অনলাইন ডেস্ক
বিশ্বের সবচেয়ে লম্বা চুলের জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন ভারতের উত্তর প্রদেশের নারী স্মিতা শ্রীবাস্তব। ৭ ফুট ৯ ইঞ্চি লম্বা চুলের জন্য বিশ্বের সবাইকে পেছনে ফেলেছেন ৪৬ বছর বয়সী এই নারী।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানায়, চুল এত লম্বা করতে রীতিমতো সাধনাই করতে হয়েছে তাঁকে। ১৪ বছর বয়স থেকেই চুল কাটা বন্ধ করে দেন স্মিতা। সে হিসাবে ২৮ বছরের সাধনায় এই চুলের অধিকারিণী হয়েছেন তিনি। আর চুল লম্বা করার জন্য মায়ের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন বলে জানান স্মিতা। লম্বা চুলের জিনগত বৈশিষ্ট্য মায়ের কাছ থেকেই পেয়েছেন তিনি।
আশির দশকের ভারতীয় অভিনেত্রীদের দীঘল সুন্দর চুল নিয়ে স্মিতা বলেন, তাঁদের দেখেও অনুপ্রাণিত হয়েছেন তিনি। স্মিতা বলেন, ‘ভারতীয় সংস্কৃতিতে দেবীদের ঐতিহ্যগতভাবেই অনেক লম্বা চুল ছিল। আমাদের সমাজে চুল কাটাকে অশুভ বলে মনে করা হয়। তাই নারীরা চুল লম্বা হতে দিতেন। আর লম্বা চুল নারীদের সৌন্দর্য বাড়ায়।’
স্মিতা কীভাবে চুলের যত্ন নেন, সে বিষয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, সপ্তাহে দুবার চুল ধোয়ার অভ্যাস স্মিতার। চুল ধোয়া থেকে শুকানো, জট ছাড়াতে এবং বিশেষ উপায়ে বাঁধতে কমপক্ষে তিন ঘণ্টা সময় লাগে তাঁর। কেবল চুল ধুতেই তাঁর লেগে যায় ৩০ থেকে ৪৫ মিনিট। এরপর তোয়ালে দিয়ে চুল শুকান তিনি। বাকি কাজ করতে লেগে যায় আরও দুই ঘণ্টা।
নিজের ঝরে পড়া চুল সংগ্রহ করেন স্মিতা। একবার হঠাৎ তাঁর চুল পড়া বেড়ে গেলে শুরু করেন চুল সংগ্রহ করা। সেই ঘটনারও প্রায় ২০ বছর হয়ে গেছে। এ ছাড়া, দ্বিতীয় সন্তানের জন্মের সময় চুল ছেঁটেছিলেন স্মিতা। তখন চুল ছিল ৬ ফুট লম্বা।
স্মিতা বলেন, ‘মানুষ আমার কাছে আসে, আমার চুল স্পর্শ করে, ছবি তোলে, আমার সঙ্গে সেলফি তোলে। আমার চুল সুন্দর বলে কী ব্যবহার করি তা জানতে চায়। আমিও তাদের পরিচর্যা সম্পর্কে বলি।’
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠায় দারুণ আনন্দিত হয়েছেন বলে জানান স্মিতা শ্রীবাস্তব। তিনি বলেন, ‘এই স্বপ্ন আমি দেখতাম। ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন। আমি যতক্ষণ পারি চুলের যত্ন নেব। আমি কখনোই আমার চুল কাটব না। কারণ, এই চুলই আমার জীবন। আমি চাই আমার চুল আরও বাড়ুক।’
বিশ্বের সবচেয়ে লম্বা চুলের জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন ভারতের উত্তর প্রদেশের নারী স্মিতা শ্রীবাস্তব। ৭ ফুট ৯ ইঞ্চি লম্বা চুলের জন্য বিশ্বের সবাইকে পেছনে ফেলেছেন ৪৬ বছর বয়সী এই নারী।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানায়, চুল এত লম্বা করতে রীতিমতো সাধনাই করতে হয়েছে তাঁকে। ১৪ বছর বয়স থেকেই চুল কাটা বন্ধ করে দেন স্মিতা। সে হিসাবে ২৮ বছরের সাধনায় এই চুলের অধিকারিণী হয়েছেন তিনি। আর চুল লম্বা করার জন্য মায়ের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন বলে জানান স্মিতা। লম্বা চুলের জিনগত বৈশিষ্ট্য মায়ের কাছ থেকেই পেয়েছেন তিনি।
আশির দশকের ভারতীয় অভিনেত্রীদের দীঘল সুন্দর চুল নিয়ে স্মিতা বলেন, তাঁদের দেখেও অনুপ্রাণিত হয়েছেন তিনি। স্মিতা বলেন, ‘ভারতীয় সংস্কৃতিতে দেবীদের ঐতিহ্যগতভাবেই অনেক লম্বা চুল ছিল। আমাদের সমাজে চুল কাটাকে অশুভ বলে মনে করা হয়। তাই নারীরা চুল লম্বা হতে দিতেন। আর লম্বা চুল নারীদের সৌন্দর্য বাড়ায়।’
স্মিতা কীভাবে চুলের যত্ন নেন, সে বিষয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, সপ্তাহে দুবার চুল ধোয়ার অভ্যাস স্মিতার। চুল ধোয়া থেকে শুকানো, জট ছাড়াতে এবং বিশেষ উপায়ে বাঁধতে কমপক্ষে তিন ঘণ্টা সময় লাগে তাঁর। কেবল চুল ধুতেই তাঁর লেগে যায় ৩০ থেকে ৪৫ মিনিট। এরপর তোয়ালে দিয়ে চুল শুকান তিনি। বাকি কাজ করতে লেগে যায় আরও দুই ঘণ্টা।
নিজের ঝরে পড়া চুল সংগ্রহ করেন স্মিতা। একবার হঠাৎ তাঁর চুল পড়া বেড়ে গেলে শুরু করেন চুল সংগ্রহ করা। সেই ঘটনারও প্রায় ২০ বছর হয়ে গেছে। এ ছাড়া, দ্বিতীয় সন্তানের জন্মের সময় চুল ছেঁটেছিলেন স্মিতা। তখন চুল ছিল ৬ ফুট লম্বা।
স্মিতা বলেন, ‘মানুষ আমার কাছে আসে, আমার চুল স্পর্শ করে, ছবি তোলে, আমার সঙ্গে সেলফি তোলে। আমার চুল সুন্দর বলে কী ব্যবহার করি তা জানতে চায়। আমিও তাদের পরিচর্যা সম্পর্কে বলি।’
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠায় দারুণ আনন্দিত হয়েছেন বলে জানান স্মিতা শ্রীবাস্তব। তিনি বলেন, ‘এই স্বপ্ন আমি দেখতাম। ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন। আমি যতক্ষণ পারি চুলের যত্ন নেব। আমি কখনোই আমার চুল কাটব না। কারণ, এই চুলই আমার জীবন। আমি চাই আমার চুল আরও বাড়ুক।’
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
১ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
১ দিন আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
২ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৩ দিন আগে