Ajker Patrika

নারীদের দৃষ্টিভঙ্গি ও অবদানকে স্বীকৃতি দিতে ইন্সপায়ার ইনক্লুশন

ডেস্ক রিপোর্ট, ঢাকা
নারীদের দৃষ্টিভঙ্গি ও অবদানকে স্বীকৃতি দিতে ইন্সপায়ার ইনক্লুশন

আন্তর্জাতিক নারী দিবসের এবারের ক্যাম্পেইনের প্রতিপাদ্য ‘ইন্সপায়ার ইনক্লুশন’। এবার সমাজের সর্বক্ষেত্রে বৈচিত্র্য ও ক্ষমতায়নের গুরুত্বের ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। 

এ বছর নারী দিবসের প্রতিপাদ্যে লিঙ্গসমতা অর্জন করতে সবার অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ বলে তুলে ধরা হয়েছে। সব নারীকে মূল্যবান ও সম্মানিত করে তোলার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রান্তিক নারীসহ প্রত্যেক নারীকে জীবনের সর্বস্তরের নারীদের অনন্য দৃষ্টিভঙ্গি ও অবদানকে স্বীকৃতি দিতে উৎসাহিত করছে এবারের প্রতিপাদ্য ইন্সপায়ার ইনক্লুশন। প্রতিপাদ্যটির মূল স্তম্ভগুলোর একটি হলো, নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে বৈচিত্র্যের প্রচার।

নারীরা নেতৃত্বের ভূমিকা খুঁজতে গিয়ে আজও বাধার সম্মুখীন হন। শিক্ষা ও সচেতনতা নারীদের অন্তর্ভুক্তি বৃদ্ধি ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সহায়তা ও পৃষ্ঠপোষকতা দেওয়ার মাধ্যমে নারীরা তাঁদের বাধা অতিক্রম করতে সক্ষম হবেন। ফলে সেখানে সম্ভাবনার সৃষ্টি হবে।

প্রতিবন্ধকতা ভেঙে একসঙ্গে কাজ করার মাধ্যমে, আগামী প্রজন্মের জন্য আরও ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলাই এবারের নারী দিবসের মূল প্রতিপাদ্য। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত