Ajker Patrika

ল্যাপটপ চুরি করে ই–মেইলে ক্ষমা চাইলেন চোর

অনলাইন ডেস্ক
আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১৬: ২৫
ল্যাপটপ চুরি করে ই–মেইলে ক্ষমা চাইলেন চোর

হুমায়ূন আহমেদের ‘চোর’ নাটকে একটি সংলাপ ছিল, যেখানে একজন চোর তাঁর চুরিবিদ্যার গুরুকে বলেন, ‘আপনে চোর হলেও মানুষ ভালো’। এমন ‘চোর হয়েও ভালো মানুষ’ হওয়ার ঘটনা সম্প্রতি ভাইরাল হয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটারে। 

গড গুলুভা নামে এক ব্যক্তি সম্প্রতি তাঁর সঙ্গে ঘটে যাওয়া এই মজার ঘটনা টুইটারে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, তাঁর ল্যাপটপ চুরি হওয়ার পর স্বয়ং চোর মহাশয় ক্ষমা চেয়ে ই–মেইল করেছেন। ই–মেইলে লেখা ছিল, ‘কেমন আছেন ভাই? গতকাল আমি আপনার ল্যাপটপ চুরি করেছি। কারণ এই মুহূর্তে আমার টাকার খুব দরকার। তবে আমি ল্যাপটপ ঘেঁটে দেখলাম, গবেষণার কাজে আপনি বেশ ব্যস্ত ছিলেন। তাই সব গুরুত্বপূর্ণ ফাইল এই ই–মেইলের সঙ্গে পাঠিয়ে দিচ্ছি। আর যদি কোনো ফাইল প্রয়োজন হয়, আমাকে সোমবার দুপুর ১২টার মধ্যে জানাবেন। আমি ল্যাপটপ বিক্রির জন্য লোক খুঁজে পেয়েছি। আপনার সমস্যার জন্য আমি দুঃখিত।’ 

 এই ই–মেইলের স্ক্রিনশট টুইটারে পোস্ট করেছে গুলুভা। সেখানে তিনি লিখেছেন, ‘গতরাতে একজন চোর আমার ল্যাপটপ চুরি করার পর ই–মেইলে আমার কাছে ক্ষমা চেয়েছে। ব্যাপারটি নিয়ে মিশ্র অনুভূতি হচ্ছে আমার।’ 

এই ঘটনায় চোরের প্রতিই সহানুভূতি প্রকাশ করেছেন নেটিজেনরা। এক ব্যক্তি গুলুভাকে উদ্দেশ করে মন্তব্যের ঘরে লিখেছেন, ‘চোর যে মূল্যে ল্যাপটপ বিক্রি করতে চাচ্ছে, আপনি তাকে ওই টাকাটা দিয়ে ল্যাপটপ ছাড়িয়ে নিতে পারেন।’ আরেকজন লিখেছেন, ‘আপনাদের যদি কারও সামর্থ্য থাকে, তাহলে তাকে একটি কাজ খুঁজে দিন। যে মানুষ ল্যাপটপ চুরি করার পর সেখান থেকে গুরুত্বপূর্ণ ফাইল  মালিকের কাছে ফেরত পাঠাতে পারে, সে মন থেকে কখনো খারাপ হতে পারে না।’ 

অন্য এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘এই ব্যক্তি একজন সম্মানিত চোর!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত