Ajker Patrika

কক্সবাজারের ঘটনায় গ্রেপ্তার ৩ আসামি ২ দিনের রিমান্ডে

তাসনিম হাসান, কক্সবাজার থেকে
কক্সবাজারের ঘটনায় গ্রেপ্তার ৩ আসামি ২ দিনের রিমান্ডে

কক্সবাজারে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার হওয়া ৩ আসামির ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার বিকেলে আসামিদের আদালতে তোলা হলে কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকী এই আদেশ দেন। 

টুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের পক্ষ থেকে প্রত্যেক আসামির ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

তবে রিমান্ডে নেওয়া এই আসামিদের নাম মামলার এজাহারে ছিল না। তাঁরা হলেন-কক্সবাজার শহরের দক্ষিণ বাহারছড়া এলাকার রেজাউল করিম সাহাবুদ্দিন (২৫), চকরিয়া উপজেলার ডুলাহাজারার উলুবনিয়া এলাকার মামুনুর রশীদ (২৮) ও কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়া এলাকার মেহেদী হাসান (২১)। 

সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় এ পর্যন্ত প্রধান আসামি আশিকুল ইসলামসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে র‍্যাবের হাতে গ্রেপ্তার হন মামলার এজাহারে চার নম্বরে থাকা আসামি হোটেল জিয়া গেস্ট ইনের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন ছোটন। গত শনিবার তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপি

জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত আখতারুজ্জামান

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

আজকের রাশিফল: চায়ের বিল না দেওয়া বন্ধুদের সাহায্য করুন, সন্ধ্যার দিকে ভালো খবর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ