Ajker Patrika

রবীন্দ্র পুরস্কার পেলেন শিল্পী শীলা মোমেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রবীন্দ্র পুরস্কার পেলেন শিল্পী শীলা মোমেন

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে গত সোমবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে রবীন্দ্র পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বছর বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার পেয়েছেন শিল্পী শীলা মোমেন। তাঁর হাতে পুরস্কারের সনদ, সম্মাননা স্মারক ও অর্থমূল্যের চেক তুলে দেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

শীলা মোমেনের জন্ম ১৯৫৩ সালের ১২ আগস্ট, চট্টগ্রামে। তিনি চট্টগ্রামের ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। শৈশবেই তাঁর নৃত্য ও সংগীতে হাতেখড়ি।

শীলা মোমেন মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থার সদস্য হিসেবে মুক্তিযোদ্ধা ক্যাম্প, শরণার্থীশিবির, রণাঙ্গন ও ভারতের বিভিন্ন শহরে গান করেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রেও তিনি গান করেছেন। তিনি বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী।

১৯৭৬ সালে শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ফুলকি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত হন শীলা মোমেন। প্রতিষ্ঠানটির জন্মলগ্ন থেকে অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত