প্রযুক্তি ডেস্ক
বাথরুম মানে কিন্তু শুধু গোসলখানা নয়, সাজগোজেরও স্থান। অর্থাৎ বসতবাড়ির সবচেয়ে ব্যক্তিগত স্থানটি হলো বাথরুমে। মানুষ তাদের জীবনের ৪১৬ দিনই খরচ করে ফেলে এই বাথরুমে! সাম্প্রতিক সময়ের একটি জরিপে এমন তথ্যই উঠে এসেছে।
যুক্তরাজ্যে প্রাপ্তবয়স্করা দিনের কতখানি সময় কী কাজে ব্যয় করেন—এটি জানতে এই জরিপ চালায় যুক্তরাজ্যভিত্তিক ঘরের যাবতীয় সামগ্রী বিক্রেতা প্রতিষ্ঠান ‘বিঅ্যান্ডকিউ’।
জরিপের ফলাফলে দেখা যায়, প্রাপ্তবয়স্করা গড়ে জীবনের ৪১৬ দিনই বাথরুমে কাটিয়ে দেন। এই দিনগুলো মূলত ব্যয় হয় গোসল করা, ময়েশ্চারাইজিং, শেভ করা, এমনকি ই-মেইল ও বই পড়াতে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, মোট ২ হাজার প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারীর ওপর এই সমীক্ষা করা হয়। সমীক্ষায় দেখা যায়, পুরুষেরা বাড়ির বাথরুমে গড়ে ৩৭৩ দিন কাটায়। সে হিসাবে দিনে প্রায় ২৩ মিনিট। অন্যদিকে, নারীরা মোট ৪৫৬ দিন বাথরুমে কাটান। দিনে প্রায় ২৯ মিনিট। সমীক্ষায় এ-ও দেখা গেছে, উত্তরদাতারা তাঁদের জীবনের প্রায় তিন মাস শুধু কাজের জন্য প্রস্তুত হতেই ব্যয় করেন।
সমীক্ষায় আরও দেখা গেছে, বেশির ভাগ প্রাপ্তবয়স্ক ব্যক্তিগত বাথরুম চান। ১০ জনের মধ্যে ৭ জন প্রাপ্তবয়স্ক এক বা একাধিক ব্যক্তির সঙ্গে একটি বাথরুম শেয়ার করাকে ‘হতাশাজনক’ বলে অভিহিত করেন। ১৭ শতাংশ প্রাপ্তবয়স্ক জানান, অন্য কেউ তাঁদের বাথরুম ব্যবহার করাটা তাঁরা একেবারেই পছন্দ করেন না।
বাথরুমের ভেতরে কোন বিষয়টি সবচেয়ে বেশি বিরক্তিকর লাগে—এমন প্রশ্নের জবাবে উত্তরদাতাদের এক-তৃতীয়াংশ জানান, তাঁরা টয়লেট পেপার ফুরিয়ে যাওয়ার ভয় পান। এক-পঞ্চমাংশ জানান, বাথরুমের মেঝেতে আলগা চুল খুঁজে পাওয়াকে একদম অপছন্দ করেন। উত্তরদাতাদের ২৯ শতাংশ জানিয়েছেন, তাঁদের বাথরুম নিয়ে বেশির ভাগ হতাশার কারণ হন তাঁদের প্রেমিক বা স্বামী। কারণ, তাঁরা বাথরুমে সবচেয়ে বেশি অসতর্ক থাকেন।
বাথরুম মানে কিন্তু শুধু গোসলখানা নয়, সাজগোজেরও স্থান। অর্থাৎ বসতবাড়ির সবচেয়ে ব্যক্তিগত স্থানটি হলো বাথরুমে। মানুষ তাদের জীবনের ৪১৬ দিনই খরচ করে ফেলে এই বাথরুমে! সাম্প্রতিক সময়ের একটি জরিপে এমন তথ্যই উঠে এসেছে।
যুক্তরাজ্যে প্রাপ্তবয়স্করা দিনের কতখানি সময় কী কাজে ব্যয় করেন—এটি জানতে এই জরিপ চালায় যুক্তরাজ্যভিত্তিক ঘরের যাবতীয় সামগ্রী বিক্রেতা প্রতিষ্ঠান ‘বিঅ্যান্ডকিউ’।
জরিপের ফলাফলে দেখা যায়, প্রাপ্তবয়স্করা গড়ে জীবনের ৪১৬ দিনই বাথরুমে কাটিয়ে দেন। এই দিনগুলো মূলত ব্যয় হয় গোসল করা, ময়েশ্চারাইজিং, শেভ করা, এমনকি ই-মেইল ও বই পড়াতে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, মোট ২ হাজার প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারীর ওপর এই সমীক্ষা করা হয়। সমীক্ষায় দেখা যায়, পুরুষেরা বাড়ির বাথরুমে গড়ে ৩৭৩ দিন কাটায়। সে হিসাবে দিনে প্রায় ২৩ মিনিট। অন্যদিকে, নারীরা মোট ৪৫৬ দিন বাথরুমে কাটান। দিনে প্রায় ২৯ মিনিট। সমীক্ষায় এ-ও দেখা গেছে, উত্তরদাতারা তাঁদের জীবনের প্রায় তিন মাস শুধু কাজের জন্য প্রস্তুত হতেই ব্যয় করেন।
সমীক্ষায় আরও দেখা গেছে, বেশির ভাগ প্রাপ্তবয়স্ক ব্যক্তিগত বাথরুম চান। ১০ জনের মধ্যে ৭ জন প্রাপ্তবয়স্ক এক বা একাধিক ব্যক্তির সঙ্গে একটি বাথরুম শেয়ার করাকে ‘হতাশাজনক’ বলে অভিহিত করেন। ১৭ শতাংশ প্রাপ্তবয়স্ক জানান, অন্য কেউ তাঁদের বাথরুম ব্যবহার করাটা তাঁরা একেবারেই পছন্দ করেন না।
বাথরুমের ভেতরে কোন বিষয়টি সবচেয়ে বেশি বিরক্তিকর লাগে—এমন প্রশ্নের জবাবে উত্তরদাতাদের এক-তৃতীয়াংশ জানান, তাঁরা টয়লেট পেপার ফুরিয়ে যাওয়ার ভয় পান। এক-পঞ্চমাংশ জানান, বাথরুমের মেঝেতে আলগা চুল খুঁজে পাওয়াকে একদম অপছন্দ করেন। উত্তরদাতাদের ২৯ শতাংশ জানিয়েছেন, তাঁদের বাথরুম নিয়ে বেশির ভাগ হতাশার কারণ হন তাঁদের প্রেমিক বা স্বামী। কারণ, তাঁরা বাথরুমে সবচেয়ে বেশি অসতর্ক থাকেন।
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
২ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
২ দিন আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
৩ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৪ দিন আগে