অনলাইন ডেস্ক
রেললাইনের ওপর গরু, মহিষ এমনকি হাতি চলে আসার নজিরও আছে। তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না জলজ্যান্ত একটি সিল রেলপথের ওপর উঠে আসবে। অবিশ্বাস্য হলেও সাগর থেকে উঠে এসে একটি সিল একেবারে রেললাইনের মাঝখানে রীতিমতো আসন গেড়ে বসে। তারপর?
বুঝতেই পারছেন, ঘটনাটি আমাদের দেশের নয়। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে এ কাণ্ড হয়। শহরের কাছেধারেই সৈকত ও সাগর থাকায় ওয়েলিংটনের পথেঘাটে সামুদ্রিক এই স্তন্যপায়ীকে দেখা একেবারে অবাস্তব কিছু নয়। তবে মসৃণ চামড়ার এই প্রাণীর শরীরের গঠন এমন যে, ডাঙায় চলাফেরা করা মোটেই সহজ নয়। তাই বলে একেবারে রেললাইনে এসে বিশ্রাম নিতে শুরু করাটা মনে হয় একটু বাড়াবাড়িই হয়ে গেছে।
তবে সিলটির ভাগ্য ভালোই বলতে হবে। অন্তত আমাদের কক্সবাজারের সেই বুনো হাতির বাচ্চাটার মতো ট্রেনের ধাক্কায় করুণ পরিণতি বরণ করে নিতে হয়নি। বরং তার জন্য নিউজিল্যান্ডের রাজধানী এলাকায় চলাচল করা কমিউটার ট্রেনগুলোর রীতিমতো শিডিউল বিপর্যয় হয়ে যায়।
দেশটির ডিপার্টমেন্ট অব কনজারভেশন সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, একটি ফার সিল বা কেকেনো সিলকে ওয়েলিংটনের শহরতলি নগাওরাংগায় রেললাইনের ওপরে উঠে আয়েস করে বিশ্রাম নিতে দেখা যায়। এতে কমিউটার ট্রেন চলাচলে বিলম্ব হয়েছে।
পোস্টে আরও বলা হয়, ‘যদিও সিলটি ট্রেন চলাচল বন্ধ করে দিয়ে মানুষের যাতায়াতের জন্য সমস্যা সৃষ্টি করে, তবু সবাই প্রাণীটির ব্যাপারেই বেশি উদ্বিগ্ন ছিল। অনেক লোক আমাদের হটলাইনে বিষয়টি জানিয়েছে। সিল দেখা যাওয়া ওয়েলিংটনের আশপাশে খুব অস্বাভাবিক দৃশ্য নয়। তবে এটি বেশ চর্মসার ছিল। একে মোটেই বিচলিত মনে হচ্ছিল না। হয়তো সে ক্লান্ত ছিল।’
ডিপার্টমেন্ট অব কনজারভেশন মজা করে বলে, সিলটির শেষ পর্যন্ত ট্রেন ধরার বা ট্রেনে চড়ার প্রয়োজন পড়েনি। বন্যপ্রাণী সংরক্ষণে নিয়োজিত থাকা রেঞ্জাররা একে ওয়েলিংটনের দক্ষিণে সাগর উপকূলে নিয়ে যান। তারপর এমন একটি জায়গায় একে ছেড়ে দেওয়া হয়, যেখানে মানুষ বা কুকুর এটার জন্য কোনো ঝামেলা তৈরি করবে না।
রেললাইনের ওপর গরু, মহিষ এমনকি হাতি চলে আসার নজিরও আছে। তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না জলজ্যান্ত একটি সিল রেলপথের ওপর উঠে আসবে। অবিশ্বাস্য হলেও সাগর থেকে উঠে এসে একটি সিল একেবারে রেললাইনের মাঝখানে রীতিমতো আসন গেড়ে বসে। তারপর?
বুঝতেই পারছেন, ঘটনাটি আমাদের দেশের নয়। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে এ কাণ্ড হয়। শহরের কাছেধারেই সৈকত ও সাগর থাকায় ওয়েলিংটনের পথেঘাটে সামুদ্রিক এই স্তন্যপায়ীকে দেখা একেবারে অবাস্তব কিছু নয়। তবে মসৃণ চামড়ার এই প্রাণীর শরীরের গঠন এমন যে, ডাঙায় চলাফেরা করা মোটেই সহজ নয়। তাই বলে একেবারে রেললাইনে এসে বিশ্রাম নিতে শুরু করাটা মনে হয় একটু বাড়াবাড়িই হয়ে গেছে।
তবে সিলটির ভাগ্য ভালোই বলতে হবে। অন্তত আমাদের কক্সবাজারের সেই বুনো হাতির বাচ্চাটার মতো ট্রেনের ধাক্কায় করুণ পরিণতি বরণ করে নিতে হয়নি। বরং তার জন্য নিউজিল্যান্ডের রাজধানী এলাকায় চলাচল করা কমিউটার ট্রেনগুলোর রীতিমতো শিডিউল বিপর্যয় হয়ে যায়।
দেশটির ডিপার্টমেন্ট অব কনজারভেশন সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, একটি ফার সিল বা কেকেনো সিলকে ওয়েলিংটনের শহরতলি নগাওরাংগায় রেললাইনের ওপরে উঠে আয়েস করে বিশ্রাম নিতে দেখা যায়। এতে কমিউটার ট্রেন চলাচলে বিলম্ব হয়েছে।
পোস্টে আরও বলা হয়, ‘যদিও সিলটি ট্রেন চলাচল বন্ধ করে দিয়ে মানুষের যাতায়াতের জন্য সমস্যা সৃষ্টি করে, তবু সবাই প্রাণীটির ব্যাপারেই বেশি উদ্বিগ্ন ছিল। অনেক লোক আমাদের হটলাইনে বিষয়টি জানিয়েছে। সিল দেখা যাওয়া ওয়েলিংটনের আশপাশে খুব অস্বাভাবিক দৃশ্য নয়। তবে এটি বেশ চর্মসার ছিল। একে মোটেই বিচলিত মনে হচ্ছিল না। হয়তো সে ক্লান্ত ছিল।’
ডিপার্টমেন্ট অব কনজারভেশন মজা করে বলে, সিলটির শেষ পর্যন্ত ট্রেন ধরার বা ট্রেনে চড়ার প্রয়োজন পড়েনি। বন্যপ্রাণী সংরক্ষণে নিয়োজিত থাকা রেঞ্জাররা একে ওয়েলিংটনের দক্ষিণে সাগর উপকূলে নিয়ে যান। তারপর এমন একটি জায়গায় একে ছেড়ে দেওয়া হয়, যেখানে মানুষ বা কুকুর এটার জন্য কোনো ঝামেলা তৈরি করবে না।
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
৩ ঘণ্টা আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
৮ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
১ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
২ দিন আগে