ফিচার ডেস্ক
১৯৪১ সালের ৭ ডিসেম্বর জাপান আমেরিকার পার্ল হারবারে আক্রমণ করে। সে সময় অন্যান্য জায়গার মতো হিকাম ফিল্ড স্টেশন হাসপাতালেও আছড়ে পড়ছিল একের পর এক বোমা। ৪৭ বছর বয়সী অ্যানি জি ফক্স সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। একদিকে হাসপাতালে ভর্তি আহত সৈন্য, অন্যদিকে টর্পেডো, বোমা, মেশিনগান এবং বিমানবিধ্বংসী অস্ত্রের বিরামহীন গোলাবর্ষণ। এসবের মধ্যেও মাথা ঠান্ডা রেখে দক্ষতার সঙ্গে নিজের কাজ করেছিলেন ফক্স। তাঁর শান্ত থাকা, সাহস ও নেতৃত্ব সবার মনোবল বাড়িয়ে দিয়েছিল।
এই সাহসিকতার জন্য পরে ব্রোঞ্জ স্টার পুরস্কারে ভূষিত হন ফক্স। ব্রোঞ্জ স্টার যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর চতুর্থ সর্বোচ্চ যুদ্ধ পুরস্কার।
আক্রমণের সময় নিজেদের কাজ ঠিকমতো করার জন্য আরও চার নার্সকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তাঁরা হলেন ক্যাপ্টেন হেলেনা ক্লিয়ারওয়াটার, ফার্স্ট লেফটেন্যান্ট এলিজাবেথ এ পেসুট, সেকেন্ড লেফটেন্যান্ট এলমা এল অ্যাসন এবং সেকেন্ড লেফটেন্যান্ট রোজালি এল সোয়েনসন। প্রত্যেকে ‘অসাধারণ বিশ্বস্ততা এবং অপরিহার্য সেবা’র জন্য লিজিয়ন অব মেরিট সম্মান অর্জন করেছিলেন।
লেফটেন্যান্ট ফক্স ছিলেন হিকাম ফিল্ড স্টেশন হাসপাতালের প্রধান নার্স।
৩০ শয্যার হাসপাতালটি ১৯৪১ সালের নভেম্বর মাসে চালু হয়েছিল ছয়জন নার্স নিয়ে। ফক্স প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে আর্মি নার্স কর্পসে যোগ দেন। ফলে যুদ্ধক্ষেত্রে সব ধরনের পরিস্থিতি সামলানোর ক্ষমতা অর্জন করেছিলেন তিনি।
১৯৪১ সালের ৭ ডিসেম্বর জাপান আমেরিকার পার্ল হারবারে আক্রমণ করে। সে সময় অন্যান্য জায়গার মতো হিকাম ফিল্ড স্টেশন হাসপাতালেও আছড়ে পড়ছিল একের পর এক বোমা। ৪৭ বছর বয়সী অ্যানি জি ফক্স সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। একদিকে হাসপাতালে ভর্তি আহত সৈন্য, অন্যদিকে টর্পেডো, বোমা, মেশিনগান এবং বিমানবিধ্বংসী অস্ত্রের বিরামহীন গোলাবর্ষণ। এসবের মধ্যেও মাথা ঠান্ডা রেখে দক্ষতার সঙ্গে নিজের কাজ করেছিলেন ফক্স। তাঁর শান্ত থাকা, সাহস ও নেতৃত্ব সবার মনোবল বাড়িয়ে দিয়েছিল।
এই সাহসিকতার জন্য পরে ব্রোঞ্জ স্টার পুরস্কারে ভূষিত হন ফক্স। ব্রোঞ্জ স্টার যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর চতুর্থ সর্বোচ্চ যুদ্ধ পুরস্কার।
আক্রমণের সময় নিজেদের কাজ ঠিকমতো করার জন্য আরও চার নার্সকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তাঁরা হলেন ক্যাপ্টেন হেলেনা ক্লিয়ারওয়াটার, ফার্স্ট লেফটেন্যান্ট এলিজাবেথ এ পেসুট, সেকেন্ড লেফটেন্যান্ট এলমা এল অ্যাসন এবং সেকেন্ড লেফটেন্যান্ট রোজালি এল সোয়েনসন। প্রত্যেকে ‘অসাধারণ বিশ্বস্ততা এবং অপরিহার্য সেবা’র জন্য লিজিয়ন অব মেরিট সম্মান অর্জন করেছিলেন।
লেফটেন্যান্ট ফক্স ছিলেন হিকাম ফিল্ড স্টেশন হাসপাতালের প্রধান নার্স।
৩০ শয্যার হাসপাতালটি ১৯৪১ সালের নভেম্বর মাসে চালু হয়েছিল ছয়জন নার্স নিয়ে। ফক্স প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে আর্মি নার্স কর্পসে যোগ দেন। ফলে যুদ্ধক্ষেত্রে সব ধরনের পরিস্থিতি সামলানোর ক্ষমতা অর্জন করেছিলেন তিনি।
দেশে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে গত বছর। বছরটি নারীর জন্য ছিল অম্ল-মধুর। যে বিষয়টি বলার তা হলো, বিভিন্ন পদক্ষেপ, আইন, শাস্তি—কোনো কিছুই নারীর প্রতি সহিংসতা আর নির্যাতন বন্ধ করতে পারছে না।
৩ দিন আগেজামেলা খাতুনের বয়স ৮০ পেরিয়ে গেছে। অনেক আগেই কর্মশক্তি হারিয়েছেন তিনি। শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। কোটরাগত দুচোখ তাঁর সর্বস্ব হারানোর বিশদ উপাখ্যান। স্বামী সমেজ মিয়াকে হারিয়েছেন এক যুগ আগে। যমুনার ভাঙনে হারিয়েছেন ঘরবাড়ি। মানসিক ভারসাম্যহীন একমাত্র ছেলেকে নিয়ে ছিল তাঁর সংসার। স্বামী মারা যাওয়ার..
৩ দিন আগেআমার বয়স ১৮ বছর, স্বামীর ৪৫। পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছিল দেড় বছর আগে। আমার ননদ বিয়ের সূত্রে অন্য জেলায় থাকে এবং পারিবারিক ব্যাপারে নাক গলায়। নানা রকম মানসিক নির্যাতন সহ্য করেছি গত দেড় বছরে। আমার ভরণপোষণও ঠিকমতো দেয়নি তারা। বাড়ির একটি রুম নিয়ে পারলার দিয়েছিলাম...
৩ দিন আগেএকজন বন্দী কারাগারে থেকে কিসের বিনিময়ে ভালো সেবা পেতে পারেন? অনেকের মনে ঘুরতে পারে এর অনেক উত্তর। কিন্তু যদি শোনেন, এই ‘বিনিময়’ সেই বন্দীর পরিবারকে দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করার প্রস্তাব! অনেকে হোঁচট খাবেন। তেমনই এক ঘটনার কথা আন্তর্জাতিক গণমাধ্যমে ফাঁস করেছেন
৩ দিন আগে