অনলাইন ডেস্ক
ক্যালকুলাস, মহাকর্ষ, আলোকবিদ্যা, স্থিতি ও গতিবিদ্যাসহ বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক ও যুগান্তকারী অবদান রয়েছে স্যার আইজ্যাক নিউটনের। নিউটনের জন্ম ১৬৪৩ সালের ৪ জানুয়ারি। মৃত্যু ১৭২৭ সালের ৩১ মার্চ। তাঁর জীবনের এমন কিছু চমকপ্রদ বিষয় আছে যা আপনাকে অবাক করবে!
জন্ম হয়েছিল অপরিণত, বাঁচার আশাই ছিল না
নিউটনের জন্মের কয়েক মাস আগেই তাঁর বাবা মারা যান। মায়ের পেটে পরিণত শিশু হয়ে ওঠার আগেই নিউটনের জন্ম হয়। নবজাতক এতটাই ছোট ছিল যে বেঁচে থাকা নিয়ে ছিল সংশয়। ছোট একটি মগের ভেতরে অনায়াসে ভরা যেত!
মাথায় আপেল পড়ার ঘটনা সত্য নয়
মাথায় আপেল পড়ার ঘটনা থেকে নিউটন তৎক্ষণাৎ তাঁর বিখ্যাত মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছিলেন—এ গল্প সত্য নয়! বলা হয় এই ঘটনা তাঁকে মহাকর্ষ সূত্র বিকাশে সাহায্য করে। আপেল পড়ার ঘটনা নিয়ে ইতিহাসবিদেরা বলেন, নিউটন কখনোই দাবি করেননি আপেল তাঁর মাথায় আঘাত করেছিল। স্টিফেন হকিং তাঁর ‘কালের সংক্ষিপ্ত ইতিহাস’ বইতেও বিষয়টি উল্লেখ করেছেন। হকিং বলছেন, ওই আপেল গাছের নিচে নিয়মিত বসতেন নিউটন। মাথায় আপেল পড়ার কারণে সূত্র পাননি বরং তিনি মহাকর্ষের ধারণা নিয়েই ভাবছিলেন।
নিজের প্রতিকৃতি আঁকতে ভালোবাসতেন নিউটন
জীবদ্দশায় নিউটন এক ডজনেরও বেশি নিজের প্রতিকৃতি এঁকেছেন। বিশেষ করে জীবনের শেষ দিকে এসে আঁকাআঁকি বেশি করেছেন।
রসায়নেও আগ্রহ ছিল নিউটনের
পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা এবং গণিতে মৌলিক অবদানের জন্য নিউটনকে স্মরণ করা হয়। কিন্তু নিউটনের ব্যক্তিগত চিঠি ও নোটবুক ঘেঁটে জানা যায় রসায়নেও বেশ আগ্রহ ছিল তাঁর।
রাজনীতিতেও বিচরণ ছিল নিউটনের
ইংলিশ পার্লামেন্টে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন নিউটন।
মহামারিতেই সব বৈপ্লবিক কাজ করেছিলেন নিউটন
১৬৬৫ সালে লন্ডনেও হানা দেয় প্লেগ মহামারি। নিউটন তখন ক্যামব্রিজের ছাত্র। বয়স ২০-এর কোঠায়। সাম্প্রতিককালের কোভিড মহামারির মতো সে কালেও সামাজিক দূরত্ব বাধ্যতামূলক করা হয়েছিল। ক্যামব্রিজের শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। নিউটনের বাড়ি ছিল ক্যামব্রিজ থেকে ৬০ মাইল দূরে। সেখানে এক বছরের বেশি সময় একলা ঘরে বন্দী ছিলেন। নিউটনের এই সময়টাকেই বলা হয় ‘আশ্চর্য বছর’। ঘরবন্দী সময়ে কোনো শিক্ষকের সাহায্য ছাড়াই নিউটন ক্যালকুলাস, আলোকবিদ্যা এবং মহাকর্ষের ধারণা লিপিবদ্ধ করেন।
সূত্র: মেন্টাল ফ্লস, বায়োগ্রাফি ডট কম ও উইকিপিডিয়া
ক্যালকুলাস, মহাকর্ষ, আলোকবিদ্যা, স্থিতি ও গতিবিদ্যাসহ বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক ও যুগান্তকারী অবদান রয়েছে স্যার আইজ্যাক নিউটনের। নিউটনের জন্ম ১৬৪৩ সালের ৪ জানুয়ারি। মৃত্যু ১৭২৭ সালের ৩১ মার্চ। তাঁর জীবনের এমন কিছু চমকপ্রদ বিষয় আছে যা আপনাকে অবাক করবে!
জন্ম হয়েছিল অপরিণত, বাঁচার আশাই ছিল না
নিউটনের জন্মের কয়েক মাস আগেই তাঁর বাবা মারা যান। মায়ের পেটে পরিণত শিশু হয়ে ওঠার আগেই নিউটনের জন্ম হয়। নবজাতক এতটাই ছোট ছিল যে বেঁচে থাকা নিয়ে ছিল সংশয়। ছোট একটি মগের ভেতরে অনায়াসে ভরা যেত!
মাথায় আপেল পড়ার ঘটনা সত্য নয়
মাথায় আপেল পড়ার ঘটনা থেকে নিউটন তৎক্ষণাৎ তাঁর বিখ্যাত মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছিলেন—এ গল্প সত্য নয়! বলা হয় এই ঘটনা তাঁকে মহাকর্ষ সূত্র বিকাশে সাহায্য করে। আপেল পড়ার ঘটনা নিয়ে ইতিহাসবিদেরা বলেন, নিউটন কখনোই দাবি করেননি আপেল তাঁর মাথায় আঘাত করেছিল। স্টিফেন হকিং তাঁর ‘কালের সংক্ষিপ্ত ইতিহাস’ বইতেও বিষয়টি উল্লেখ করেছেন। হকিং বলছেন, ওই আপেল গাছের নিচে নিয়মিত বসতেন নিউটন। মাথায় আপেল পড়ার কারণে সূত্র পাননি বরং তিনি মহাকর্ষের ধারণা নিয়েই ভাবছিলেন।
নিজের প্রতিকৃতি আঁকতে ভালোবাসতেন নিউটন
জীবদ্দশায় নিউটন এক ডজনেরও বেশি নিজের প্রতিকৃতি এঁকেছেন। বিশেষ করে জীবনের শেষ দিকে এসে আঁকাআঁকি বেশি করেছেন।
রসায়নেও আগ্রহ ছিল নিউটনের
পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা এবং গণিতে মৌলিক অবদানের জন্য নিউটনকে স্মরণ করা হয়। কিন্তু নিউটনের ব্যক্তিগত চিঠি ও নোটবুক ঘেঁটে জানা যায় রসায়নেও বেশ আগ্রহ ছিল তাঁর।
রাজনীতিতেও বিচরণ ছিল নিউটনের
ইংলিশ পার্লামেন্টে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন নিউটন।
মহামারিতেই সব বৈপ্লবিক কাজ করেছিলেন নিউটন
১৬৬৫ সালে লন্ডনেও হানা দেয় প্লেগ মহামারি। নিউটন তখন ক্যামব্রিজের ছাত্র। বয়স ২০-এর কোঠায়। সাম্প্রতিককালের কোভিড মহামারির মতো সে কালেও সামাজিক দূরত্ব বাধ্যতামূলক করা হয়েছিল। ক্যামব্রিজের শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। নিউটনের বাড়ি ছিল ক্যামব্রিজ থেকে ৬০ মাইল দূরে। সেখানে এক বছরের বেশি সময় একলা ঘরে বন্দী ছিলেন। নিউটনের এই সময়টাকেই বলা হয় ‘আশ্চর্য বছর’। ঘরবন্দী সময়ে কোনো শিক্ষকের সাহায্য ছাড়াই নিউটন ক্যালকুলাস, আলোকবিদ্যা এবং মহাকর্ষের ধারণা লিপিবদ্ধ করেন।
সূত্র: মেন্টাল ফ্লস, বায়োগ্রাফি ডট কম ও উইকিপিডিয়া
ওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
৪ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
৯ দিন আগেদক্ষিণ আফ্রিকান একটি নিরাপত্তাপ্রতিষ্ঠান সেখানকার একটি বাড়ি থেকে বিপৎসংকেত বা সতর্কতামূলক অ্যালার্ম পায়। প্রতিষ্ঠানটি দেরি না করে সেখানে একটি দল পাঠায়। তখনই ফাঁস হয় রহস্য। এই অ্যালার্ম বাজিয়েছিল ওই বাড়ির বাসিন্দারা নয়, বরং একটি বানর।
২১ দিন আগেমাত্র ৫ কিলোমিটার দূরে বাসা। রাত হয়ে যাওয়ায় রাইড শেয়ারিং অ্যাপ উবারই ভরসা। ২০ মিনিটেই চলে যাওয়া যায়। তবে যানজটে সময় লাগল ২ ঘণ্টা। গন্তব্যে পৌঁছে সোফি দেখলেন ৫ কিলোমিটার রাস্তার জন্য তাঁর বিল এসেছে ৩২১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৮১৯৭ টাকা)। উবার বুক করার সময় দেখানো প্রাথমিক বিলের প্রায় চার গুণ!
২২ ডিসেম্বর ২০২৪