অনলাইন ডেস্ক
শৌখিন সব শখ পূরণে এলাহী কাণ্ড ঘটানোর জন্য পরিচিত সৌদি যুবরাজেরা। এবার এক যুবরাজের ইচ্ছা হলো তাঁর ৮০টি বাজ পাখির জন্য উড়োজাহাজে ৮০টি টিকিট কিনবেন। যেমন কথা তেমন কাজ, কিনে ফেললেন তাঁর পাখিদের জন্য ৮০টি টিকিট।
তখন এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটে ২০১৭ সালে। সৌদি আরবের রাজপরিবারের এক সদস্য তাঁর বাজ পাখিদের জন্য উড়োজাহাজের প্রতিটি সিট বুক করে ফেলেন, যেন তাঁর পাখিরা আরামে ভ্রমণ করতে পারে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটিতে দেখা যায়, বাজ পাখিগুলো বিমানে সুরক্ষিতভাবে বাঁধা অবস্থায় সিটে বসে আছে। তখন এক রেডিট ব্যবহারকারী লেনসু ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার করে বলেন, ‘আমার ক্যাপ্টেন বন্ধু আমাকে এই ছবি পাঠিয়েছে। সৌদি প্রিন্স তাঁর ৮০টি বাজ পাখির জন্য উড়োজাহাজের ৮০টি টিকিট কিনেছেন।’
লাক্সারি ও লাইফস্টাইল-বিষয়ক সাময়িকী সিএন ট্রাভেলার জানায়, এই চর্চা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খুবই সাধারণ। মধ্যপ্রাচ্যে ‘ফেলকনরি’ নামের একটি খেলা আছে। এতে বাজ পাখি দিয়ে শিকার করা হয়। এই অঞ্চলে খেলাটির একটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও ঐতিহাসিক মর্যাদা রয়েছে। এই ঐতিহ্য হাজার বছরের পুরোনো এবং এটি আরব ঐতিহ্য ও পরিচয়ের একটি অংশ।
কাতার এয়ারওয়েজ ভ্রমণের সময় উড়োজাহাজে গ্রাহকপ্রতি সর্বোচ্চ ছয়টি বাজ পাখির অনুমতি দেয়। প্রতিবেদন অনুসারে, ইতিহাদ এয়ারওয়েজ-প্রধানের কেবিনেই বাজ পাখি রাখা যায়। সংযুক্ত আরব আমিরাতেও বাজ পাখি জাতীয় পাখি।
শৌখিন সব শখ পূরণে এলাহী কাণ্ড ঘটানোর জন্য পরিচিত সৌদি যুবরাজেরা। এবার এক যুবরাজের ইচ্ছা হলো তাঁর ৮০টি বাজ পাখির জন্য উড়োজাহাজে ৮০টি টিকিট কিনবেন। যেমন কথা তেমন কাজ, কিনে ফেললেন তাঁর পাখিদের জন্য ৮০টি টিকিট।
তখন এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটে ২০১৭ সালে। সৌদি আরবের রাজপরিবারের এক সদস্য তাঁর বাজ পাখিদের জন্য উড়োজাহাজের প্রতিটি সিট বুক করে ফেলেন, যেন তাঁর পাখিরা আরামে ভ্রমণ করতে পারে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটিতে দেখা যায়, বাজ পাখিগুলো বিমানে সুরক্ষিতভাবে বাঁধা অবস্থায় সিটে বসে আছে। তখন এক রেডিট ব্যবহারকারী লেনসু ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার করে বলেন, ‘আমার ক্যাপ্টেন বন্ধু আমাকে এই ছবি পাঠিয়েছে। সৌদি প্রিন্স তাঁর ৮০টি বাজ পাখির জন্য উড়োজাহাজের ৮০টি টিকিট কিনেছেন।’
লাক্সারি ও লাইফস্টাইল-বিষয়ক সাময়িকী সিএন ট্রাভেলার জানায়, এই চর্চা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খুবই সাধারণ। মধ্যপ্রাচ্যে ‘ফেলকনরি’ নামের একটি খেলা আছে। এতে বাজ পাখি দিয়ে শিকার করা হয়। এই অঞ্চলে খেলাটির একটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও ঐতিহাসিক মর্যাদা রয়েছে। এই ঐতিহ্য হাজার বছরের পুরোনো এবং এটি আরব ঐতিহ্য ও পরিচয়ের একটি অংশ।
কাতার এয়ারওয়েজ ভ্রমণের সময় উড়োজাহাজে গ্রাহকপ্রতি সর্বোচ্চ ছয়টি বাজ পাখির অনুমতি দেয়। প্রতিবেদন অনুসারে, ইতিহাদ এয়ারওয়েজ-প্রধানের কেবিনেই বাজ পাখি রাখা যায়। সংযুক্ত আরব আমিরাতেও বাজ পাখি জাতীয় পাখি।
ওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
৬ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
১১ দিন আগেদক্ষিণ আফ্রিকান একটি নিরাপত্তাপ্রতিষ্ঠান সেখানকার একটি বাড়ি থেকে বিপৎসংকেত বা সতর্কতামূলক অ্যালার্ম পায়। প্রতিষ্ঠানটি দেরি না করে সেখানে একটি দল পাঠায়। তখনই ফাঁস হয় রহস্য। এই অ্যালার্ম বাজিয়েছিল ওই বাড়ির বাসিন্দারা নয়, বরং একটি বানর।
২৩ দিন আগেমাত্র ৫ কিলোমিটার দূরে বাসা। রাত হয়ে যাওয়ায় রাইড শেয়ারিং অ্যাপ উবারই ভরসা। ২০ মিনিটেই চলে যাওয়া যায়। তবে যানজটে সময় লাগল ২ ঘণ্টা। গন্তব্যে পৌঁছে সোফি দেখলেন ৫ কিলোমিটার রাস্তার জন্য তাঁর বিল এসেছে ৩২১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৮১৯৭ টাকা)। উবার বুক করার সময় দেখানো প্রাথমিক বিলের প্রায় চার গুণ!
২২ ডিসেম্বর ২০২৪