অনলাইন ডেস্ক
ভারতের রাজস্থানে ছোটখাটো কাপড়ের ব্যবসা করতেন ভানোয়ারলাল রঘুনাথ দোশির বাবা। পরে বাবার কাছ থেকে কিছু রুপি নিয়ে ব্যবসা শুরু করেন ভানোয়ারলালও। মাত্র ৩০ হাজার রুপি মূলধন ছিল তাঁর। ধীরে ধীরে ব্যবসায় উন্নতির মাধ্যমে পরে ৬০০ কোটি রুপির সাম্রাজ্য গড়ে তোলেন। বাংলাদেশে যার মূল্য প্রায় ৮০০ কোটি টাকা।
সোমবার ভারতীয় ডিএনএ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, বিপুল অর্থ-সম্পদ ত্যাগ করে সন্ন্যাস জীবন বেছে নেওয়ার মতো বিরল কীর্তি গড়েছিলেন ভানোয়ারলাল দোশি। দিল্লির প্লাস্টিক কিং খ্যাত এই ব্যবসায়ীর সম্পদের মোহ ত্যাগ করে জেন সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্তটি থমকে দিয়েছিল ভারতীয়দের।
প্রতিবেদনে বলা হয়, ভানোয়ারলাল তাঁর আলোড়ন সৃষ্টি করা সিদ্ধান্তটি নিয়েছিলেন ২০১৫ সালে। ডিআর ইন্টারন্যাশনাল নামে একটি আন্তর্জাতিক কোম্পানির মালিক হয়েও মানুষের দান করা অর্থে জীবন চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
জানা যায়, গুজরাটের আহমেদাবাদে একটি অনুষ্ঠানের মাধ্যমে লক্ষাধিক লোকের সামনে জৈন আচার্যের ১০৮তম শিষ্যত্ব গ্রহণ করেছিলেন ভানোয়ারলাল। এই অনুষ্ঠানে ভারতের শীর্ষ ধনী গৌতম আদানিও উপস্থিত ছিলেন।
জেন সাধক সুরিশ্বরজি মহারাজের শিষ্যত্ব গ্রহণ করা ভানোয়ারলালের সন্ন্যাস জীবন বেছে নেওয়ার সিদ্ধান্তটি আকস্মিক ছিল না। ১৯৮২ সাল থেকে তিনি বছরের পর বছর ধরে সন্ন্যাসী হওয়ার স্বপ্ন বুনে আসছিলেন। জৈন বক্তব্য শুনে এমন আধ্যাত্মিকতার দিকে ধাবিত হন তিনি। তিন দশকেরও বেশি সময় পর জীবন বদলে ফেলার মতো বড় সিদ্ধান্তটি বাস্তবায়ন করেন।
ভারতের রাজস্থানে ছোটখাটো কাপড়ের ব্যবসা করতেন ভানোয়ারলাল রঘুনাথ দোশির বাবা। পরে বাবার কাছ থেকে কিছু রুপি নিয়ে ব্যবসা শুরু করেন ভানোয়ারলালও। মাত্র ৩০ হাজার রুপি মূলধন ছিল তাঁর। ধীরে ধীরে ব্যবসায় উন্নতির মাধ্যমে পরে ৬০০ কোটি রুপির সাম্রাজ্য গড়ে তোলেন। বাংলাদেশে যার মূল্য প্রায় ৮০০ কোটি টাকা।
সোমবার ভারতীয় ডিএনএ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, বিপুল অর্থ-সম্পদ ত্যাগ করে সন্ন্যাস জীবন বেছে নেওয়ার মতো বিরল কীর্তি গড়েছিলেন ভানোয়ারলাল দোশি। দিল্লির প্লাস্টিক কিং খ্যাত এই ব্যবসায়ীর সম্পদের মোহ ত্যাগ করে জেন সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্তটি থমকে দিয়েছিল ভারতীয়দের।
প্রতিবেদনে বলা হয়, ভানোয়ারলাল তাঁর আলোড়ন সৃষ্টি করা সিদ্ধান্তটি নিয়েছিলেন ২০১৫ সালে। ডিআর ইন্টারন্যাশনাল নামে একটি আন্তর্জাতিক কোম্পানির মালিক হয়েও মানুষের দান করা অর্থে জীবন চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
জানা যায়, গুজরাটের আহমেদাবাদে একটি অনুষ্ঠানের মাধ্যমে লক্ষাধিক লোকের সামনে জৈন আচার্যের ১০৮তম শিষ্যত্ব গ্রহণ করেছিলেন ভানোয়ারলাল। এই অনুষ্ঠানে ভারতের শীর্ষ ধনী গৌতম আদানিও উপস্থিত ছিলেন।
জেন সাধক সুরিশ্বরজি মহারাজের শিষ্যত্ব গ্রহণ করা ভানোয়ারলালের সন্ন্যাস জীবন বেছে নেওয়ার সিদ্ধান্তটি আকস্মিক ছিল না। ১৯৮২ সাল থেকে তিনি বছরের পর বছর ধরে সন্ন্যাসী হওয়ার স্বপ্ন বুনে আসছিলেন। জৈন বক্তব্য শুনে এমন আধ্যাত্মিকতার দিকে ধাবিত হন তিনি। তিন দশকেরও বেশি সময় পর জীবন বদলে ফেলার মতো বড় সিদ্ধান্তটি বাস্তবায়ন করেন।
চলচ্চিত্রের প্রতি উন্মাদনা যুগ যুগ ধরে। প্রিয় নায়কের, পছন্দের চলচ্চিত্রের পোস্টার ও কার্ড সংগ্রহে রাখার বাতিক অনেকেরই। এমনই একজন সংগ্রাহক যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্ট ডুইট ক্লিভল্যান্ড। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জমিয়েছেন চলচ্চিত্রের পোস্টার ও লবি কার্ড। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সংগ্র
৬ ঘণ্টা আগেঅনেক ব্যস্ত মানুষের জন্য বিছানায় শুয়ে ১০ দিন নেটফ্লিক্স দেখার ধারণাটি খুবই আকর্ষণীয় হতে পারে। তবে, এখন শুয়ে থেকেই ৪ হাজার ১০০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৪৪ হাজার ৬৬৪ টাকা) উপার্জন করা সম্ভব। এ জন্য একটি গবেষণায় জন্য অংশগ্রহণকারী হিসেবে অংশগ্রহণ করতে হবে।
১০ ঘণ্টা আগেদাতব্য তহবিল সংগ্রহে অভিনব এক নিলামের আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বিশেষ নম্বরের যানবাহনের রেজিস্ট্রেশন প্লেট আর মোবাইল নম্বর তোলা হবে নিলামে। এসব নম্বরকে বলা হচ্ছে ‘মোস্ট নোবল নাম্বার’।
৪ দিন আগেনেই অফিসে যাওয়ার ঝক্কি। তবে, আছে অফিসের কাজ। বর্তমানে বেশ জনপ্রিয় একটি ধারণা এই ‘হোম অফিস’। যুক্তরাষ্ট্রে আজ ‘অর্গানাইজ ইওর হোম অফিস ডে’, অর্থাৎ নিজের কাজের জায়গা ও পরিবেশকে সুশৃঙ্খল করার দিন এটি।
৫ দিন আগে