সমির মল্লিক, খাগড়াছড়ি
খাগড়াছড়ির মাটিরাঙ্গার নিভৃত পল্লি কাজীপাড়া-হাতিয়াপাড়া। পিছিয়ে পড়া এই জনপদে নেই কোনো ফসলি জমি। এখানকার বেশির ভাগ মানুষেরই সামাজিক অবস্থান দারিদ্র্যসীমার নিচে। সেখানেই মোড়া তৈরি করে টেনেটুনে চলা সংসারে আর্থিক সচ্ছলতা এনেছেন নারীরা।
এই গ্রামের শতাধিক নারী সংসারের কাজ শেষে বাড়তি রোজগারের আশায় মোড়া তৈরি করছেন। কিন্তু অর্থসংকটে মোড়া তৈরির উপকরণ কিনতে হিমশিম খেতে হতো তাঁদের।
এমন পরিস্থিতিতে পাঁচ মাস আগে খাগড়াছড়ির মাটিরাঙ্গার কাজীপাড়ার ২০ জন বিধবা ও সুবিধাবঞ্চিত নারীর প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ফেরদৌসী পারভীন। মানবিক সহায়তার অংশ হিসেবে সুবিধাবঞ্চিত এসব নারীর প্রত্যেককে ১০ জোড়া মোড়া তৈরির উপকরণ হিসেবে দেওয়া হয় প্লাস্টিকের বেত বা রগ ও টায়ার। ফেরদৌসী পারভীনের মানবিক সহায়তায় পাঁচ মাসের মাথায় কাজীপাড়ার সেই ২০ নারী অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়িয়েছেন। মোড়া তৈরি করে দিনবদলের স্বপ্ন দেখা এসব নারীর পরিবারে এসেছে আর্থিক সচ্ছলতা।
সম্প্রতি পাহাড়ি জনপদ মাটিরাঙ্গার কাজীপাড়া ঘুরে দেখা গেছে, বাড়ির উঠানে মোড়া তৈরি করছেন আয়েশা আক্তার। মায়ের সঙ্গে বসে নিপুণ হাতের ছোঁয়ায় বাঁশ-বেতের সমন্বয়ে মোড়া তৈরি করছেন কলেজপড়ুয়া শিক্ষার্থী আঁখি। শুধু আঁখিই নন, স্কুল-কলেজপড়ুয়া এমন অনেকেই লেখাপড়ার ফাঁকে ফাঁকে মোড়া তৈরির
কাজ করছেন।
মোড়া বানানোর সময় কথা হয় আয়েশা বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘স্বামীর পাশাপাশি আমিও আয় করছি। সন্তানের লেখাপড়া আর সংসারের খরচের পর বাড়তি কিছু টাকাও জমিয়েছি।’
একটু দূরেই পাশের বাড়িতে মোড়া তৈরি করছেন আকলিমা ও আমেনা বেগম। সম্পর্কে তাঁরা জা। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেল, এখানকার প্রতিটি বাড়িতেই মোড়া তৈরি হয়। সংসারের কাজ শেষে সবাই মোড়া তৈরিতে ব্যস্ত থাকেন। কারোরই যেন অবসর নেই। ফেরদৌসী পারভীনের মানবিক সহায়তায় মোড়া
তৈরি করে সবার পরিবারেই কমবেশি আর্থিক সচ্ছলতা এসেছে বলে জানালেন আকলিমা বেগম।
শত নারীর মোড়া তৈরির ফলে পাহাড়ের কাজীপাড়া-হাতিয়াপাড়া গ্রামের প্রতিটি বাড়িতে গড়ে উঠেছে কুটিরশিল্প। নারীদের তৈরি মোড়া বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করে থাকেন স্থানীয় পাইকারেরা। বিপণন-প্রক্রিয়া সহজ হওয়ায় প্রায় প্রতিটি ঘরেই বাড়ছে মোড়া তৈরির কাজ। সপ্তাহে একজন নারী দুই থেকে তিন
জোড়া মোড়া তৈরি করতে পারেন। আকারভেদে এসব মোড়া প্রতি জোড়া সাড়ে ৩০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয়ে থাকে। সেখান থেকে একেকজন নারী সপ্তাহে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা আয় করে থাকেন।
নারীদের নিপুণ হাতে তৈরি এসব মোড়া ইতিমধ্যে জায়গা করে নিয়েছে সমতলের জেলাগুলোতে। স্থানীয়ভাবে সংগ্রহ করে এসব মোড়া সমতলের জেলাগুলোতে বাজারজাত করার মতো কাজটি করে থাকেন স্থানীয় পাইকার মো. দেলোয়ার হোসেন। চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নোয়াখালীর বাজারে পাহাড়ের মোড়ার ব্যাপক চাহিদার কথা জানিয়েছেন তিনি।
মোড়া তৈরিতে নিয়োজিত নারীদের সরকারি সহায়তার আওতায় আনা হলে মোড়াশিল্প পাহাড়ের একটি সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে উঠবে বলে মনে করেন মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো. আলাউদ্দিন লিটন। আর মাটিরাঙ্গা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জানান, পরিবারের আর্থিক সচ্ছলতায় ভূমিকা রাখা এসব নারীকে কীভাবে সহযোগিতা করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পিছিয়ে পড়া জনপদের নারীদের নিজের পায়ে দাঁড়ানোর এই সংগ্রাম প্রশংসনীয় বলেও মনে করেন তিনি।
গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ফেরদৌসী পারভীন বলেছেন, ‘ব্যক্তিগত উদ্যোগে নারীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এর আগে নারীদের থামি বুননের ও মোড়া তৈরির উপকরণ দিয়েছি। চলতি মাসেও মোড়া বানানোর সঙ্গে সম্পৃক্ত আরও ৫০ নারীকে ১০টি মোড়া তৈরির উপকরণ দেওয়া হবে। এর মধ্য দিয়ে স্বল্প পরিসরে হলেও আয়ের সুযোগ পাবেন তাঁরা।’
খাগড়াছড়ির মাটিরাঙ্গার নিভৃত পল্লি কাজীপাড়া-হাতিয়াপাড়া। পিছিয়ে পড়া এই জনপদে নেই কোনো ফসলি জমি। এখানকার বেশির ভাগ মানুষেরই সামাজিক অবস্থান দারিদ্র্যসীমার নিচে। সেখানেই মোড়া তৈরি করে টেনেটুনে চলা সংসারে আর্থিক সচ্ছলতা এনেছেন নারীরা।
এই গ্রামের শতাধিক নারী সংসারের কাজ শেষে বাড়তি রোজগারের আশায় মোড়া তৈরি করছেন। কিন্তু অর্থসংকটে মোড়া তৈরির উপকরণ কিনতে হিমশিম খেতে হতো তাঁদের।
এমন পরিস্থিতিতে পাঁচ মাস আগে খাগড়াছড়ির মাটিরাঙ্গার কাজীপাড়ার ২০ জন বিধবা ও সুবিধাবঞ্চিত নারীর প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ফেরদৌসী পারভীন। মানবিক সহায়তার অংশ হিসেবে সুবিধাবঞ্চিত এসব নারীর প্রত্যেককে ১০ জোড়া মোড়া তৈরির উপকরণ হিসেবে দেওয়া হয় প্লাস্টিকের বেত বা রগ ও টায়ার। ফেরদৌসী পারভীনের মানবিক সহায়তায় পাঁচ মাসের মাথায় কাজীপাড়ার সেই ২০ নারী অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়িয়েছেন। মোড়া তৈরি করে দিনবদলের স্বপ্ন দেখা এসব নারীর পরিবারে এসেছে আর্থিক সচ্ছলতা।
সম্প্রতি পাহাড়ি জনপদ মাটিরাঙ্গার কাজীপাড়া ঘুরে দেখা গেছে, বাড়ির উঠানে মোড়া তৈরি করছেন আয়েশা আক্তার। মায়ের সঙ্গে বসে নিপুণ হাতের ছোঁয়ায় বাঁশ-বেতের সমন্বয়ে মোড়া তৈরি করছেন কলেজপড়ুয়া শিক্ষার্থী আঁখি। শুধু আঁখিই নন, স্কুল-কলেজপড়ুয়া এমন অনেকেই লেখাপড়ার ফাঁকে ফাঁকে মোড়া তৈরির
কাজ করছেন।
মোড়া বানানোর সময় কথা হয় আয়েশা বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘স্বামীর পাশাপাশি আমিও আয় করছি। সন্তানের লেখাপড়া আর সংসারের খরচের পর বাড়তি কিছু টাকাও জমিয়েছি।’
একটু দূরেই পাশের বাড়িতে মোড়া তৈরি করছেন আকলিমা ও আমেনা বেগম। সম্পর্কে তাঁরা জা। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেল, এখানকার প্রতিটি বাড়িতেই মোড়া তৈরি হয়। সংসারের কাজ শেষে সবাই মোড়া তৈরিতে ব্যস্ত থাকেন। কারোরই যেন অবসর নেই। ফেরদৌসী পারভীনের মানবিক সহায়তায় মোড়া
তৈরি করে সবার পরিবারেই কমবেশি আর্থিক সচ্ছলতা এসেছে বলে জানালেন আকলিমা বেগম।
শত নারীর মোড়া তৈরির ফলে পাহাড়ের কাজীপাড়া-হাতিয়াপাড়া গ্রামের প্রতিটি বাড়িতে গড়ে উঠেছে কুটিরশিল্প। নারীদের তৈরি মোড়া বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করে থাকেন স্থানীয় পাইকারেরা। বিপণন-প্রক্রিয়া সহজ হওয়ায় প্রায় প্রতিটি ঘরেই বাড়ছে মোড়া তৈরির কাজ। সপ্তাহে একজন নারী দুই থেকে তিন
জোড়া মোড়া তৈরি করতে পারেন। আকারভেদে এসব মোড়া প্রতি জোড়া সাড়ে ৩০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয়ে থাকে। সেখান থেকে একেকজন নারী সপ্তাহে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা আয় করে থাকেন।
নারীদের নিপুণ হাতে তৈরি এসব মোড়া ইতিমধ্যে জায়গা করে নিয়েছে সমতলের জেলাগুলোতে। স্থানীয়ভাবে সংগ্রহ করে এসব মোড়া সমতলের জেলাগুলোতে বাজারজাত করার মতো কাজটি করে থাকেন স্থানীয় পাইকার মো. দেলোয়ার হোসেন। চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নোয়াখালীর বাজারে পাহাড়ের মোড়ার ব্যাপক চাহিদার কথা জানিয়েছেন তিনি।
মোড়া তৈরিতে নিয়োজিত নারীদের সরকারি সহায়তার আওতায় আনা হলে মোড়াশিল্প পাহাড়ের একটি সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে উঠবে বলে মনে করেন মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো. আলাউদ্দিন লিটন। আর মাটিরাঙ্গা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জানান, পরিবারের আর্থিক সচ্ছলতায় ভূমিকা রাখা এসব নারীকে কীভাবে সহযোগিতা করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পিছিয়ে পড়া জনপদের নারীদের নিজের পায়ে দাঁড়ানোর এই সংগ্রাম প্রশংসনীয় বলেও মনে করেন তিনি।
গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ফেরদৌসী পারভীন বলেছেন, ‘ব্যক্তিগত উদ্যোগে নারীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এর আগে নারীদের থামি বুননের ও মোড়া তৈরির উপকরণ দিয়েছি। চলতি মাসেও মোড়া বানানোর সঙ্গে সম্পৃক্ত আরও ৫০ নারীকে ১০টি মোড়া তৈরির উপকরণ দেওয়া হবে। এর মধ্য দিয়ে স্বল্প পরিসরে হলেও আয়ের সুযোগ পাবেন তাঁরা।’
ডেস্কে বসে কপের খবর নেওয়া আর আকাশের চাঁদ ছোঁয়ার মধ্যে যেন তেমন কোনো পার্থক্য নেই। কিন্তু হঠাৎ মনে পড়ল আনিকা তাবাসসুমের কথা। এই মুহূর্তে তিনি আছেন আজারবাইজানের বাকুতে। এত এত অ্যাপের দুনিয়ায় তাঁকে ধরা কি খুব কঠিন? চেষ্টা করতেই তাঁর কাছ থেকে পাওয়া গেল উত্তর। আমরাও চটপট কথা বলে ফেললাম আনিকার সঙ্গে।
৪ দিন আগেবাংলাদেশে তৈরি পোশাক খাতে ৩৩ লাখ ১৭ হাজার ৩৯৭ জন শ্রমিক কাজ করছেন এখন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) বায়োমেট্রিক ডেটাবেইস থেকে পাওয়া গেছে এ তথ্য। এই বিশালসংখ্যক শ্রমিকের মধ্যে ১৭ লাখ ৩৪ হাজার ৪৫৯ জন বা ৫২ দশমিক ২৮ শতাংশ নারী...
৪ দিন আগেআরব অঞ্চলের দেশগুলোর ঐতিহ্যবাহী খেলা উটের দৌড়। একসময় আমাদের দেশে যেমন ঘোড়দৌড় হতো, বিষয়টি তেমনই। সেখানে শুধু ঘোড়ার বদলে থাকে উট। সে উট যাঁরা চালনা করেন, তাঁরা হলেন জকি। এত দিন জকি হিসেবে সৌদি আরবে ছিল পুরুষদের দাপট। দেশটিতে সেই প্রচলিত প্রথা অবশ্য ভেঙেছে ২০২২ সালে...
৪ দিন আগেঅ্যান্টিবায়োটিক হিসেবে পেনিসিলিনের আবিষ্কার মানবজাতিকে স্বস্তি দিয়েছিল। তারপর আবিষ্কৃত হয় ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে কর্মক্ষম অ্যান্টিবায়োটিক নাইস্ট্যাটিন। এটির সঙ্গে যুক্ত আছে রাচেল ফুলার ব্রাউন এবং তাঁর সহযোগী এলিজাবেথ হ্যাজেনের নাম। এই দুজনের আবিষ্কারটি ছিল ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে প্রথম কার্যকর
৪ দিন আগে