ক্রীড়া ডেস্ক
নিজের মতো করেই ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়ারকে গড়ে তুলছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স ১১ পেরোনোর আগে ছেলেও ঠিকঠাকভাবে বাবার পদাঙ্ক অনুসরণ শুরু করেছেন। এবার আদুল গায়ে বাপ-বেটা একসঙ্গে পেশিও দেখিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি পোস্ট করেছেন রোনালদো নিজেই।
মৌসুমটা ভালো যায়নি রোনালদোর। ব্যক্তিগতভাবে কিছু অর্জন থাকলেও, দলীয় অর্জন একেবারেই শূন্য রোনালদোর। তবে সময় যেমনই কাটুক, অনুশীলনে বরাবরই মনোযোগী রোনালদো। ফাঁকা সময়ে হয়তো ছেলে জুনিয়র রোনালদোকে নিয়েই নেমে পড়েছিলেন অনুশীলনে। এরপর নিয়েছেন ক্রায়োথেরাপিও। মূলত খেলা বা অনুশীলনের পর আঘাত সারানোর জন্য শরীরে নেওয়া একধরনের শীতলীকরণ থেরাপি হলো ক্রায়োথেরাপি।
এ সময় নিজেদের আদুল গায়ে পেশিবহুল ছবিও শেয়ার করেছেন রোনালদো। যার ক্যাপশনে লিখেছেন, ‘আমার ছেলের সঙ্গে সেরে ওঠার সময়।’ জুনিয়র রোনালদোর দিকে তাকালেও বোঝা যাবে সেও বাবার পথ অনুসরণ করে তৈরি হচ্ছে।
২০২০ সালে একবার অবশ্য ছেলেকে নিয়ে হতাশা ব্যক্ত করেছিলেন রোনালদো। বলেছিলেন, ছেলে যে ধরনের খাবারকে গুরুত্ব দেয় সে জন্য সে এলিট ফুটবলার হওয়ার জন্য প্রস্তুত নয়। রোনালদো বলেন, ‘কখনো কখনো সে কোকা-কোলা এবং ফান্টা পান করে। সে জানে এগুলো আমি পছন্দ করি না।’
তবে সেই পথ ছেড়ে ছেলে জুনিয়র রোনালদো যে বাবার পথে হাঁটতে শুরু করেছে তা এ ছবিতেই স্পষ্ট হওয়া যাচ্ছে।
ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কিত পড়ুন:
নিজের মতো করেই ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়ারকে গড়ে তুলছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স ১১ পেরোনোর আগে ছেলেও ঠিকঠাকভাবে বাবার পদাঙ্ক অনুসরণ শুরু করেছেন। এবার আদুল গায়ে বাপ-বেটা একসঙ্গে পেশিও দেখিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি পোস্ট করেছেন রোনালদো নিজেই।
মৌসুমটা ভালো যায়নি রোনালদোর। ব্যক্তিগতভাবে কিছু অর্জন থাকলেও, দলীয় অর্জন একেবারেই শূন্য রোনালদোর। তবে সময় যেমনই কাটুক, অনুশীলনে বরাবরই মনোযোগী রোনালদো। ফাঁকা সময়ে হয়তো ছেলে জুনিয়র রোনালদোকে নিয়েই নেমে পড়েছিলেন অনুশীলনে। এরপর নিয়েছেন ক্রায়োথেরাপিও। মূলত খেলা বা অনুশীলনের পর আঘাত সারানোর জন্য শরীরে নেওয়া একধরনের শীতলীকরণ থেরাপি হলো ক্রায়োথেরাপি।
এ সময় নিজেদের আদুল গায়ে পেশিবহুল ছবিও শেয়ার করেছেন রোনালদো। যার ক্যাপশনে লিখেছেন, ‘আমার ছেলের সঙ্গে সেরে ওঠার সময়।’ জুনিয়র রোনালদোর দিকে তাকালেও বোঝা যাবে সেও বাবার পথ অনুসরণ করে তৈরি হচ্ছে।
২০২০ সালে একবার অবশ্য ছেলেকে নিয়ে হতাশা ব্যক্ত করেছিলেন রোনালদো। বলেছিলেন, ছেলে যে ধরনের খাবারকে গুরুত্ব দেয় সে জন্য সে এলিট ফুটবলার হওয়ার জন্য প্রস্তুত নয়। রোনালদো বলেন, ‘কখনো কখনো সে কোকা-কোলা এবং ফান্টা পান করে। সে জানে এগুলো আমি পছন্দ করি না।’
তবে সেই পথ ছেড়ে ছেলে জুনিয়র রোনালদো যে বাবার পথে হাঁটতে শুরু করেছে তা এ ছবিতেই স্পষ্ট হওয়া যাচ্ছে।
ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কিত পড়ুন:
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৯ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৯ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৯ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১০ ঘণ্টা আগে