চীনের অতি সাধারণ একটি কিন্ডারগার্টেনের শিক্ষক তিনি। শিক্ষার্থীদের নিয়ে নার্সারি লেভেলের একটি সমবেত গান মজা করে টিকটকে লাইভ স্ট্রিম করেছিলেন। ভিডিওটি এতই ভাইরাল হয় যে, এক ভিডিওতেই ১০ বছরের বেতনের সমান আয় করেন তিনি। এরপর চাকরিটাই ছেড়ে দিয়েছেন!
চীনের হুবেই প্রদেশের হুয়াং নামে ওই শিক্ষিকা টিকটকে এখন রীতিমতো সেলিব্রেটিতে পরিণত হয়েছেন।
একটি বাগানে ফুলের গাছ লাগানোর বিষয়ে ওই নার্সারি রাইমটির ক্লিপ ১০ কোটি বারের বেশি দেখা হয়েছে। গত ৫ মে চীনা গণমাধ্যম ওরিয়েন্টাল ডেইলিতে প্রথম এই খবর প্রকাশ করা হয়।
মূলত ওই শিক্ষিকার শিক্ষণ পদ্ধতি এবং আকর্ষণীয় চেহারা টিকটকে দর্শকদের নজর কেড়েছে। তার টিকটক অ্যাকাউন্টের বর্তমান ফলোয়ার ৪৩ লাখের বেশি।
চলতি মাসের প্রথম দিকে হুয়াং মূলত ভক্তদের অনুরোধেই নার্সারি রাইমটি লাইভ স্ট্রিম করেছিলেন। এর পরপরই টিকটকে ভক্তদের কাছ থেকে নগদ উপহারের বন্যায় ভেসে যায় অ্যাকাউন্ট। সেই সেশনে তিনি ৪ লাখ ইউয়ান বা ৫৭ হাজার ৫৬৪ মার্কিন ডলার থেকে ৫ লাখ ইউয়ান বা ৭১ হাজার ৯৫৫ ডলার উপার্জন করেছেন।
হুয়াং এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি খুব খুশি। আমি একদিনের জন্য লাইভ-স্ট্রিম করেছি এবং আমার বেতনের ১০ বছরের বেতনেরও বেশি উপার্জন করেছি। সবাইকে ধন্যবাদ।’
ওরিয়েন্টাল ডেইলির মতে, হুয়াং এখন টিকটকে পূর্ণকালীন লাইভ-স্ট্রিম শুরু করেছেন। যেখানে শিক্ষক হিসেবে মাসে প্রায় ৩ হাজার ইউয়ান বা ৪৩১ ডলার আয় করতেন।
হুয়াং এরই মধ্যে একটি প্রভাবশালী ব্যবস্থাপনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তাঁর প্রথম তিনটি লাইভে ২০ লাখ ইউয়ান (২ লাখ ৮৭ হাজার ৮২৩ ডলার) আয় হয়েছে।
লাইভ স্ট্রিমিংয়ের জন্য চাকরি ছাড়ার রেকর্ড অবশ্য হুয়াংয়ের আগে আরও আছে। ভালো বেতনের চাকরি ছেড়ে তাঁরা লাইভ স্ট্রিমিংকেই পূর্ণকালীন পেশা হিসেবে বেছে নিয়েছেন।
এর মধ্যে একজন Blizzb 3 ar। ভিডিও গেম স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচে স্ট্রিমিং করেন তিনি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক ঠিকাদার প্রতিষ্ঠান ব্রিটিশ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং সিস্টেমের চাকরি ছেড়ে দেন তিনি।
চীনের অতি সাধারণ একটি কিন্ডারগার্টেনের শিক্ষক তিনি। শিক্ষার্থীদের নিয়ে নার্সারি লেভেলের একটি সমবেত গান মজা করে টিকটকে লাইভ স্ট্রিম করেছিলেন। ভিডিওটি এতই ভাইরাল হয় যে, এক ভিডিওতেই ১০ বছরের বেতনের সমান আয় করেন তিনি। এরপর চাকরিটাই ছেড়ে দিয়েছেন!
চীনের হুবেই প্রদেশের হুয়াং নামে ওই শিক্ষিকা টিকটকে এখন রীতিমতো সেলিব্রেটিতে পরিণত হয়েছেন।
একটি বাগানে ফুলের গাছ লাগানোর বিষয়ে ওই নার্সারি রাইমটির ক্লিপ ১০ কোটি বারের বেশি দেখা হয়েছে। গত ৫ মে চীনা গণমাধ্যম ওরিয়েন্টাল ডেইলিতে প্রথম এই খবর প্রকাশ করা হয়।
মূলত ওই শিক্ষিকার শিক্ষণ পদ্ধতি এবং আকর্ষণীয় চেহারা টিকটকে দর্শকদের নজর কেড়েছে। তার টিকটক অ্যাকাউন্টের বর্তমান ফলোয়ার ৪৩ লাখের বেশি।
চলতি মাসের প্রথম দিকে হুয়াং মূলত ভক্তদের অনুরোধেই নার্সারি রাইমটি লাইভ স্ট্রিম করেছিলেন। এর পরপরই টিকটকে ভক্তদের কাছ থেকে নগদ উপহারের বন্যায় ভেসে যায় অ্যাকাউন্ট। সেই সেশনে তিনি ৪ লাখ ইউয়ান বা ৫৭ হাজার ৫৬৪ মার্কিন ডলার থেকে ৫ লাখ ইউয়ান বা ৭১ হাজার ৯৫৫ ডলার উপার্জন করেছেন।
হুয়াং এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি খুব খুশি। আমি একদিনের জন্য লাইভ-স্ট্রিম করেছি এবং আমার বেতনের ১০ বছরের বেতনেরও বেশি উপার্জন করেছি। সবাইকে ধন্যবাদ।’
ওরিয়েন্টাল ডেইলির মতে, হুয়াং এখন টিকটকে পূর্ণকালীন লাইভ-স্ট্রিম শুরু করেছেন। যেখানে শিক্ষক হিসেবে মাসে প্রায় ৩ হাজার ইউয়ান বা ৪৩১ ডলার আয় করতেন।
হুয়াং এরই মধ্যে একটি প্রভাবশালী ব্যবস্থাপনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তাঁর প্রথম তিনটি লাইভে ২০ লাখ ইউয়ান (২ লাখ ৮৭ হাজার ৮২৩ ডলার) আয় হয়েছে।
লাইভ স্ট্রিমিংয়ের জন্য চাকরি ছাড়ার রেকর্ড অবশ্য হুয়াংয়ের আগে আরও আছে। ভালো বেতনের চাকরি ছেড়ে তাঁরা লাইভ স্ট্রিমিংকেই পূর্ণকালীন পেশা হিসেবে বেছে নিয়েছেন।
এর মধ্যে একজন Blizzb 3 ar। ভিডিও গেম স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচে স্ট্রিমিং করেন তিনি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক ঠিকাদার প্রতিষ্ঠান ব্রিটিশ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং সিস্টেমের চাকরি ছেড়ে দেন তিনি।
থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় চনবুরি প্রদেশে গত সোমবার (৬ অক্টোবর) শুরু হয়েছে ঐতিহ্যবাহী জল-মহিষ উৎসব। শতাধিক বছরের পুরোনো এই উৎসবের লক্ষ্য হলো—মহিষদের সম্মান জানানো ও কৃষিক্ষেত্রে তাঁদের বিলুপ্তি রোধ করা। যন্ত্রচালিত কৃষিকাজে ট্রাক্টরের ব্যবহার বেড়ে যাওয়ায় দেশটিতে বর্তমানে মহিষের অবদান অনেকটাই কমে...
৮ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের সীতাপুর জেলায় এক স্বামীর অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনার ঝড়। লোধসা গ্রামের বাসিন্দা মেরাজ নামের ওই ব্যক্তি দাবি করেছেন, তাঁর স্ত্রী নাসিমুন প্রতিরাতে সাপের রূপ ধারণ করে এবং তাঁকে কামড়ানোর চেষ্টা করে। অদ্ভুত এই অভিযোগে রীতিমতো হতবাক স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সাধারণ...
২ দিন আগেদক্ষিণ-পূর্ব চীনে এক নারী দুর্ঘটনাক্রমে সাপ ও মশাভর্তি পরিত্যক্ত কূপে পড়ে যান। এরপর, সেখানেই ৫৪ ঘণ্টা ধরে বেঁচে থাকার লড়াই চালান। অবশেষে তাঁকে উদ্ধার হয়। এই পুরো সময়ে তিনি ক্লান্তি, মশা ও পানিতে থাকা সাপের কামড়ের সঙ্গে লড়েছেন।
৮ দিন আগেবাংলাদেশে চুল-দাঁড়ি বা হাতের নখ বড় হলে রাস্তা-ঘাটেই কেটে দেওয়া হচ্ছে। এরই মধ্যে ভিয়েতনামের ‘নাম দিন’ প্রদেশের শিল্পী লু কং হুয়েন ৩৪ বছর ধরে নখ না কেটে গিনেস রেকর্ড বুকে নাম লিখিয়েছেন। বিশ্বের পুরুষদের মধ্যে দুই হাতে সবচেয়ে লম্বা নখের মালিক এখন তিনি।
১১ দিন আগে