Ajker Patrika

১১ বছরের ছেলেকে নিয়ে পেশি দেখালেন রোনালদো

আপডেট : ১৮ মে ২০২২, ১৪: ১৭
১১ বছরের ছেলেকে নিয়ে পেশি দেখালেন রোনালদো

নিজের মতো করেই ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়ারকে গড়ে তুলছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স ১১ পেরোনোর আগে ছেলেও ঠিকঠাকভাবে বাবার পদাঙ্ক অনুসরণ শুরু করেছেন। এবার আদুল গায়ে বাপ-বেটা একসঙ্গে পেশিও দেখিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি পোস্ট করেছেন রোনালদো নিজেই।

মৌসুমটা ভালো যায়নি রোনালদোর। ব্যক্তিগতভাবে কিছু অর্জন থাকলেও, দলীয় অর্জন একেবারেই শূন্য রোনালদোর। তবে সময় যেমনই কাটুক, অনুশীলনে বরাবরই মনোযোগী রোনালদো। ফাঁকা সময়ে হয়তো ছেলে জুনিয়র রোনালদোকে নিয়েই নেমে পড়েছিলেন অনুশীলনে। এরপর নিয়েছেন ক্রায়োথেরাপিও। মূলত খেলা বা অনুশীলনের পর আঘাত সারানোর জন্য শরীরে নেওয়া একধরনের শীতলীকরণ থেরাপি হলো ক্রায়োথেরাপি। 

এ সময় নিজেদের আদুল গায়ে পেশিবহুল ছবিও শেয়ার করেছেন রোনালদো। যার ক্যাপশনে লিখেছেন, ‘আমার ছেলের সঙ্গে সেরে ওঠার সময়।’ জুনিয়র রোনালদোর দিকে তাকালেও বোঝা যাবে সেও বাবার পথ অনুসরণ করে তৈরি হচ্ছে। 

২০২০ সালে একবার অবশ্য ছেলেকে নিয়ে হতাশা ব্যক্ত করেছিলেন রোনালদো। বলেছিলেন, ছেলে যে ধরনের খাবারকে গুরুত্ব দেয় সে জন্য সে এলিট ফুটবলার হওয়ার জন্য প্রস্তুত নয়। রোনালদো বলেন, ‘কখনো কখনো সে কোকা-কোলা এবং ফান্টা পান করে। সে জানে এগুলো আমি পছন্দ করি না।’ 

তবে সেই পথ ছেড়ে ছেলে জুনিয়র রোনালদো যে বাবার পথে হাঁটতে শুরু করেছে তা এ ছবিতেই স্পষ্ট হওয়া যাচ্ছে।

ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপি

জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত আখতারুজ্জামান

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

আজকের রাশিফল: চায়ের বিল না দেওয়া বন্ধুদের সাহায্য করুন, সন্ধ্যার দিকে ভালো খবর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ