাচ্ছেন। কিছুক্ষণ পরে পুলিশ ছুটে এলে ওই ব্যক্তি অজগরটি ফেলে দিয়ে রাস্তায় শুয়ে পড়ে আত্মসমর্পণ করেন। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সিবিসি নিউজের প্রতিবেদন অনুসারে, কানাডার টরন্টোতে পশ্চিম ডুন্ডাস স্ট্রিট এবং ম্যানিং অ্যাভিনিউ এলাকায় গত বুধবার (১০ মে) স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি তাঁর পোষা সাপটিকে চাবুকের মতো করে ধরে রাস্তার মাঝখানে একজনকে উপর্যুপরি আঘাত করছেন। কয়েক সেকেন্ড পর টরন্টো পুলিশের একটি গাড়ি আসে। একজন কর্মকর্তা ছুটে এসে মারামারি থামালে মারধরকারী ব্যক্তিটি মাটিতে শুয়ে আত্মসমর্পণ করেন। এর আগে তিনি সাপটি রাস্তায় ছুড়ে ফেলেন।
গত শনিবার প্রকাশিত এক বিবৃতিতে পুলিশ বলেছে, তাঁরা একটি লোককে অজগর সাপ দিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগে একটি ফোন কল পেয়ে দ্রুত সেই এলাকায় পুলিশ পাঠান। সেখানে গিয়ে পুলিশ দেখে দুজন লোক মারামারি করছেন। আক্রমণ করার জন্য একজন অজগর ব্যবহার করছেন।
এ ঘটনায় লরেনিও আভিলা (৪৫) নামে টরন্টোর এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। শারীরিক আক্রমণ এবং প্রাণীকে অপ্রয়োজনীয় কষ্ট দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। গত ১১ মে তাঁকে আদালতে হাজির করার পর রিমান্ডে নেওয়া হয়।
ভিডিওটি টুইটারে শেয়ার করার পর এরই মধ্যে ১ কোটি ৪০ লাখের বেশিবার দেখা হয়েছে। ৪৩ হাজার লাইক এবং ৫ হাজার বেশি রিটুইট করা হয়েছে। এটিকে অনেকে প্রাণী নির্যাতন বলে অভিহিত করেছেন। অনেকে সাপটির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছেন।
মধ্যরাতে রাস্তায় এক লোক একটি অজগরের লেজ ধরে তাঁর প্রতিপক্ষকে সপাং সপাং করে পেটাচ্ছেন। কিছুক্ষণ পরে পুলিশ ছুটে এলে ওই ব্যক্তি অজগরটি ফেলে দিয়ে রাস্তায় শুয়ে পড়ে আত্মসমর্পণ করেন। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সিবিসি নিউজের প্রতিবেদন অনুসারে, কানাডার টরন্টোতে পশ্চিম ডুন্ডাস স্ট্রিট এবং ম্যানিং অ্যাভিনিউ এলাকায় গত বুধবার (১০ মে) স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি তাঁর পোষা সাপটিকে চাবুকের মতো করে ধরে রাস্তার মাঝখানে একজনকে উপর্যুপরি আঘাত করছেন। কয়েক সেকেন্ড পর টরন্টো পুলিশের একটি গাড়ি আসে। একজন কর্মকর্তা ছুটে এসে মারামারি থামালে মারধরকারী ব্যক্তিটি মাটিতে শুয়ে আত্মসমর্পণ করেন। এর আগে তিনি সাপটি রাস্তায় ছুড়ে ফেলেন।
গত শনিবার প্রকাশিত এক বিবৃতিতে পুলিশ বলেছে, তাঁরা একটি লোককে অজগর সাপ দিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগে একটি ফোন কল পেয়ে দ্রুত সেই এলাকায় পুলিশ পাঠান। সেখানে গিয়ে পুলিশ দেখে দুজন লোক মারামারি করছেন। আক্রমণ করার জন্য একজন অজগর ব্যবহার করছেন।
এ ঘটনায় লরেনিও আভিলা (৪৫) নামে টরন্টোর এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। শারীরিক আক্রমণ এবং প্রাণীকে অপ্রয়োজনীয় কষ্ট দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। গত ১১ মে তাঁকে আদালতে হাজির করার পর রিমান্ডে নেওয়া হয়।
ভিডিওটি টুইটারে শেয়ার করার পর এরই মধ্যে ১ কোটি ৪০ লাখের বেশিবার দেখা হয়েছে। ৪৩ হাজার লাইক এবং ৫ হাজার বেশি রিটুইট করা হয়েছে। এটিকে অনেকে প্রাণী নির্যাতন বলে অভিহিত করেছেন। অনেকে সাপটির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছেন।
দাতব্য তহবিল সংগ্রহে অভিনব এক নিলামের আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বিশেষ নম্বরের যানবাহনের রেজিস্ট্রেশন প্লেট আর মোবাইল নম্বর তোলা হবে নিলামে। এসব নম্বরকে বলা হচ্ছে ‘মোস্ট নোবল নাম্বার’।
৫ ঘণ্টা আগেনেই অফিসে যাওয়ার ঝক্কি। তবে, আছে অফিসের কাজ। বর্তমানে বেশ জনপ্রিয় একটি ধারণা এই ‘হোম অফিস’। যুক্তরাষ্ট্রে আজ ‘অর্গানাইজ ইওর হোম অফিস ডে’, অর্থাৎ নিজের কাজের জায়গা ও পরিবেশকে সুশৃঙ্খল করার দিন এটি।
১ দিন আগেফ্যাশন জগৎ সব সময়ই নতুনত্বের খোঁজে থাকে। কখনো ক্ল্যাসিক, কখনো আবার উদ্ভট—ফ্যাশনের এই বিবর্তন যেন থামেই না কখনো। তবে মাঝে মাঝে এমন কিছু ট্রেন্ড সামনে আসে, যা দেখে চোখ কপালে ওঠে যায়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে এক পায়ের জিনস। হ্যাঁ, ঠিক শুনেছেন—এক পায়ের জিনস!
৩ দিন আগেএক টুকরো টোস্টে যিশুর অবয়ব দেখার কথা হয়তো শুনেছেন, কিন্তু একটি চিটো বা চিপস যদি দেখতে হয় জনপ্রিয় কার্টুন পোকেমন চরিত্রের মতো? সম্প্রতি চারিজার্ডের আকৃতির একটি ফ্লেমিন হট চিটো নিলামে ৮৭ হাজার ৮৪০ ডলারে বিক্রি হয়েছে, যা সংগ্রহশালার দুনিয়ায় আলোড়ন তুলেছে।
৪ দিন আগে