অনলাইন ডেস্ক
‘তিনটি মহান শক্তি বিশ্বকে শাসন করে: মূর্খতা, ভয় এবং লোভ।’
যে লোভী সে সর্বদা অভাবী থাকে।
সংসারে এমন লোক নেই, যার লোভ নেই
যার যা আছে, তাতে যে সন্তুষ্ট নয়, সে আরও পেলেও সন্তুষ্ট হবে না।
লোভ হলো এমন এক অতল গহ্বর, যা কোনো ব্যক্তিকে কখনো সন্তুষ্ট না করেই প্রয়োজন মেটাতে অন্তহীন প্রয়াসে ক্লান্ত করে তোলে।
‘তিনটি মহান শক্তি বিশ্বকে শাসন করে: মূর্খতা, ভয় এবং লোভ।’
যে লোভী সে সর্বদা অভাবী থাকে।
সংসারে এমন লোক নেই, যার লোভ নেই
যার যা আছে, তাতে যে সন্তুষ্ট নয়, সে আরও পেলেও সন্তুষ্ট হবে না।
লোভ হলো এমন এক অতল গহ্বর, যা কোনো ব্যক্তিকে কখনো সন্তুষ্ট না করেই প্রয়োজন মেটাতে অন্তহীন প্রয়াসে ক্লান্ত করে তোলে।
ওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
৮ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
১৩ দিন আগেদক্ষিণ আফ্রিকান একটি নিরাপত্তাপ্রতিষ্ঠান সেখানকার একটি বাড়ি থেকে বিপৎসংকেত বা সতর্কতামূলক অ্যালার্ম পায়। প্রতিষ্ঠানটি দেরি না করে সেখানে একটি দল পাঠায়। তখনই ফাঁস হয় রহস্য। এই অ্যালার্ম বাজিয়েছিল ওই বাড়ির বাসিন্দারা নয়, বরং একটি বানর।
২৯ ডিসেম্বর ২০২৪মাত্র ৫ কিলোমিটার দূরে বাসা। রাত হয়ে যাওয়ায় রাইড শেয়ারিং অ্যাপ উবারই ভরসা। ২০ মিনিটেই চলে যাওয়া যায়। তবে যানজটে সময় লাগল ২ ঘণ্টা। গন্তব্যে পৌঁছে সোফি দেখলেন ৫ কিলোমিটার রাস্তার জন্য তাঁর বিল এসেছে ৩২১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৮১৯৭ টাকা)। উবার বুক করার সময় দেখানো প্রাথমিক বিলের প্রায় চার গুণ!
২২ ডিসেম্বর ২০২৪