অনলাইন ডেস্ক
অনেক সময় বৈদ্যুতিক প্লাগের ধাতব দুটি অংশে ছিদ্র দেখা যায়। তবে কেন এই ছিদ্র, কী তার কার্যকারিতা, তা হয়তো জানা নেই অনেকের। অনেকের মনে কৌতূহল, কেন এমন ছিদ্র, এটি কি কেবল নকশা, নাকি রয়েছে কোনো যথাযথ কারণ? বৈদ্যুতিক প্লাগের ধাতব অংশে ছিদ্র থাকার কিছু প্রচলিত ধারণা রয়েছে।
সকেটের সঙ্গে ভালোভাবে আটকে থাকার জন্য
খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যায়, সকেটের মধ্যে দুই পাশে কিছুটা অমসৃণ অংশ রয়েছে। আর এই অংশ প্লাগের ধাতব অংশে থাকা ছিদ্রের সঙ্গে সেট হয়ে শক্তভাবে আটকে থাকে। অনেক সময় প্লাগ এবং তারের ওজনের কারণে সকেট থেকে প্লাগ খুলে যায়। ধাতব অংশে থাকা ছিদ্রের কারণে প্লাগটি আলগা হতে পারে না। এতে সংযোগ অনেকটা নিরবচ্ছিন্ন হয়।
নির্দেশাবলি দেখাতে
একটি প্লাস্টিকের তার বা ছোট তালা ব্যবহার করে প্রস্তুতকারক দ্বারা বৈদ্যুতিক ডিভাইসগুলো সিল করা থাকে। আর তা প্লাগের ধাতবের একটি বা উভয় ছিদ্রে বাঁধা অবস্থায় থাকে। নিরাপত্তার প্রয়োজনীয়তায় এই ধরনের সিলিং প্রয়োজন হতে পারে। অনেক সময় ছিদ্রের মধ্যে একটি প্লাস্টিকের ব্যান্ড দিয়ে এর সঙ্গে একটি ট্যাগ সংযুক্ত করা থাকে। এসব ট্যাগে ‘এই ডিভাইসটি প্লাগ করার আগে আপনাকে অবশ্যই যা যা করতে হবে...’ মর্মে কিছু নির্দেশাবলি লেখা থাকে। আর ব্যবহারকারী ট্যাগ অপসারণ ছাড়া ডিভাইস প্লাগ-ইন করতে পারবেন না। ফলে অনেকটা বাধ্য হয়েই ব্যবহারকারীকে নিরাপত্তা কিংবা করণীয় নির্দেশাবলি পড়তে হয়।
কাঁচামাল সাশ্রয়ী
প্লাগের ধাতব দুটি অংশে ছিদ্র থাকার কারণে ওই অংশের কাঁচামাল (ধাতু) বেঁচে যায়, যা নির্মাণ খরচ অনেকটা কমিয়ে আনে। ফলে প্রস্তুতকারকদের জন্য এটি ছোট্ট সঞ্চয় বলা যায়। আর এই ধারণাটিই বেশি প্রচলিত। এমনকি আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউটের (এএনএসআই) মতে, বৈদ্যুতিক প্লাগগুলোতে ছিদ্র রাখতেই হবে—এমন কোনো নিয়ম নেই। এটি কাঁচামাল সাশ্রয়ের লক্ষ্যে সম্পূর্ণ উৎপাদন উদ্দেশ্যে করা। বৈদ্যুতিক প্লাগকে মানসম্মত করার ক্ষেত্রে এর কোনো যোগসূত্র নেই।
তথ্যসূত্র: মেন্টালফ্লস ডটকম, হাউজস্টাফওয়ার্কস ডটকম
অনেক সময় বৈদ্যুতিক প্লাগের ধাতব দুটি অংশে ছিদ্র দেখা যায়। তবে কেন এই ছিদ্র, কী তার কার্যকারিতা, তা হয়তো জানা নেই অনেকের। অনেকের মনে কৌতূহল, কেন এমন ছিদ্র, এটি কি কেবল নকশা, নাকি রয়েছে কোনো যথাযথ কারণ? বৈদ্যুতিক প্লাগের ধাতব অংশে ছিদ্র থাকার কিছু প্রচলিত ধারণা রয়েছে।
সকেটের সঙ্গে ভালোভাবে আটকে থাকার জন্য
খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যায়, সকেটের মধ্যে দুই পাশে কিছুটা অমসৃণ অংশ রয়েছে। আর এই অংশ প্লাগের ধাতব অংশে থাকা ছিদ্রের সঙ্গে সেট হয়ে শক্তভাবে আটকে থাকে। অনেক সময় প্লাগ এবং তারের ওজনের কারণে সকেট থেকে প্লাগ খুলে যায়। ধাতব অংশে থাকা ছিদ্রের কারণে প্লাগটি আলগা হতে পারে না। এতে সংযোগ অনেকটা নিরবচ্ছিন্ন হয়।
নির্দেশাবলি দেখাতে
একটি প্লাস্টিকের তার বা ছোট তালা ব্যবহার করে প্রস্তুতকারক দ্বারা বৈদ্যুতিক ডিভাইসগুলো সিল করা থাকে। আর তা প্লাগের ধাতবের একটি বা উভয় ছিদ্রে বাঁধা অবস্থায় থাকে। নিরাপত্তার প্রয়োজনীয়তায় এই ধরনের সিলিং প্রয়োজন হতে পারে। অনেক সময় ছিদ্রের মধ্যে একটি প্লাস্টিকের ব্যান্ড দিয়ে এর সঙ্গে একটি ট্যাগ সংযুক্ত করা থাকে। এসব ট্যাগে ‘এই ডিভাইসটি প্লাগ করার আগে আপনাকে অবশ্যই যা যা করতে হবে...’ মর্মে কিছু নির্দেশাবলি লেখা থাকে। আর ব্যবহারকারী ট্যাগ অপসারণ ছাড়া ডিভাইস প্লাগ-ইন করতে পারবেন না। ফলে অনেকটা বাধ্য হয়েই ব্যবহারকারীকে নিরাপত্তা কিংবা করণীয় নির্দেশাবলি পড়তে হয়।
কাঁচামাল সাশ্রয়ী
প্লাগের ধাতব দুটি অংশে ছিদ্র থাকার কারণে ওই অংশের কাঁচামাল (ধাতু) বেঁচে যায়, যা নির্মাণ খরচ অনেকটা কমিয়ে আনে। ফলে প্রস্তুতকারকদের জন্য এটি ছোট্ট সঞ্চয় বলা যায়। আর এই ধারণাটিই বেশি প্রচলিত। এমনকি আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউটের (এএনএসআই) মতে, বৈদ্যুতিক প্লাগগুলোতে ছিদ্র রাখতেই হবে—এমন কোনো নিয়ম নেই। এটি কাঁচামাল সাশ্রয়ের লক্ষ্যে সম্পূর্ণ উৎপাদন উদ্দেশ্যে করা। বৈদ্যুতিক প্লাগকে মানসম্মত করার ক্ষেত্রে এর কোনো যোগসূত্র নেই।
তথ্যসূত্র: মেন্টালফ্লস ডটকম, হাউজস্টাফওয়ার্কস ডটকম
৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
২ দিন আগেযুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এক ফ্লাইটের যাত্রীরা অপর এক যাত্রীকে মাঝপথে চেপে ধরে হাত-পা টেপ দিয়ে আটকে দেন। অবশ্য ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তিনি উড়োজাহাজটি ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
২ দিন আগেবিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
৪ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
৪ দিন আগে